তখন ক্লাস এইটে পড়ি। একজন স্যার ক্লাসে নোট লেখাচ্ছিলেন। জিজ্ঞাসা করলেন - 'কেন সবার ভালো করে পড়াশোনা করা উচিত ? '
অনেকে অনেক কিছু ভাবলো। তারপর স্যার নিজেই বললেন - ' টাকা, আর যাতে একজন হেভি বউ পাওয়া যায়। ' তখন 'সেভেন আপ' মার্কেটে আসেনি। এলে এই কথাটা বিজ্ঞাপনে ব্যবহার করা হত। হনেস্ট উত্তর। ওই ক্লাসের সব থেকে গাধা স্টুডেন্ট বোধহয় আমি ছিলাম।
একজন মেয়ে আমায় একসময় বলেছিলো ছেলেরা যখন নিজের গার্লফ্রেন্ড কে ইন্ট্রো দেয় বন্ধুমহলে এইভাবে মনে মনে বলে - 'দেখো দেখো , কেয়া মাল পটায়া হ্যায় !! '
হনেস্টলি এখন ভালোবাসা, রিলেশনের মানে তো এটাই। নয় কি ? ভুল কিছু বলেনি। একদিকে একটা ফিক্স যারা ইকোনমিকালি ইউজফুল অন্যদিকে আরো দশটা দিকে চেখে বেড়ানো। প্রশ্ন করলে নীচের পরিণতি গুলো হয়।
- নেসেসিটি র জন্য সব কিছু চলে।
- কিছু সময় কথা বলি না।
- আমি লিবেরাল, প্রশ্নকর্তা ন্যারো মাইন্ডেড।
অনেকে অনেক কিছু ভাবলো। তারপর স্যার নিজেই বললেন - ' টাকা, আর যাতে একজন হেভি বউ পাওয়া যায়। ' তখন 'সেভেন আপ' মার্কেটে আসেনি। এলে এই কথাটা বিজ্ঞাপনে ব্যবহার করা হত। হনেস্ট উত্তর। ওই ক্লাসের সব থেকে গাধা স্টুডেন্ট বোধহয় আমি ছিলাম।
একজন মেয়ে আমায় একসময় বলেছিলো ছেলেরা যখন নিজের গার্লফ্রেন্ড কে ইন্ট্রো দেয় বন্ধুমহলে এইভাবে মনে মনে বলে - 'দেখো দেখো , কেয়া মাল পটায়া হ্যায় !! '
হনেস্টলি এখন ভালোবাসা, রিলেশনের মানে তো এটাই। নয় কি ? ভুল কিছু বলেনি। একদিকে একটা ফিক্স যারা ইকোনমিকালি ইউজফুল অন্যদিকে আরো দশটা দিকে চেখে বেড়ানো। প্রশ্ন করলে নীচের পরিণতি গুলো হয়।
- নেসেসিটি র জন্য সব কিছু চলে।
- কিছু সময় কথা বলি না।
- আমি লিবেরাল, প্রশ্নকর্তা ন্যারো মাইন্ডেড।
শুধু ব্যক্তিগত না, পেশা তেও, যে কোন জায়গায় যে প্রশ্ন করে সিস্টেম তাকে খিস্তি মেরে একাকীত্বর অন্ধকারে ছুঁড়ে ফেলে।
এর পর আসি কলেজের একজন দাদার কথায়। কথায় কথায় জানতে চাইলাম 'বিয়ে করছো কবে ? '
বললো - 'করেছি তো। জ্ঞানকে।'
বললো - 'করেছি তো। জ্ঞানকে।'
ভেবেছিলাম প্রেমের ব্রেক আপে ফ্রাস্ট্রেটেড হয়ে হয়তো বাতেলা বলছে। পরে বুঝেছি। এই দুজন বিপরীত মেরু ছিল।
এর পর আসি এর পরের ঘটনা গুলোয়। একজন সিংগেল হলে যে কথাগুলি শুনতে হয় ও তার কিছু উত্তর ( এর মধ্যে যেটা আসলে উত্তর দেওয়া উচিত) -
১) সিংগেল ইজ নট আ ডিগনিটি ইটস্ ল্যাক অফ অপরচুনিটি..
