Tuesday, April 21, 2020

My Discography as a solo music composer


A) Singles - তোকে আমার (২০১২), ইচ্ছে (২০১২)
নতুন সমাজের ডাক (২০১২), দেওয়াল ভাঙো ( ২০১৮), ক্লিভেজ

B) Album -
1) Renovatio -
Renovatio-Title track (২০১৮) ,
Buddha (২০২০) ,
জলনূপুর ,
নিখোঁজ বলাকা

2) সময়ের দাবী -
ডাক্তার মানে একটাই সমাধান (২০১৯) ,
শুধরাবে বলো কবে সমাজ (২০২০),
ডাক্তার প্রদীপ কুমার (২০২০)

3) Suprabhat unplugged -

মানুষের গান (২০১৯) ,
অসামাজিক (২০২০) ,
এইটুকু আমি চাইছি,
Jazz-mental (২০২০),
বৃষ্টি ,
Hi Kolkata,
Just Like me,
An MBBS Song (২০১৯),
গানটা শুনছো নাকি দেখছো তুমি (২০১৯)

4) যেমন খুশি গান (During Quarantine period)
 কিছু বুঝতে পারছিনা (২০২০),
 শিশুদের গান (২০২০),
 যদি তুমি (২০২০),
 প্রিয়া (২০২০),
 আমি পাগল, ডিভোর্স, Save the nature

C) Instrumental Track - 
Spontaneous ( ২০১৯ ),
Noise inside my head ( ২০১৯ ),
Third Eye (২০১৯ )


N.B.-
* Will be updated regularly.
* Between 2012-2017, i have worked as a composer duo.. Those were our works, so i have not mentioned a single one under my solo discography.

নীলরতনের পাঁচ রতন | সপ্তম পর্ব | ঢ্যামনামির সাতকাহন |

গাছ ঢ্যামনা আর ঢ্যামনার গাছ এই দুটি শব্দের পার্থক্য কি? আমরা পাঁচজন ছিলাম গাছ ঢ্যামনা। মানে আমাদের গাছের শিকড় বা ভিত্তি ছিল ঢ্যামনামি। কিন্তু মনে একটু হলেও সুপ্রবৃত্তি ছিল। শিলু ছিল ঢ্যামনার গাছ৷ ওর মাথা থেকে যাই প্রোডাক্ট বেরোবে সেটা ঢ্যামনামিই হবে। ইদানীং শিলু আর নীলের খুব বন্ধুত্ব হয়েছিল৷ শীলু ছিল এমন একজন যে আমাদের মধ্যে থেকেও ছিলনা। কারণ ও নেশাটা করতোনা। মাঝে ও কিছুদিন একটি জুনিয়র ছেলের সাথে খুব ঘুরতো। আমরা ছাদে গেলেই দেখতাম। দুজনে অন্ধকার এক কোণে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। শীলু ততদিনে তার বাঙাল টান ছেড়ে স্বাভাবিক ভাবে কথা বলা শিখে গেছে।
 আমার কাছে আক্ষেপ করে একদিন বললো - আর তোরা তো এদিক ওদিক ঘুরতে বেরোস, সিনেমা দেখতে যাস, আমাকে ডাকিসও না। যখন কেউ থাকেনা তখন ডাকিস।
ওকে বললাম, "তুই ওই জুনিয়র ছেলেটার সাথে আর ঘুরিস না কেন? "
বললো - আর বলিস না। শুরুতে দেখতাম খুব ভালো বন্ধুর মত। আমার সাথে তো কেউ কথা বলেনা দরকার না থাকলে। তারপর দেখলাম, আমি যা বলবো করে দিতে পারে। মানে ধর্, এই ছাদ থেকে ঝাঁপাতে বললে ঝাঁপিয়ে দেবে। আমি বুঝলাম গন্ডগোল আছে। বলে সরে এলাম।
যাই হোক্, একদিন বিকেলে আমি, বিশু আর ভগা এনেক্সের ছাদে গিয়ে দেখি, নীল আর শীলু খাটে বসে গল্প করছে। আমরাও সেখানে বসলাম ভাঁটের আসর পেতে। শীলু হঠাৎ বললো - তোরা কেউ সেক্স করেছিস?
নীল বললো - ডিফাইন সেক্স।
শীলু - রিয়েল সেক্স উইথ আ রিয়েল গার্ল।
আমরা চারজনেই সমস্বরে না বললাম।
শীলু বললো - জানিস আমি কত বছর বয়সে সেক্স করেছি?
ভগা - এই শুরু হল গ্যাস।
শীলু - আরে না শোন্। আমি তখন ক্লাস ইলেভেনে পড়ি। আমার পাশের বাড়িতে একটা নতুন ভাড়াটেরা এসেছিল। তার একটা মেয়ে ক্লাস টেনে পড়তো। আমার কাছে অংক দেখতে আসতো।
ভগা - কোন চটি বই গাঁতিয়েছিস, আমাকে বল্।
বিশু - দাঁড়ানা ভগা, ওকে বলতে দে।

ভগা বিশুর আপত্তি শুনে চুপ করে গেল৷ শীলু বলে চললো - একদিন আমার বাড়িতে কেউ ছিলনা। বাড়ির সবাই মামাবাড়ি গেছিলো। ওর বাড়িতেও কেউ ছিলনা। ও আমার বাড়ি এসেছিল অংক কষার নাম করে। আমি বুঝতেই পেরেছিলাম ও আমার কাছে কিছু চায়। আমি টিভি টা চালিয়ে দিয়ে দুজনে খেলা দেখছিলাম। তারপর আর থাকতে না পেরে ধীরে ধীরে ওর থাইএর উপর বাম হাত টা রাখলাম।

ভগা - তুই পানু লেখ, ভাই। কাজে দেবে।
নীল - এই বাল্, তুই এখান থেকে বেরো।
আমি ভগাকে বসিয়ে দিলাম- ভাই চুপ করে শোন না।
শীলু আবার বলে চললো - আমি উপরের দিকে উঠছি, ও আমাকে আটকাচ্ছেও না। তারপর আমি আর থাকতে না পেরে ওকে জড়িয়ে কিস করতে শুরু করলাম। ও আমাকে ছাড়িয়ে বললো - শীলু, তুমি না ভারী দুষ্টু। তারপর...

