Thursday, August 23, 2018

বছর বিশেক পর

" Hello sir, this is 05.00 am of 22nd August of 2038, you are hereby informed that, I have thoroughly examined the patient , but couldn't find any peripheral or carotid pulse, heart beat , breath sound, corneal reflex, deep tendon reflexes . Pupil bilaterally fixed and dilated. Hence , I am sorry to declare that the patient is clinically dead "
একনাগাড়ে একটা যান্ত্রিক ভয়েস কথাগুলো বলে গেল মীরা কে। পার্টি কাউন্সেলিং রুমে বসে আছে সে। মীরা র বয়স আঠারো পেরোয়নি। বাবা মারা যাওয়ার পর তার একজনই দেখার মত সে হল তার স্বামী৷ যান্ত্রিক ভয়েস বলা শেষ করলে মীরা বললো - "কিন্তু ডাক্তারবাবু আমি তো কিসু বুজিনা। একটু যদি বলতেন আমার রুগী কেমন আছে।"
যান্ত্রিক ভয়েস বললো -" আপনার রুগী মারা গেছেন। "
"কি বলছেন কি " চেঁচিয়ে উঠলো মীরা। দৌড়ে চলে গেল নীচে। স্বামীর বাড়ির লোকদের কাছে জানালো, ডাক্তার বললো ও আর বেঁচে নেই।
বাড়ির লোকেরা সবাই চেঁচামেচি শুরু করে দিল। বেঁচে নেই মানে! এই তো একটু আগে ভাইয়া দেখে এল, বললো কথা বলছে। মানুষটা কে মেরে দিল রে। চল্ আজ ডাক্তার কে পেটাবো৷ বলে সদলবলে সবাই চলে গেল পার্টি কাউন্সেলিং রুমে। এসি ফাঁকা একটা রুম। একটা সিসিটিভি ক্যামেরা আর স্পিকার লাগানো৷ সবাই চেঁচামেচি শুরু করে দিল। এই শালা হারামী ডাক্তার, বেরিয়ে আয়। মিনিট এক দুই চেঁচামেচির পর, কয়েকটা রোবট বেরিয়ে এলো।
একটা রোবোট বললো - আপনারা এখানে কেন ঝামেলা করছেন?
রোবোট দেরকে দেখে ঠান্ডা হয়ে গেল পার্টি। একজন বললো - আমরা বড়ো ডাক্তারের সাথে কথা বলতে চাই।
একজন রোবোট বললো - সরি স্যার। দিস ইজ নিউ টেকনলজি ইনস্টলড্। বড় ডাক্তারবাবু অনেক দূরে বসে আমাদের ইন্সট্রাকশন্ দেন। আমাদের প্রোগ্রামিং করেন।

একজন বললো - এই কুত্তার বাচ্চা।

রোবোট উত্তর দিল নির্লিপ্তভাবে - সরি স্যার, আপনার এই শব্দ আমার ডিকশনারি তে অন্তর্ভুক্ত নয়। কৃপা করে বাংলা ভাষায় কথা বলুন৷

একজন বললো - সরকার এত এত টাকা ঢালছে আর আমার রুগীকে চিকিৎসার গাফিলতি তে মেরে ফেলা হল কেন জবাব চাই।

রোবোট বললো - সরি স্যার, আমরা আই. সি. ইউ পরিচালনা করি লেটেস্ট গাইডলাইন আর প্রোটোকল মেনে। বাকি সব পেশার লোক ভুল করতে পারে, কারণ তারা মানুষ। আমরা রোবোট৷ স্পেশ্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্সটলড্। মেড ইন সিলিকন ভ্যালি । আমাদের ভুল হয়না। আপনাদের রোজ সময়ে সময়ে রুগীর অবস্থা জানানোও হয়েছে তার রেকর্ডিং আছে আছে আমাদের কাছে। যদি আপনাদের মনে হয় গাফিলতি হয়েছে কোর্টে যেতে পারেন। প্রমাণ করতে না পারলে আমাদের কোম্পানি মানহানির মামলা করবে। আর এখন বাকি রুগীর স্বার্থে এই জায়গা ফাঁকা করুন। নাহলে উই আর সরি টু সে, আমরা উপযুক্ত ব্যবস্থা নেবো। লাস্ট দুবছর গোটা পৃথিবীর হসপিটাল আমরা চালাচ্ছি। কোন মানুষ নয়। আমরা জানি কখন কি করতে হয়।

একজন ক্ষেপে গিয়ে বললো - কি করবি রে।??

রোবোট রা একে একে একে AK47 বের করলো। ১০ সেকেন্ডের মধ্যে সব ফাঁকা হয়ে গেল।

পরের দিন, শহরের বুকে একটা মিছিল বেরোলো। প্ল্যাকার্ডে লেখা - দাও ফিরে সে চিকিৎসক, লও হে রোবোট। 

জেলখানায় বসে মানুষ চিকিৎসকরা তাস খেলছিলেন। এ.আই. কর্পোরেট কোম্পানিগুলো হস্পিটালে রোবোট যে মানুষের থেকে বেশি এফেক্টিভ বলে সবাইকে নানা নেগলিজেন্স কেস এ এতদিন জেলে পাঠাতে লেগেছিল, আজ থেকে প্রায় দশ বছর আগে থেকে, সেটাতে আজ জেল গুলো চিকিৎসক এ ভরে উঠেছে । এমনিতে তাঁরা স্বেচ্ছা অবসর পেতেন না৷ শুরুতে ভয় পেলেও পরে জেলখানা র জীবনেই তাই তাঁরা আসল মুক্তির স্বাদটা পেলেন। যখন তাঁরা বলতেন কেউ শোনেনি তাঁদের কথা। চোর ডাকাত খুনি তকমা দিয়ে ঠেলে দিয়েছে সমাজ অন্ধকার সেলে৷
খবরে তারা মিছিল টা দেখলেন। তারপর মাথা চুলকে আবার তাস খেলতে বসে গেলেন। তাসের টুর্ণামেন্ট এ বেশি দেরি করা যায়না।

নিউজ চ্যানেলও চলতে লাগলো নিজের মত।
একজন বিশেষজ্ঞ জানালেন নিউজ চ্যানেল এ তাঁর মতামত -" যখন রোবোট এসেছিল চিকিৎসা ব্যবস্থায় তখন সবাই খুশি হয়েছিল এই ভেবে যে আর গাফিলতি হবেনা। কিন্তু মানুষ এর জায়গা রোবোট রা নিলে পেশেন্ট পার্টি রাগ দেখাবে কাদের উপর! কাদের মেরে মেরে ঠান্ডা হবে!??  "

এক কানে ওই মতামত শুনে 'ফোর হার্ট ' কল দিলেন এক প্রবীণ চিকিৎসক ।।

পাঁচ মিনিট

"বিষ টা খাওয়ার আগে একবার আমাকে বলতো!! " কথাটা শেষ করতে না করতেই গলা ধরে এলো কিরণ এর। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এর বাইরে ...