উত্তর - আর ভাই তোর প্রচুর ডিমান্ড, আমি তো তুচ্ছ চুনোপুঁটি (কমিটেড ইজ নট আ কোয়ালিফিকেশন, ইটস ইউর ফ্রাসট্রেশন আন্ড ল্যাক অফ আইডেন্টিটি )
২) তোর হরমোনের অভাব আছে বা হোমোসেক্সুয়াল।
উত্তর - হাসি ( হাসি বেশ তো তবে তাই )
৩) ভাই, আমার বউ এর বান্ধবী তোর খোঁজ নিচ্ছিলো তুই সিংগেল নাকি ? বল কি বলবো।
- আমার পাঁচটা গার্লফ্রেন্ড আছে।দশ জনের সাথে ফ্লার্ট করি ( ভাই আর কি কোন কাজ নাই )
১) সিংগেল ইজ নট আ ডিগনিটি ইটস্ ল্যাক অফ অপরচুনিটি..
উত্তর - আর ভাই তোর প্রচুর ডিমান্ড, আমি তো তুচ্ছ চুনোপুঁটি (কমিটেড ইজ নট আ কোয়ালিফিকেশন, ইটস ইউর ফ্রাসট্রেশন আন্ড ল্যাক অফ আইডেন্টিটি )
২) তোর হরমোনের অভাব আছে বা হোমোসেক্সুয়াল।
উত্তর - হাসি ( হাসি বেশ তো তবে তাই )
৩) ভাই, আমার বউ এর বান্ধবী তোর খোঁজ নিচ্ছিলো তুই সিংগেল নাকি ? বল কি বলবো।
- আমার পাঁচটা গার্লফ্রেন্ড আছে।দশ জনের সাথে ফ্লার্ট করি ( ভাই আর কি কোন কাজ নাই )
এবার কিছু লিস্ট দিই।যারা আমার খুব প্রিয় মানুষ, বিশ্বে সুপরিচিত।
লিওনার্দো-দ্যা-ভিঞ্চি, এপিজে আব্দুল কালাম, বিবেকানন্দ, লতা মঙ্গেশকর, বিঠোভেন, রতন টাটা, হোমি ভাবা, ভগিনী নিবেদিতা, ফ্লোরেন্স নাইটিংগেল, আইজ্যাক নিউটন, ভলতেয়ার, নিকোলা টেসলা, ক্লাউস ফুক্স, সুস্মিতা সেন।
টেসলা র একটা কথা আমার খুব প্রাণের - "I do not think there is any thrill that can go through the human heart like that felt by the inventor... such emotions make a man forget food, sleep, friends, love, everything "
সুস্মিতা সেনকে এই প্রিয় মানুষদের লিস্টে রাখার কারণ - উনি চাইলে অনেক ছেলেই ওনাকে বিয়ে করতে রাজি হত। কিন্তু উনি ওই পথে না গিয়ে একজন মেয়েকে দত্তক নেন। তখন ভারতীয় আইনে শুধু একজন নারী একজন মেয়েকে দত্তক নিয়ে তার অভিভাবিকা হতে পারতেন না। উনি আইনি পথে এই আইনের অচলায়তন ভাংগেন। হতে পারে এই লিস্টে কোন তথ্য ভুল। সমালোচনা করলে খুশিই হব। এবার আসি আসল কথায়, এদের ছাড়াও আরো অনেক মানুষ খুঁজলেই পাওয়া যাবে যারা সিংগেল, কিন্তু আমার প্রিয় নন। কিংবা আমার প্রিয়, কিন্তু বিশ্বে সুপরিচিত নন।
কেউ যদি 'সিংগেল বাই চয়েস' হয় এতে বাকিদের প্রবলেম কোথায়?
১) এটা হয়না, বুড়ো বয়সে যখন একা থাকতে কষ্ট হবে দেখবি।
২) তোরা আজকাল কার যুগের ছেলে-মেয়ে লারে লাপ্পা করে বেড়াবি তাই কমিটমেন্টে যেতে চাস না।
৩) তুই নিজেকে কি ওনাদের মত ভাবিস ?
৪) যারা কমিটেড তাদের কেউ কি বড় হয়না ?