শীলুর কথা শেষ হতে না হতেই হঠাৎ একটু দূরে একটা শব্দ হলো। যেন একটা ভারী বস্তা কেউ নর্থের ছাদ থেকে ফেলে দিয়েছে। এরকম শব্দ আমরা কেউ আগে শুনিনি। সবাই ছুটে গেলাম শব্দ টা কি দেখার জন্য। যা দেখলাম, সে দৃশ্য জীবনে ভুলবোনা। একটা ছেলের শরীর নীচে উল্টো হয়ে মাটিতে পড়ে। মাটি রক্তে ভেসে যাচ্ছে। আমি হঠাৎ দেখলাম আমি ছুটছি। আমার সাথে বিশু, নীল, ভগা, শীলু সবাই ছুটছে। বারান্দা থেকে সবাই হাঁ করে দেখছে। তখন হস্টেলে লিফট ছিলনা। আমরা ছুটে যখন নীচে নামলাম। দেখলাম আমাদের মত কিছু লোকজন পৌঁছে শরীরটাকে তোলার চেষ্টা করছে। একজন স্ট্রেচার, ট্রলি বলে পাগলের মত চেঁচাচ্ছে। বাকিরা বারান্দা থেকে দাঁড়িয়ে দেখছে। স্ট্রেচার বা ট্রলি কখন আসবে জানিনা। তখনো শরীরে প্রাণ ছিলো বোঝার পরেই আমরা শরীরটা হাতে তুললাম। ইমার্জেন্সি খুব বেশি দূরে নয়। হেঁটে তিন-চার মিনিট। কিন্তু ওই ভারী শরীর
এতটা রাস্তা এই কজনে হাতে চাগিয়ে বয়ে নিয়ে যাওয়া কঠিন কাজ। আমরা কিছু না ভেবে শরীরটা তুলে নিলাম। ছুটতে শুরু করলাম শরীরটাকে তুলে নিয়ে। কেউ হাঁফিয়ে গেলে, হাত বদল হচ্ছিল। কিন্তু এন্যাটমি বিল্ডিং পেরোতে না পেরোতেই শরীরটা থেকে শেষ নিঃশ্বাস বেরিয়ে গেলো৷ আমরা কেউ কখনো এর আগে মৃত্যু দেখিনি। তাই সেটা বুঝেও আমরা শরীরটাকে নিয়ে পৌঁছালাম ইমার্জেন্সি তে। ডাক্তার মৃত বলে ঘোষণা করলেন। আমাদের সবার গায়ে রক্ত লেগে আছে। আমাদের জুতো মাঝপথে পা থেকে ছিঁড়ে বেরিয়ে গেছে। আমরা খালি পায়ে হেঁটে ফিরলাম। কেউ কারো সাথে একটা কথাও বলিনি। হস্টেলে ফিরে যে যার রুমে ফিরে গেলাম। তারপর আমি রুমে ফিরে জামাটা এক কোণে ছুঁড়ে ফেলে দিলাম। তারপর সে কি প্রবল কান্না। রাতে যখন খেতে গেলাম একসাথে দেখলাম আমাদের সবার চোখ মুখ ফুলে ঢোল হয়ে আছে। সেই আমাদের প্রথম মৃত্যু দেখা।
যে আত্মহত্যা করেছিল, দাদাটা আমাদের সিনিয়র। দাদাটার দোষ ছিল সে থিওরি তে ভালো নাম্বার পেয়েও স্যার কে খুশি করতে পারেনি, তাই তাকে ফেল করতে হয়েছিল। দাদাটা পড়াকু ছিল।
পরেরদিন দাদার শোকসভায় এসে শুনলাম ভূতের ভয়ে গোটা হস্টেলের অর্ধেক ফাঁকা হয়ে গেছে।
যাই হোক্, আমাদের পাঁচ জনের স্বাভাবিক জীবনে ফিরতে বেশ কয়েক সপ্তাহ সময় লেগেছিল। দাদাটা আমার হাতের উপর শেষ নিঃশ্বাস ফেলেছিল। আমার হাতে আজো সেই নিঃশ্বাসের স্মৃতি লেগে আছে।
শক কাটলো শিবেণের কাছে গিয়ে। রাত বারোটার সময় ঠিক হল আমরা দীঘা যাবো। যেমন ভাবা তেমনি কাজ। বেরিয়ে পড়লাম হলুদ ট্যাক্সিতে। হলুদ ট্যাক্সি করে আমরা পৌঁছে গেলাম ধর্মতলা। ধর্মতলাতে এসি ভলভো বাসে উঠেই ঘুম৷ সবাই ঘুমালেও আমার ঘুম আসছিলোনা৷ চিন্তা ছিল নীল কে নিয়ে৷ এর আগে ফার্স্ট এম বি র পরে নীল, ভগা আর বিশু মাইথন যাচ্ছিল৷ আমি বাড়িতেই ছিলাম৷ সে এক কেচ্ছা। মাঝরাতের ট্রেন হাওড়া থেকে ধরে ভোরে আসানসোল নামতো। তিনজন ভাঁটাতে ভাঁটাতে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু নীল সাহেব ঘুমান নি। উনি অন্ডালে নেমেছিলেন ব্যাগ, ফোন সব ট্রেনে রেখে জল খেতে৷ অন্ডালে বেশিক্ষণ তো দাঁড়ায়না। হঠাৎ একজন বুড়ি এসে নীলকে বলে বোতলে জল ভরে দিতে। দয়াপরবশ হয়ে নীল বোতল ভর্তি করতে শুরু করা মাত্রই ট্রেন চলতে শুরু করে। কিন্তু নীল তো হিরো৷ ও ভাবে ও ক্রিশের মত ছুটে ট্রেন ধরবে। তাই বোতলে জল ভরতেই থাকে। কিন্তু নীল কিছু বোঝার আগেই ট্রেন স্পিড নিয়ে নেয়৷ ও ওই মোটা শরীরে ছুটতে চেষ্টা করে বোতল ছুঁড়ে দিয়ে। ও ভাবে অন্তত ও ট্রেন না ধরতে পারুক, ওকে ছুটতে দেখে কেউ অন্তত চেন টানবে। ট্রেনের সবাই তাকিয়ে দেখে একটি মোটা ছেলে ট্রেন ধরার জন্য ছুটছে। কেউ আর চেন টানেনা। তারপর ও ভোরবেলায় অন্ডাল থেকে হেঁটে নাকি রাণীগঞ্জ আসে। তারপরের লোকাল ট্রেন ধরে আসানসোলে গিয়ে বাকিদের হাতে চরম ক্যালানি খায়। সমস্যা টা আমার ক্ষেত্রে আলাদা। ওদেরকে তো নীলের বাবা চেনেনা। চেনে আমাকে। ওর বাবা বেশ জাঁদরেল টাইপের। আমাকে ডেকে প্রথমদিন বলেছিল, শোনো নীলের একটু খেয়াল টেয়াল রেখো।
ও যদি আবার এই বাস থেকে নেমে যায়, সেই ভয়ে আমি চোখের পাতা এক করতে পারলাম না।
দীঘা পৌঁছলাম যখন তখনো সূর্য ওঠেনি। একটা সস্তা হোটেলে ব্যাগ রেখেই নিউ দীঘার সমুদ্রে নামলাম। সমুদ্রতটে ওই ভোরেও বেশ কিছু লোকজন নেমে পড়েছে।
আমাদের মধ্যে ভগা বললো - সমুদ্রে নামলে আমার কান কটকট করে, তাই নামা যাবেনা। তোরা নাম্৷

আমরাও মুরগী পেয়ে ভগার কাছে আমাদের জামা কাপড়, জুতো, চশমা সব রেখে নেমে পড়লাম। সমুদ্র সেদিন উত্তাল ছিল। আমরাও উত্তাল হয়ে উঠেছিলাম। যে সবসময় ল্যাদ খেয়ে থাকতো সেই বিশু ট্রিগারটা প্রথম চাপল । হঠাৎ সমুদ্রের জল থেকে দুহাতে বালি নিয়ে উঠে দাঁড়িয়ে বললো - আমি সমুদ্রের রাজা।
শিবেণ আক্রমণ বলে ছুটে গেল বিশুর দিকে। বিশু বালি ছুঁড়ে মারলো শিবেণের গায়ে। বিশু আর শিবেণ বালিযুদ্ধ খেলছিলো। আমি আর নীল থাকতে না পেরে যোগ দিলাম। বিশু নীলকে তাক করে এক মুঠো বালি ছুঁড়েছিল। নীল সরে যেতে পাশের এক বৌদির গায়ে লাগলো। বৌদি হেসে সরে গেল দাদার দিকে। বিশু বললো - আমি একটা দেশলাই কাঠি। তোমরা আমাকে জ্বালিয়ে দাও।
আমরা বিশুকে চ্যাংদোলা করে সমুদ্রের জলে ছুঁড়ে দিলাম। হঠাৎ দেখি ভগা দুহাত তুলে আমাদের দিকে এগিয়ে আসছে আমি আসছি, আমি আসছি করতে করতে। তার দুহাতে আমার আর ভগার চশমা ধরা। আমি বললাম -আরে আমাদের জামাকাপড়, জুতো।
ভগা - ওই ছেঁড়া জামা আর জুতো কেউ নেবেনা।

বলে নেমে এলো। বিশু এবার বললো - চলো আমরা সমুদ্রের জলের মধ্যে হাতের কাজ করি।
শিবেণ আবার খিস্তি দিলো - এই মালটা জলে নামলেই ওখানে ব্রেন চলে যায়।
আমি মনে করলাম্ একোয়াটিকাতে সুইমিং পুলে ও কি করেছিল। আমি বললাম - ভাই চল,আর নয়। বিশুকে চ্যাংদোলা করে তোল্।
প্রথমে কেউ রাজি না হলেও পরে কারণটা বলাতে ওকে নিয়ে তোলা হল। বিশু কিছুতেই উঠবেনা।

 বললো - যতক্ষণ বৌদি জলে থাকবে, আমিও থাকবো।
যাই হোক্, সন্ধ্যেবেলা আবার জলে নামবো বলে ওকে টেনে হিঁচড়ে তোলা হল।

ভগার কান যথারীতি কটকট শুরু হল। ও আমাদের মাঝে মাঝে ভয় খাইয়ে দিত। কিন্তু ভগার ওষুধ ও আমাদের কাছে ছিল। শিবেণ। শিবেণ শুদ্ধ গাঁজাখোর। কিন্তু বললো আমাকে, ভাই কয়েকটা বিয়ার বোতল কিনে নিয়ে আয়। আমাদের মধ্যে বিয়ার বিশেষজ্ঞ ছিল নীল। ওই একমাত্র মদ টা খেতো। বাকিরা শুদ্ধ গাঁজা খোর ছিলাম। শিবেণ বলতো - যারা গাঁজা তে ভেজাল মেশায়, তারা শিবের আশীর্বাদ পায়না।
তো সত্যি সেই বিয়ার খেয়ে ভগা চাঙ্গা হয়ে গেল একদম। সন্ধ্যে যখন নামলো, আমার আর বিশু কারোর আর সমুদ্রতীরে যাওয়ার ইচ্ছে হলনা। ভগা শুনলো না কারো কথা। একাই বেরিয়ে গেলো। বললো - আধঘন্টা একটু খোলা হাওয়া খেয়ে আসি।

আধঘন্টা হল, ভগার দেখা নেই। শিবেণ গেল খুঁজতে। পনেরো মিনিট গেলো, শিবেণের দেখা নেই। নীলকে একা পাঠাতে ভয় লাগলো। যক্ষ আর যুধিষ্ঠির কান্ড রিপিট হোক চাইনা। তাই আমরা বাকি তিনজন একসাথে ওদের দুজনকে খুঁজতে বেরোলাম৷ গিয়ে দেখি একটা লোকাল মঞ্চের সামনে বক্সে রিদমটিকা বাজছে। আর লোকাল ছেলেপুলের সাথে শিবেণ আর ভগা উত্তাল নাচছে। আমরা আর কি করবো। আমরাও সেই নাচে যোগ দিলাম। নাচের পর ওরা ফিরে গেলো। আমি আর বিশু সমুদ্রের তীরে বসে ভাবলাম একটা বিয়ার খাই। সমুদ্রের তীরে বসে আমাদের দুজনের পায়ে এসে সমুদ্রের জল এসে লাগছিলো। 
বিয়ার খেতে খেতে বিশু বললো - ভাই তোকে একটা কথা বলবো?
আমি বললাম কি?
- আমি একজনের প্রেমে পড়েছি।
- কে?
- ভগার পাশের বাড়ির একটা মেয়ে।
- তুই চিনলি কি করে?
- আমি ওর বাড়ি গিয়ে দেখেছি।



(পড়ে যে শেয়ার, কমেন্ট না করে যাবে, তার দিন খারাপ যাবে)

(To be continued) 

Friday, April 17, 2020

|| নীলরতনের পাঁচ রতন || ষষ্ঠ পর্ব || Be a Rebel ||

তৃতীয় সেমিস্টারের ক্লাসগুলো ছিল অসহ্য। বিশেষ করে মাইক্রোবায়োলজি ডেমো ক্লাসগুলো। ক্লাসে গেলে সব কিছু হিব্রু মনে হত। লোকজন প্রথম বেঞ্চে বসে নোট নিত। আমি আর ভগা শেষদিকে বসে বাইরের ছাতিম গাছটার দিকে তাকিয়ে ক্লাস শেষ হওয়ার অপেক্ষা করে থাকতাম। কি পড়ছি, কেন পড়ছি কিছুই বুঝতে পারতাম না। তার উপর মাইক্রো ডিপার্টমেন্ট এ নতুন দুজন স্যার এসেছিলেন। একজন খুব ভালো, নরম স্বভাবের। অনেক জানেন। কিন্তু আমাদের দুজনের বুঝতে খুব সমস্যা হত। আমি পড়ার কোন কারণ খুঁজে পেতাম না। আর অন্য একজন কে আমার অসহ্যকর লাগতো। উনি প্র‍্যাক্টিকাল খাতায় আমাদের কালচার মিডিয়াম কালার পেন্সিলে এঁকে নিয়ে যেতে বলতেন।  একটু বেশি হলুদ হয়ে গেলো, একটু কম হলুদ হয়ে গেলো, আর একটু খয়েরি হতো এরকম নানারকম অযুহাত দিয়ে আমার আর ভগা দুজনের আঁকা কেটে দিতেন। মেয়েদের বা ফার্স্ট বেঞ্চের দিকে বসা ছেলেদের কিন্তু দিব্যি সই হয়ে যেত।

 ভগা একদিন ক্লাস থেকে ফিরে বললো - "উই হ্যাভ টু কিল হিম্। "

আমি ওকে ঠান্ডা করার চেষ্টা করলাম। আমি ঠান্ডা মাথার ছেলে। শান্ত, নরম স্বভাবের। স্কুলে স্যারেরা সবাই আমাকে "ভালো ছেলে" বলে ডাকতো। আমি একটা ভালো ছেলের স্টিরিওটাইপ হয়ে গেছিলাম। অনেক কিছুই অসহ্যকর লাগলেও চুপ করে থাকতাম তখন। কারণ, কোন সিস্টেম পছন্দ না হলে সেই সিস্টেম মেনে উপরে উঠে নিয়ম বদলাতে হয়। কিন্তু কতদিন, কতটা উপরে ওঠার পর বদল আনতে চাইবো? যাই হোক্, আমি শান্ত, কিন্তু ওর মাথা গরম। বলেছে মানে উল্টো পাল্টা কিছু একটা করেই ফেলবে।
ভগা বলেই চললো - "দেখ্ আমাকে বাড়ি থেকে মাসে আড়াই হাজার টাকা দেয়, তোকে দেয় দুহাজার৷ এতে সিগারেট ও ঠিকঠাক কিনতে পারিনা। বিড়ি খেতে হয়। আর মালটা পেন দিয়ে কেটে দেয়। আবার নতুন পেজ কিনতে লাগে। স্যারকে কত করে আজ বললাম, স্যার, আজ কাটবেন কাটুন, কিন্তু প্লিজ পেন্সিলে কাটুন। নাহলে আবার নতুন পেজের বান্ডিল কিনতে হবে। স্যার, পেন দিয়ে আরো বড় করে কেটে দিলো। "

আমি ওকে বললাম - "আচ্ছা, ঠিক আছে শান্ত হ। সব ঠিক হয়ে যাবে। কিছু একটা সমাধান হয়ে যাবে। "

ওকে সান্ত্বনা দিলেও আমি জানতাম এভাবে কিছু ঠিক হবেনা। বাড়িতে শিখেছি শিক্ষকদের সম্মান করতে হয়। স্কুলে শিখেছি শিক্ষকদের অসম্মান করা পাপ। তাহলে কি করা উচিত?
আমি সেদিন সারা রাত ঘুমাতে পারিনি। মাথায় একটা চাপ ধরে ছিল। যা ভাবার ভেবে ফেলেছিলাম। কয়েকটা কালচার মিডিয়াম এঁকে আমি একটা সিগারেটে টান মেরে পরদিন সকাল সকাল একা ডিপার্টমেন্ট এ গেলাম। আমার মাথায় তখন একটা কথাই ঘুরছিল। সিস্টেম চেঞ্জ করতে লাগবে। এমন সময়ে ডিপার্টমেন্টে গেলাম যখন কেউ সেরকম থাকেনা। ওই স্যার যথারীতি আবার পেন দিয়ে প্রত্যেকটা আঁকা কেটে দিলেন। আমার মাথায় আগুন চড়ে গেল। তবুও বরফশীতল ভাবে আমি স্যারকে বললাম, "স্যার আপনাকে একটা গোপন কথা বলার ছিল। "

স্যার বললেন - "বলো.. "

আমি বরফশীতল মাথায় বললাম - স্যার, আমরা হস্টেলের ছেলে। কাদের পেছনে লাগছেন একবার ভেবে লাগা উচিত।

স্যার উত্তেজিত হয়ে চেঁচিয়ে চেয়ার থেকে উঠলেন - এই তুমি কাকে কি..