লিওনার্দো-দ্যা-ভিঞ্চি, এপিজে আব্দুল কালাম, বিবেকানন্দ, লতা মঙ্গেশকর, বিঠোভেন, রতন টাটা, হোমি ভাবা, ভগিনী নিবেদিতা, ফ্লোরেন্স নাইটিংগেল, আইজ্যাক নিউটন, ভলতেয়ার, নিকোলা টেসলা, ক্লাউস ফুক্স, সুস্মিতা সেন।
টেসলা র একটা কথা আমার খুব প্রাণের - "I do not think there is any thrill that can go through the human heart like that felt by the inventor... such emotions make a man forget food, sleep, friends, love, everything "
সুস্মিতা সেনকে এই প্রিয় মানুষদের লিস্টে রাখার কারণ - উনি চাইলে অনেক ছেলেই ওনাকে বিয়ে করতে রাজি হত। কিন্তু উনি ওই পথে না গিয়ে একজন মেয়েকে দত্তক নেন। তখন ভারতীয় আইনে শুধু একজন নারী একজন মেয়েকে দত্তক নিয়ে তার অভিভাবিকা হতে পারতেন না। উনি আইনি পথে এই আইনের অচলায়তন ভাংগেন। হতে পারে এই লিস্টে কোন তথ্য ভুল। সমালোচনা করলে খুশিই হব। এবার আসি আসল কথায়, এদের ছাড়াও আরো অনেক মানুষ খুঁজলেই পাওয়া যাবে যারা সিংগেল, কিন্তু আমার প্রিয় নন। কিংবা আমার প্রিয়, কিন্তু বিশ্বে সুপরিচিত নন।
কেউ যদি 'সিংগেল বাই চয়েস' হয় এতে বাকিদের প্রবলেম কোথায়?
১) এটা হয়না, বুড়ো বয়সে যখন একা থাকতে কষ্ট হবে দেখবি।
২) তোরা আজকাল কার যুগের ছেলে-মেয়ে লারে লাপ্পা করে বেড়াবি তাই কমিটমেন্টে যেতে চাস না।
৩) তুই নিজেকে কি ওনাদের মত ভাবিস ?
৪) যারা কমিটেড তাদের কেউ কি বড় হয়না ?
উত্তর গুলো সোজা -
১) যেটা তোমরা ভাবছো হয়না, সেটা কারোর কাছে হয়। যেটা তোমরা ভাবছো হয়, সেটা কারোর দ্বারা হবেনা। যা কষ্ট এখন হয়। বুড়ো বয়সে এর সুফল ভোগ করবো। আইনস্টাইনও একি কথা বলেছেন। একা থাকা যৌবনে খুব যন্ত্রণাদায়ক, কিন্তু পরিণত বয়সে এর আশীর্বাদ ভোগ করা যায়।
২) নট আপ্লিকেবল প্রশ্ন। তবে যদি কেউ বাই চয়েস আনার্কি পছন্দ করে করতেই পারে। তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি হিপোক্রিসি করে শান্তি পায় পাক, কেউ যদি ডাকাতি করে শান্তি পায়, রেপ করে, ফ্রড করে পাক, নিজের চারিদিকে দেয়াল গড়ে নিতে হয়। পৃথিবীর রঙ্গ , নীতিকথা চুপচাপ শুনে যেতে হয়। নিজেকে কারো কাছে কিছু প্রমাণ করার না থাকলে পকেটে যোগ্য জবাব থাকলেও দিয়ে কি লাভ। একজন ডাকাত, টেরোরিস্ট ও নিজের কাছে হনেস্ট। কাউকে ভুল প্রমাণ করে কারো দোষ দেখিয়ে কোন শান্তি পাওয়া যায়না এটা বয়স বাড়ার সংগে সংগে উপলব্ধি করা যায়। নিজের কোন ভুল নিজে থেকে স্বীকার করে এরকম ভালোমানুষ পৃথিবীতে আজ পাওয়া যায়না।
৩) ওনারা ওনাদের মত। আমি আমার মত। আমি আমার মত হবো, কে কি ভাবলো পুরোটাই তাদের ব্যাপার। আই কেয়ার আ ফিগ। সেই পথে হাঁটতে ভয় পাই না যেটা কম লোকে হাঁটে অথচ আমার ঠিক মনে হয়। ছোট থেকেই এরকম।
৪) সবই হয়। তবে কেউ যদি জানু, সোনা - মনা র টাইমে মোশারফ করিমের নাটক দেখে, কেউ যদি গল্প গুচ্ছের 'মাল্যদান' পড়ে মনে শান্তি পায়, কেউ যদি ঘরে বসেই আন্টার্টিকা ঘুরে আসার ক্ষমতা রাখে, কেউ যদি আবোল তাবোল লেখে, উইকিপিডিয়া, বিভিন্ন আর্টিকেল ঘেঁটে বেড়ায়, কেউ যদি নতুন কিছু করার স্বপ্ন দেখে শান্তি পায় এতে বাকিদের অসুবিধে কি আছে ?