স্যারের কথা শেষ করতে না দিয়েই আমি স্যারের কাঁধে হাত দিয়ে আবার চেয়ারে বসিয়ে দিলাম। বললাম - "স্যার, ঠান্ডা হোন। জল খান। কথাগুলো মন দিয়ে শুনুন। আপনি তো আমাদের শিক্ষক। ছোট থেকে এটাই শিখেছি শিক্ষকদের ভগবানের মত শ্রদ্ধা করা উচিত। কিন্তু কাল রাতে যখন ডোমদের সাথে গাঁজা খাচ্ছিলাম, ঠিক করে এসেছি, সম্মান তাকেই করা উচিত যে সম্মানের যোগ্য। এই যে কলেজ ক্যাম্পাসে ঘুরে বেড়ান ভুঁড়ি নিয়ে। মাথায় কখন একটা ইঁট পড়ে যাবে, কেউ জানতেও পারবে না কে ফেললো। সুতরাং আপনিও আপনার জায়গায় থাকুন, আমরাও আমাদের জায়গায় থাকবো। "
বলে স্যারের পায়ে একটা প্রণাম করে আমি বেরিয়ে এলাম। স্যারের জামা ঘামে পুরো ভিজে গেছিলো। আমি অনেক হাল্কা অনুভব করলাম।
হস্টেলে ফিরে ভগাকে বললাম - "যা চলে যা ডিপার্টমেন্টে, তোর সই হয়ে যাবে। "
ভগা বললো - আর তোর?
- আমি নকল সই করে নেবো, চাপ নেই।
- আরে ও তো মনে রেখে দিয়েছে আমাদের। ও জানে যে সই করেনি। মার্ক করে রেখেছে।
- তুই চাপ নিসনা। তুই যা। আমি আমারটা বুঝে নেবো।

সেদিন ভগা হাসিমুখে রুমে ফিরলো। ওর প্রত্যেকটা কালচার মিডিয়াম আঁকা নাকি খুব ভালো হয়েছে স্যার বলেছেন। সব একবারে সই হয়ে গেছে।
 "তুই ও যা। তোর ও হয়ে যাবে। " ভগা বললো।

আমি বললাম - না ঠিক আছে।

ওই যে বাঁধন একবার খুললো। তারপর আমি আর ঠিক পথে চলতেই পারলাম না। আমরা তখন সদ্য দাদা হয়েছি। হস্টেলে নতুন ফার্স্ট ইয়ার এসেছে। এ এক অদ্ভুত সময়। আমরা যে কাউকে ডমিনেট করতে পারি, এই প্রথম সেই স্বাদ পাওয়া। যাই হোক্, আমার ডমিনেশনের ইচ্ছে খুব একটা ছিলনা। কারণ আমাকে কেউ ডমিনেট করলে আমি নিতে পারিনা। যেটা নিজে নিতে পারিনা, সেটা অন্যের উপর করা ঠিক নয়। তবে বাকিরা বেশ মজা নিচ্ছিলো। দিনরাত বাচ্চাদের চাঁটাচাঁটি চলতো। আমাদের রুম থেকে অরুণদা বেরিয়ে গেছিলো। ফলে একটা বেড আমাদের ফাঁকা হয়েছিল। আমার রুমে তখনো নতুন কেউ আসেনি। আমার অনেক মাস পরে একবার বাড়ি যেতে হত।

আমি প্রবাল দাকে বাড়ি যাওয়ার আগে বলে গেলাম - "দেখো দাদা, যেকোন জায়গা থেকে ফার্স্ট ইয়ার আসে আসুক। কিন্তু বাঁকুড়া থেকে যেন না আসে। ওরা চরম গাঁতু হয়। নেওয়া যায়না। "

বাড়ি থেকে ফিরে যখন আমার রুম ৮৬ র দরজা টা খুললাম, আরেকটু হলে আমি মাথা ঘুরে পড়ে যেতাম। যে রুমে সিনিয়রের সিগারেটের ধোঁয়া ভরে থাকতো, মদের গন্ধে ম ম করতো। সেই রুমে কেউ ধূপকাঠি জ্বেলে ঘন্টা নেড়ে পূজো করছে। সামনে আবার রামকৃষ্ণ, বিবেকানন্দের ছবি।
আমি জিজ্ঞেস করলাম - এই ছেলে, তুই কে?
বললো - স্যার, আমি ফার্স্ট ইয়ার।
- ওহ্।
আমি ব্যাগ ট্যাগ রেখে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, "তোর বাড়ি কোথায়? নাম কি? "
- আমার নাম শ্রীমান বরেণ্য মিশ্র। বাড়ি বাঁকুড়া। আপনি ধর্মদাস দাদা তো?
আমি মাথা নাড়তে নাড়তে মনে মনে বললাম, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যে হয়।

সে আমাকে বললো - স্যার, আপনি কি আর কিছু বলবেন?  আপনি অনুমতি দিলে আমি পড়তে বসবো। আমার পড়ার সময় হয়েছে।

- হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আর শোন্, আমাকে আপনি, স্যার এসব কে বলতে বলেছে?
- প্রবল দা।
- সে কে?
- আপনার অপর রুমমেট।
- ওর নাম প্রবাল দা।
- না আমাকে উনি বলেছেন ওনার নাম প্রবল দা। ওনাকে মোকাম্বো বলে ডাকতে নির্দেশ দিয়েছেন। এই দেখুন।

বলে আমাকে তার নোটবুকে দেখালো। সে হস্টেলের রুম অনুযায়ী সিনিয়রদের নাম একটা নোটবুকে লিখে সেগুলো রোজ সকাল বিকেল গাঁতায়। আমি বুঝলাম আমার মৃত্যু আসন্ন। এটাও বুঝলাম বরেণ্যকে রুমে প্রবল ভাবে বরণ করা হয়েছে। ও করুণ মুখ করে তাকিয়ে আমার দিকে, আমার অনুমতির অপেক্ষায়। আমি অনুমতি দিলে ও পড়তে বসবে। ওকে আর ঘাঁটাতে সাহস হলনা। ওকে অনুমতি দিয়ে আমি বেরিয়ে এলাম। ঠিক করলাম এই প্রবাল দা কে ধরে কেলাবো আমি আজ। এলাম ৮৯ এ। প্রবাল দা ভগার কাছে আছে কিনা দেখতে। দেখলাম ঠিক তাই। ভগা, প্রবাল দা, বিশু, নীল সবাই মিলে বাচ্চা কাচ্চা সামলাচ্ছে।
প্রবাল দা আমাকে দেখে বেরিয়ে এলো হাসিমুখে ,দাঁত কেলিয়ে বললো
- কি, আলাপ হল?
- আমি বললাম, এ তুমি কাকে ঢুকিয়েছো? তোমাকে না বলেছিলাম বাঁকুড়া নয়।
- না ওকে তাড়িয়েই দিতাম। তারপর শুনলাম ওর কেউ একজন আমার বাবার পরিচিত। তাই তোর জন্য তুলে রেখেছি। তুই কিছু একটা কর্।

প্রবাল দা তো বলে দিল। কিন্তু আমি এই মহীরূহের সাথে করবো টা কি? স্যারকে যেরকম করেছিলাম সেরকম এর সাথে করলে যদি কান্নাকাটি শুরু করে দেয়, চাপ। অতএব আমি একটা কূটনৈতিক চাল চাললাম্।

রাতে গিয়ে বললাম,
 - বরেণ্য, তুই গান শুনিস?
বরেণ্য - হ্যাঁ। পন্ডিত অজয় চক্রবর্তী শুনি।
- রূপম ইসলাম শুনিস?
- সে কে?