বউ এর আঁচলের তলায় ঢুকে সুরুত সুরুত করে চা খাওয়ার থেকে, এদিক ওদিক ফ্লার্ট করে বেড়ানোর থেকে কার্টুন দেখবো, ইউটিউবে জ্ঞানের ভান্ডার খোলা যেটা আমার পছন্দ সেটা দেখবো- এতে হয়তো কেউ শান্তি পায় । কেউ উইথাউট অবসেসন কথা বললে কথা বললাম, কোনরকম ঝুল পেলে আভয়েড করলাম... কেউ যদি অন্য কোন ভাবে শান্তি পায় পাক, তাদের ব্যাপার - আমার ক্ষতি কি ??
১) যেটা তোমরা ভাবছো হয়না, সেটা কারোর কাছে হয়। যেটা তোমরা ভাবছো হয়, সেটা কারোর দ্বারা হবেনা। যা কষ্ট এখন হয়। বুড়ো বয়সে এর সুফল ভোগ করবো। আইনস্টাইনও একি কথা বলেছেন। একা থাকা যৌবনে খুব যন্ত্রণাদায়ক, কিন্তু পরিণত বয়সে এর আশীর্বাদ ভোগ করা যায়।
২) নট আপ্লিকেবল প্রশ্ন। তবে যদি কেউ বাই চয়েস আনার্কি পছন্দ করে করতেই পারে। তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি হিপোক্রিসি করে শান্তি পায় পাক, কেউ যদি ডাকাতি করে শান্তি পায়, রেপ করে, ফ্রড করে পাক, নিজের চারিদিকে দেয়াল গড়ে নিতে হয়। পৃথিবীর রঙ্গ , নীতিকথা চুপচাপ শুনে যেতে হয়। নিজেকে কারো কাছে কিছু প্রমাণ করার না থাকলে পকেটে যোগ্য জবাব থাকলেও দিয়ে কি লাভ। একজন ডাকাত, টেরোরিস্ট ও নিজের কাছে হনেস্ট। কাউকে ভুল প্রমাণ করে কারো দোষ দেখিয়ে কোন শান্তি পাওয়া যায়না এটা বয়স বাড়ার সংগে সংগে উপলব্ধি করা যায়। নিজের কোন ভুল নিজে থেকে স্বীকার করে এরকম ভালোমানুষ পৃথিবীতে আজ পাওয়া যায়না।
৩) ওনারা ওনাদের মত। আমি আমার মত। আমি আমার মত হবো, কে কি ভাবলো পুরোটাই তাদের ব্যাপার। আই কেয়ার আ ফিগ। সেই পথে হাঁটতে ভয় পাই না যেটা কম লোকে হাঁটে অথচ আমার ঠিক মনে হয়। ছোট থেকেই এরকম।
৪) সবই হয়। তবে কেউ যদি জানু, সোনা - মনা র টাইমে মোশারফ করিমের নাটক দেখে, কেউ যদি গল্প গুচ্ছের 'মাল্যদান' পড়ে মনে শান্তি পায়, কেউ যদি ঘরে বসেই আন্টার্টিকা ঘুরে আসার ক্ষমতা রাখে, কেউ যদি আবোল তাবোল লেখে, উইকিপিডিয়া, বিভিন্ন আর্টিকেল ঘেঁটে বেড়ায়, কেউ যদি নতুন কিছু করার স্বপ্ন দেখে শান্তি পায় এতে বাকিদের অসুবিধে কি আছে ?
বউ এর আঁচলের তলায় ঢুকে সুরুত সুরুত করে চা খাওয়ার থেকে, এদিক ওদিক ফ্লার্ট করে বেড়ানোর থেকে কার্টুন দেখবো, ইউটিউবে জ্ঞানের ভান্ডার খোলা যেটা আমার পছন্দ সেটা দেখবো- এতে হয়তো কেউ শান্তি পায় । কেউ উইথাউট অবসেসন কথা বললে কথা বললাম, কোনরকম ঝুল পেলে আভয়েড করলাম... কেউ যদি অন্য কোন ভাবে শান্তি পায় পাক, তাদের ব্যাপার - আমার ক্ষতি কি ??
বি.দ্র. মানুষটা একি আছি। তুই বলেছিলি -জাজমেন্টাল হতে না। পরের উপকার করতে না। আমি সেদিন রেগে ছিলাম। আজ উপলব্ধি করেছি। কিন্তু একটু আলাদা ভাবে। জাজ তো করবোই নাহলে তো পদে পদে বিপদ , কিন্তু মেন্টাল হবোনা। আমার দুনিয়ায় আমি একা। আর কেউ না, কেউ না। 'Yesterday I was clever , I wanted to change the world . Today I am wise , I am changing myself.'