বেশ্। বেটা রূপম ইসলাম শোনেনি, মানে রক্ শোনেনি। ও ঠিক রাত এগারোটায় ঘুমিয়ে পড়তো। আমাদের তখন সন্ধ্যে। পরেরদিন আমি আমার পঞ্চ পান্ডব কে নিয়ে এসে রাত একটায় শুরু করলাম আমাদের রূপমীয় তান্ডব। বরেণ্য যোগনিদ্রা থেকে ধড়পড় করে উঠে পড়লো।
পরেরদিন প্রবালদা র কাছে প্রবালদার বাবার ফোন এলো। বরেণ্য আমাদের নামে ওর বাবাকে বলেছে। ওর বাবা প্রবালদার বাবাকে ফোনে বলছে।

প্রবাল দা ফোনে বললো - ঠিক আছে আমি ওকে সাবধান করে দেবো। আর হবেনা।

 প্রবালদা ফোন রেখে আমাকে বললো - ধীরু, এবার তো তাড়াতেই হবে। কিছু একটা কর।

এরই মাঝে বরেণ্য ওর ব্যাচে একটা সেনসেশন হয়ে গেছিলো৷ ৮৯ এ ভগার রুমে যে ফার্স্ট ইয়ার ঢুকেছে সে মাঝে মাঝেই ওর কাছে আসতো আর ভুলভাল প্রশ্ন করতো। 'বরেণ্য, তুই হাতের কাজ করিস তো? বরেণ্য তুই কি কি গাল দিতে পারিস?'
বরেণ্য জিভ কেটে বলতো - "ছি ছি ছি।"
এরকম করতো। ওদের অবসর সময়ের বিনোদন ছিল বরেণ্য।
অসুবিধে আরো ছিল। একদিন ক্লাস থেকে ফিরে দেখি, বরেণ্যর বাবা এসে তার মশারির খুঁটি টাঙিয়ে দিচ্ছে। আর একজন তার বেডের দিকের প্লাগ পয়েন্ট ঠিক করে দিচ্ছে।

আমাকে তারা দুজন দেখে বললো - নমস্কার।

আমিও প্রত্যুত্তরে নমস্কার বললাম।
 যাই হোক্, আমার মাথায় একটা বদ বুদ্ধি এলো। হোস্টেলের বেশ কিছু রুমে পর্ণোগ্রাফিক ম্যাগাজিন নেওয়া হত। তার মধ্যে রুম নং ৮৯ ও ছিল একটি। আমি গোটা হস্টেল জুড়ে সব পর্ণোগ্রাফিক ম্যাগাজিনের সব থেকে বাছাই করা ন্যুড ছবিগুলো ভালো করে কাঁচি দিয়ে কেটে আমার দিকের গোটা দেয়াল জুড়ে আঠা দিয়ে সেঁটে দিলাম। সেদিন সন্ধ্যেবেলা ক্লাসের পরে বরেণ্য ঢুকলো। আমার দিকের দেওয়ালে একবার দেখেই চোখ ফিরিয়ে নিলো। আবার ধূপকাঠি নেড়ে পূজো করে পড়তে বসে গেলো। কিন্তু ও ভুলেও আর আমার দিকের দেওয়ালে চাইলো না। পরের দিন থেকে আমার রুমটা মিউজিয়াম হয়ে গেল। জুনিয়র, সিনিয়র, ব্যাচমেট রা সবাই আসতো গল্প করার নাম করে। এসে আমার দেওয়ালটার দিকে তাকিয়ে হা হুতাশ করতো। রুমে বরেণ্যর বাড়ির কেউ আসা নিজে থেকেই বন্ধ হয়ে গেলো।
একদিন প্রবালদার কাছে আবার ফোন এলো। এবার বরেণ্যর বাবা সরাসরি অভিযোগ করছেন - রুমে কিছু কুরুচিকর ছবি লাগানো হয়েছে, এ ব্যাপারে তোমার মতামত কি?

প্রবাল দা বললো - দেখুন, কারো দেওয়ালে সে তার মতো ছবি লাগাতেই পারে।

প্রবালদার কাছেও ফোন আসা বন্ধ হয়ে গেলো। কিন্তু নিয়তির এমন খেলা। যে বরেণ্যকে রুমমেট হিসেবে তখন বরণ করতে পারিনি, সেই এখন এই চল্লিশ বছর বয়সেও আমার বন্ধু। বরেণ্য এখন কথায় কথায় গাল দেয়। কুরুচিকর কথা বলে। সেই ধূপকাঠি জ্বালানো বরেণ্য নীলরতনে নীল তারা হয়ে গেলো। বরেণ্য এখন গান গায়। রক্ গান। কথায় কথায় -
"আই এম সো ফাক্ড আপ,ম্যান " বলে। বরেণ্য এখন একজন রেবেল।
নীলরতন জাদু জানে।

(To be continued)
( সব চরিত্র ও ঘটনা কাল্পনিক)

Last vocal revolt

আমি নিজেকে উপহাস করতে ভালোবাসি। আমি অবশ্যই আমাদের পল সিস্টেমকেও উপহাস করব। যে কেউ এটি নিয়ে উপহাস করতে পারেন। তবে তার পরে, আরও ভাল পরিকল্পনা নিয়ে আসুন। একটি নতুন ধারণা বা দর্শন তৈরি করা হোক্। কোন ধারণা বা দর্শন 100% নিখুঁত হতে পারে বলে আমি মনে করিনা। তবে "দাস ক্যাপিটাল " এর প্রভাব নিয়ে কারও কোনও সন্দেহ থাকার কথা নয়। এটি আজ অবধি সামাজিক বিজ্ঞানের সবচেয়ে উদ্ধৃত গ্রন্থ। কার্ল মার্কস 1867 সালে দাস কাপিটালের খণ্ড 1 প্রকাশ করেছিলেন।  কার্ল মার্কস 1883 সালে মারা যান। পরবর্তী খণ্ডগুলি তার মৃত্যুর পরে তার বন্ধু ফ্রিডরিচ এঙ্গেলস তাঁর নোটবই থেকে বই লিখে প্রকাশ করেছিলেন। দাস কপিটাল খণ্ড ১ প্রকাশের পরে লক্ষ্য করুন, মার্কসের মৃত্যুর আগে ১৬ বছরের একটা ফাঁক ছিল। তাঁর কাজটি তখন সঠিকভাবে স্বীকৃতি পায়নি। কিন্তু সময় এবং প্রয়োজনীয়তার সাথে তার কাজগুলি স্বীকৃত হয়। দার্শনিক নীটশে-র ক্ষেত্রেও একই কথা সত্যি।
আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনও সিস্টেম পারফেক্ট নয়। আমরা আমাদের ঘনিষ্ঠ বন্ধু চক্রের মধ্যে সবসময় বিভিন্ন দর্শন এবং ধারণা সম্পর্কে আলোচনা করি। আমি এই কদিন হল পল সিস্টেমটি প্রকাশ করেছি, তবে এর কাঠামোটি বহু বছর ধরে আমাদের সবার চর্চার মাধ্যমে তৈরি হচ্ছিল। আমি আমার সমস্ত বন্ধু এবং অবদানকারীদের হৃদয় থেকে ধন্যবাদ জানাই। এটি করার জন্য এই লকডাউন পিরিয়ডের চেয়ে ভাল সময় আর নেই। দুমদাম চ্যালেঞ্জ এবং পিএনপিসি খেলার পরিবর্তে একটি হাসি মুখের সাথে কমেডি থেকে একসঙ্গে একটি দর্শন তৈরি করা যাক্। আলোচনায় বাম,ডান, মধ্যপন্থী সবাইকে স্বাগত। কারো যদি "পল মেনিফেস্টো" র কোন পয়েন্ট বুঝতে অসুবিধে হয় সে জিজ্ঞেস করলে, তাকে সংশ্লিষ্ট ব্যক্তিরা বুঝিয়ে দেবেন। তবে একটু ধৈর্য নিয়ে পড়তে হবে, এই যা।

****


||অসুবিধে হচ্ছে ||
প্রচন্ড ডিপ্রেশনে ভুগছি। প্রচন্ড। কতজন আছে যারা প্রচন্ড ডিপ্রেশনে ভুগছে? যারা মুক্তি চাইছে এই ঘুণ ধরে যাওয়া সমাজ থেকে? ভাইরাল লেখা কি খুব কঠিন? আমি জানি কিভাবে ভাইরাল লেখা লিখতে হয়। যে ইস্যুটা বাজারে খাচ্ছে সেটা নিয়ে একটা শাঁসালো ঝাঁঝালো চমকালো মনে পিনিক জাগানো প্রতিবাদী লেখা কি খুব কঠিন? তারপর আমার লেখা আমাকেই লোকজন বেনামে বা কপিড করে ফরোয়ার্ড করবে। অপরিচিত বন্ধুত্ব গ্রহণের কিছু আবেদন আসবে। আমার ঠোঁটের কোণে ডিপ্রেশন আসবে এই ভেবে নয়, যে আমারই ভাইরাল লেখা দাম পেলোনা। বরং এই ভেবে আমার বাজে লেখা কিছু লোক তাও পড়লো, যেগুলো ভালো লেখা কেউ পড়লো না। এসব হিসেব হলে দিনের শেষে তোমার আমার ভাঁড়ারে সেই ডিপ্রেশনের গুড় পড়ে থাকে। সেটা মাখিয়ে যে কিছু রুটি খাবো, তার উপায় নেই।
প্রচন্ড ডিপ্রেশনে ভুগছি। চারিদিকে এত ইস্যু। আমি প্রতিবাদ জানিয়ে যে লিখবো, কি লাভ। ঘৃণার বিপক্ষে ঘৃণা বাড়বে। দিশাহীন মানুষ আরো দিশাহীন হয়ে পড়বে। আসলে মাঠের কৃষক থেকে ডাক্তার সবাই প্রলেতারিয়েত৷ সবাই। সবাই তারা কোন অংগুলিহেলনে চলে। তাদের স্বপ্ন নিয়ে, তাদের স্বাচ্ছন্দ্য নিয়ে কেউ ভাবেনা। আর গাছের গায়ে পেরেক মেরে সেখানে সাইনবোর্ডে সমাজের মৃতদেহ ঝুলতে থাকে। সমাজের পিস্টনে নিষ্পেষিত সর্বহারা যখন বিলের ধারে পাখিটিকে ঝুপ করে জলে ডুব মারতে দেখে, সে বুঝতে পারে ভগবান আছেন। সে যখন সমাজের সর্বস্তরে ডিপ্লোম্যাসির লাথি খেতে খেতে, মাথা নামিয়ে নদীর পাড়ে বসে দেখে লাল গোল সূর্য পশ্চিমদিকে নামছে, সে অনুভব করে ভগবান আছেন। কিন্তু ভগবান নেই। ভগবান সর্বহারার অলীক কল্পনা মাত্র। চেষ্টা করলে কোন অলৌকিক আদর্শবাদী সামাজিক সিস্টেম কার্যকরী হতে পারে। কিন্তু ভগবান হাজার চেষ্টাতেও সামনে এসে দাঁড়াবেন, এটা বিজ্ঞানভিত্তিক কথা নয়। যদি কেউ এনে দিতে পারেন, আমি মাথা নত করে প্রণাম করবো। একটা সুস্থ সমাজের সর্বহারার দাবী খুব সামান্য। শান্তি ও ভালোবাসা। বাকিসব এই দুটো না পাওয়ার হতাশা থেকে তৈরি হয়। নববধূর মত ফুলের কুঁড়িটা ফুটছে। পাপড়ি মেলছে। আর দিশাহীন সমাজ ইস্যুর পর ইস্যু খুঁজতে খুঁজতে হারিয়ে ফেলেছে। মানুষ এমন একটা প্রজাতি যাদের মধ্যে এমপ্যাথি সবচেয়ে বেশি। মানুষ তার এই অভ্যেস হারিয়ে ফেলেছে। মানুষ ঘৃণা অভ্যেস করেছে। হিংস্রতা অভ্যেস করেছে। কোথায় আমরা চলেছি খেয়াল নেই। নদীতে জোয়ার এলে জলের টানে নৌকা যেভাবে দিশাহীন হয়ে ভেসে যায়, আমরাও সেভাবে ভেসে চলেছি। সামনে অসীম সমুদ্র। আমাদের সভ্যতা সেখানে গিয়ে প্যারাবোলার মত মিশবে। ঘরে খোকাকে বাবা বলবে - "বাবু, রায় ও মার্টিনের ওই পেপার টা চতুর্থবার করে ফেলো। সমাজের মংগল হবে।"
অসুবিধে হচ্ছে? হ্যাঁ, অসুবিধে হচ্ছে।

****

আজ সভ্যতা যতদূর -
কিছু পাগলের অবদান।
স্বাভাবিকেরা সেই সভ্যতায় ঘর বাঁধে,
নিশ্চুপ, নিরুত্তাপ জীবনের পরে মারা যায়।
যতদিন বেঁচে থাকে তারা,
কিছু পাগলের গড়া -
ভুল-ঠিকে ভরা সভ্য সমাজে,
ততদিন পাগল দাগাতে থাকে।
সেই পাগলরাই আবার নতুন সূর্য আনে।।

****
**উচ্ছে**
বিগত এক বছরে আমি খুবই উচ্ছের মতো তিক্ত এক ব্যক্তি হয়ে উঠেছি৷ খুব আজে বাজে কথা যেখানে সেখানে বলে দিই৷ আজে বাজে লিখছি৷ লোকজন দুমদাম ব্লক করছে, আনফলো করছে।
আর আমার বিন্দুমাত্র যায় না এসে, অন্ধকার একটা ঘরের কোণে ব্যাঙ এর মতো বসে থেকে আরো আজে বাজে লিখছি।
আসলে আমি একটা লেবুর মত, সমাজ আমাকে এমন কচলাচ্ছে যে দিনদিন তিতো হয়ে যাচ্ছি। কিন্তু তিতো ভিলানোভা হলে অকালে মরতে হবে। মরে গেলে তো আমি শেষ। আমি শেষ হলে "আমরা"র অস্তিত্ব নেই। আমড়া না থাকলে চাটনি কি দিয়ে বানাবো? শেষপাতে একটু, মানে কথা চাটনি না পেলে কি বরফ জমে? কি যেন বলছিলাম। হ্যাঁ, উচ্ছে। জঘন্য একটা সবজি। গোটা গায়ে নিউরোফাইব্রোমা হয়ে থাকে। আর স্বাদ অতীব জঘন্য। লোকে আবার ডায়েটিং করার জন্য উচ্ছের জুস খায়। না মানে, সবার যেরকম পেচ্ছাপ, পায়খানা পায়। আমারো সেরকম মাঝে মাঝে লেখা পায়৷ তাই এই লেখাটা। এর কোন মর্মার্থ নেই ৷।



****

নাগরিক জীবনে হাঁফিয়ে উঠেছি। এখানে হাওয়া নেই, গাছ নেই, ঝিল নেই, মানুষ নেই। আছে শুধু কিছু রোবোট৷ সবাই পাগলের মত দৌড়চ্ছে৷ এরা এতে অভ্যস্ত। আমি তো নই। আমার ঝিলের ধারে বসে পাখি দেখতে দেখতে মনের ভেতর ডানা না মেললে দম বন্ধ লাগে। নিশুতি কুয়াশা রাতে চুপ করে বাঁশঝাড়ে বসে হ্যাল হয়ে ঝিঁঝিঁ পোকার ডাক না শুনলে আমার অশান্ত লাগে৷ ভুলভাল কাজ করি, আজেবাজে বকি। লোকে ভাবে পাগল৷ মাথায় অক্সিজেনের অভাব। কিন্তু মাছকে ভালো লাইফের লোভ দেখিয়ে ডাঙায় তুললে মাছের কেমন লাগবে? আমি আবার ভেবেছিলাম এই দেশ ছেড়ে পালাবো৷ মাথা খারাপ নাকি? মার খাই, যাই খাই এখানেই থাকতে হবে আমাকে৷
 আমার বেশিরভাগ পাঠক, শ্রোতা সবাই নগর জীবন ভালোবাসে । তাই আমার কাজের ভাষাও ওইরকম হয়ে গেছে। তোমরা কি কেউ জানো যে "শাপমোচন" আমার খুব প্রিয় সিনেমা? "সন্ধ্যারাগ" আমার খুব প্রিয় বই। শেষ দশ বছরে যত সিনেমা হলে গিয়ে দেখেছি, একমাত্র "সহজপাঠের গপ্পো" দেখে আমি দাঁড়িয়ে হাততালি দিয়েছি। আমার সব থেকে প্রিয় সিনেমা "আগস্ট রাশ"। এই এখন যে জীবন কাটাচ্ছি, আমার জন্য নয়৷ আমাকে ফিরে যেতে হবে কোন সবুজ জায়গায়৷ যেখানে কেউ আমাকে চিনবেনা, ঘাঁটাবেনা। কাছেই কোথাও সাঁওতালি গান ভেসে আসবে। হ্যাল হয়ে শুনবো। কাছে পিঠে কোথাও মাদল বাজবে৷ তোমাদের কারো কালী দাশগুপ্ত র গান ভালো লাগে?? বড়ন্তী লেক ঘুরে এসে মনটা আরো উচাটন হয়ে গেছে। ওখানে একটা ছোটখাটো ঘর লাগবে আমার। কিন্তু জীবনের সমীকরণ বড়ই জটিল। একটা অংক মেলাতে গেলে অন্যটা মেলেনা৷


****



|| বিড়ি ও আদিম মানুষ ||
লকডাউনের মার্কেটে বিড়ি কিনতে বেরিয়েছি। আমার পথে হাঁটতে হাঁটতে একাকীত্ব কাটাতে বিড়ি ধরানো স্বভাব। তো সেই আমি মাস্ক পড়ে বিড়ি কিভাবে খাওয়া যায় ভাবছিলাম। N-95 মাস্কের এক্সপিরেটরি ভালভের ফুঁটো দিয়ে যদি বিড়িটা গলিয়ে ফোঁকা যায় কিনা চিন্তা করছিলাম। হঠাৎ পথে এক উলঙ্গ মানুষের সাথে দেখা৷ আমাকে এসে বললো - আচ্ছা দাদা, আমি এখানে চকমকি পাথর খুঁজছি। খুঁজে দেবেন?
আমি কিন্তু চকমকি পাথরের কথা শুনে একটুও না চমকে ভাবতে লাগলাম বাঙালী আজকাল বাংলা জানেনা৷ আর এই উলঙ্গ মানব কিনা পরিষ্কার বাংলায় কথা বলছে!

আমি জিজ্ঞাসা করলাম - আপনি কে মশাই? চকমকি পাথর কেন খুঁজছেন?

সে উত্তর দিল - আমি আদিম মানুষ। আমার নাম উলংগ রাজা। আমি বহু বছর আগে তীর ধনুক নিয়ে শিকারে বেরিয়েছিলাম৷ জংগলে এক এলিয়েনের পেছনে শূকর ভেবে তীর মারি৷ সে আমাকে ধরে নিয়ে যায় তাদের উড়ুক্কু যানে। সেখানে আমার উপর নানারকম পরীক্ষা-নিরীক্ষা হয়। আজ আমাকে এখানে ছেড়ে দিয়ে গেছে। পথে একটা বাঁদুড় পেয়েছি। ওটাকে পুড়িয়ে খেতে হলে আগুন লাগবে। তাই চকমকি পাথর খুঁজছি।

আমি তাকে দেশলাই আর বাক্সর টেকনলজি টা শেখালাম। তাকে একটা দেশলাই বাক্স উপহার দিলাম। সে সেই এক টাকার বাক্স পেয়ে কি খুশি। তাকে এটাও বললাম বাঁদুড় না খেতে। যত রোগের আঁতুড় ঘর ওটাই৷ সব শেষে বললাম - আচ্ছা আপনাদের সময় কমিটি ছিল?

বললো - হ্যাঁ ছিল। তারা সবাই মিলে বসে ঠিক করতো কিছুই করা সম্ভব নয়। কেন বলো তো ভায়া?

আমার উপর নীরেন্দ্রনাথ ভর করেছিল৷ ফস্ করে বলে ফেললাম - রাজা তুমি উলংগ৷

বললো - হ্যাঁ, জানি তো আমার নামই উলংগ রাজা।

এত কিউট রাজার সাথে আলাপ হয়ে কি মনে হল রুমে ফিরে আমিও উলংগ হয়ে গিটার বাজালাম। একটা উপলব্ধি হল - এই পোশাক আশাকের কি দরকার? সভ্যতা সমাজের দোহাই দিয়ে প্রখর গ্রীষ্মেও জামা কাপড় পরে থাকি৷ কিন্তু যেখানে সভ্যতা উলংগ সেখানে জামা কাপড় পরে থাকা বিলাসিতা।
© Suprabhat Das


*****

এই লেখা করোনা, করোনা বলার জন্য নয়, বরং করতে বলার জন্য লেখা। ওগো, মাঝরাতে আমাকে কেউ বার খাইয়ে যাও। যেমন বলতে পারো - আমি খুব ভালো। আমি খুব ভালো গান গাই৷ আমি করোনা যোদ্ধা। আমি খুব বড় হিরো আলম৷ আমি খুব দারুণ তরতাজা চিন্তার জোয়ার নিয়ে আসি। আমার লেখাতে মণিমুক্তো ব্যাঙ্গমা-ব্যাঙ্গমির বাসা থেকে বিগব্যাং হয়ে বেরিয়ে আসে। আমার যাপন হিপ্পোপটেমাসের হিপোক্রেসিতে নিষিক্ত হয়।
আমার তো বার খেয়ে গাইনোকোম্যাস্টিয়া হয়ে গেল। কিন্তু ওদিকে ক্লাই-মেট চেঞ্জ এর ফলে সমাজের ক্লাই-টোরেস প্রচন্ড সেনসিটিভ হয়ে গোলপোস্টের বাইরে পেনাল্টি মারে ৷ পত্রালাপে বাক্-যুদ্ধ শুরু হয়৷ আর জনগণের মাথার গোবর ওয়ার্মিং হলে মুখ ঘুরিয়ে গাল পাড়ে আমার নামে। তার থেকে গালই দাও সামনে দাঁড়িয়ে, হে উদ্ধত ফাঁপা নাগরিক । প্রমাণ দাও, তুমি আমাকে বার খাইয়ে মেশিন নিতে আসোনি। আমি বারবার বার্বণ খেয়ে কবে মরে ভূত হয়ে, পুনর্জন্মের অপেক্ষায় কলতলায় বসে খড়-বিচালী চিবাচ্ছি। তুমি বরং তোমাকে নিয়ে বলো। তুমি কেমন আছো? সব ভালো তো কাকা? ছবিটি একটি বাচ্চা মেয়ের আঁকা। আর নিজের কথা শুনে বা লিখে কি হবে? মন কি বাতেলা মেরে মেরে বাঙালীর তো আর কিছুই বাকি নেই। সবাই যদি ভাবতে পারতো, তাহলে এক্সট্রা জ্যামিতি কষতে মেড-ইজি লাগতোনা। তোমাদের কথা লিখতে লিখতে ভোর হয়ে এলো ৷

©অবচেতন

Pal Manifesto

Main target -
A) Peace and love,

B) Grassroot democracy, living in harmony with nature, women empowerment, non-violence, eco-friendly industry and culture.

C) Anyone or anybody can publicly criticise, question any minister, can make cartoon, meme. Moreover, best cartoonist will be rewarded each year by respective minister whom the cartoonist will make fun of.
 But he or she will be asked surely how we can do better..Complaint box or suggestion line will be properly active 24*7.. We will open a separate department for complaint redressal. That dept will be under administration surveillance team. One must suggest what to do before lodging complaint.  If he or she cannot suggest, his or her vague hate speech will not be tolerated. Special gas chamber will be prepared by home ministry to rectify the concerned hateful person.

D) No one will blindly follow Pal.. Any Polit-young (In stead of Politburo) party member can change tactics according to situation, to attain peace and love . Polit-young members will be selected by honourable GS of PAL.

E) Anybody above 18 years can join Pal.. He or she will be tested by our GS and rewarded proper responsibility for PAL.

F) Final goal - After 30 years when the system will be ready, we will choose anarchy. There will be no hierarchy in the system. Not even in PAL. Only peace and love.

A rough manifesto of respective departments will be published one by one now. We will discuss about an idea or philosophy, how an ideal pal system should look like . And we will also discuss how a pal system should be implemented in our state in the present scenario. Any suggestions or plans will be conveyed to respective minister to discuss and evaluate. Our manifesto will be a dynamic one, forever in building phase. So any modifications if needed, we, Polit-young members will surely evaluate.

©Suprabhat Das

*****

-:A ray of Hope :-
In the picture below, you can see a design of self-sustainable, eco-friendly green city by Vincent Callebaut. Under Pal rule, this type of city or villages will be built. Our city or villages will not be centrally supplied by gas, electricity and water. Why?
Dr Nicolas Clavel explained 3 weeks ago,
"Centralized systems that require permanent distribution infrastructures (power lines, roads and inter-city railways, pipelines, etc.) suffer from the blows of storms, tornadoes, droughts or floods. The repair costs are colossal, the duration of the worksites is very long, and the rehabilitation worksites are disruptive or even unfeasible. Yet the frequency of climatic hazards is increasing and will quickly render many of these systems inoperative. No more time or money to repair, as we can see all over the world, or more recently at home in the face of the multiplication of winter storms. So it is imperative that we move on. The new path to the future should follow the model of autonomous local points that bring together all the vital needs, which we will call here the point of use."
How will this point of use work without disturbing environment at all. You can go through in detail -
https://www.linkedin.com/pulse/covid-19-whats-next-nicolas-clavel/

In short, we will develop a cheap technology to reuse water and produce hydrogen. We can cook, produce electricity from it at autonomous local points aka point of use.
Our science and technology minister has specific plan regarding this.. He has also some other plans which will be discussed later..

Idea courtesy - Dr Snehangshu Patra


******


Education and sports -

Quality education and sports will be regarded as the main pillar of Pal system. Following points to be noted.
1) Education should be liberal and enjoyable.

2) Creativity, entrepreneurship, self-sustainability, empathy will be nurtured more from childhood.

3) Each existing people in Pal Government must be literate. A special school in each area will be built to serve this purpose, so that everyone can at least read, write and calculate. Plans with upcoming generation will be different.

4) Private tution will be obsolete, but not private school.

5) In school and colleges,  psychological counselling will be more regular.

6) Student political organisations will be banned. If any student wants to join politics, he or she has to come out of the college gate and then can join any party activity according to his or her choice. There will be no colour politics inside student campus.

7) Govt school fees will be balanced according to per capita GDP of the families concerned of any area without compromising the quality of education. Less per capita GDP area schools will have to pay less fees. Everyone has to pay a minimum price for education. Nothing will be free. Free mentality will be abolished. Govt will ensure that everyone has the ability to pay. Govt will take measures, but one must pay after primary level.

8) Number of schools in any area will depend upon population, not socioeconomic status.

9) Quality of education will be strictly monitored by surveillance team.

10) Every Professor, associate and assistant professor must publish at least two paper or produce new technology each year. Otherwise he or she will be demoted to lower post.

11) A healthy culture of debate will be practiced in school and colleges.

12) Everyday in school and colleges an one hour interactive class will be strictly followed to induce the education of loving the nature into the students. Without 100% attendance in that class, no student will be upgraded.

Education and sports minister has following specific plans -

1) Education and sports will not be treated differently. Rather Sports will be regarded as a part of education. Sex education will be treated with more importance. These will be useful for character development, so will be treated seriously.

2) A state wise data will be collected over one year from all people and analysed by a freelance expert team (formed by education minister) according to different age group, religion,sex, area etc..
 A whole new education system will be formed according to the data analysis. Suppose, a pocket of population in Shantiniketan likes literature, arts, music more. Those will be emphasised more in that pocket according to their demand. Standard deviation from this trend will be allowed with moderate level of flexibility. Concept of syllabus will become obsolete.
Value of gradation system, degree, certificate will be decreased or become obsolete according to data result.
A new virtual score system will be implemented. Score will not be useful for gradation. Suppose if a medical student do an effective project on how to prevent a malaria epidemic. He or she will be rewarded with virtual coins. His or her guide will be rewarded also. They can enjoy a luxury time with their coins. Suppose, one can travel to Andaman free of cost by earning 1000 coins . In pal system, degree has no value, if one is not productive.
Every students will be treated as a state employee and every employee will be treated as student also.. Employees can collect the reward coins and finish their unfulfilled wishes. Suppose if a state company CEO can earn 100 coins he can make a wild card entry in sa re ga ma pa competition which might be his or her hidden dream. Government will take care of people's dreams.
Conventional pass or fail system will be abolished. Everyone has to stay in the same department until he or she can do something or show some promise from what he or she has learnt.
         Thus a new system will be implemented on the fourth year of governance.
In the meantime, the existing system with gradation system will run with gross modifications. e.g. question pattern will be changed. Suppose, in medical education system there will be one year compulsory internship and one year optional internship ( for final year students who will learn in daily round. One final year student must complete at least one month internship in medicine, surgery, OBG and Pediatrics dept). Unnecessary harassment of students by providing irrelevant practical works will not be tolerated.
 If, MCI ( or NMC)  doesn’t agree with our system , we will modify according to situation. Law minister will handle it.

3) Anyone from any age from any field can contribute to research and development to any field. This is one of our main motto.
In this, a separate team will be formed by Education minister which will ensure proper encouragement and guidance to any plan. Duty of a professor is not finding out what a innovator doesn’t know or cannot do. Rather it will be to find out what he or she can do, do know.

4) Revenue generated from the sports department ( contact sports like Football, Martial arts will be more emphasised ) will be distributed to academic department for higher level competitive examinations like olympiad. Revenue earned from Olympiad will be distributed to Sports department. So that a connection can be developed between academics and sports. Everyone can work as a team.

5) If anyone wishes to work in other states or countries despite providing suitable working opportunities, he or she must contribute a certain amount of labour and intellect towards system according to his or her calliber. Suppose a musician will be asked to teach music in a school of music for three years before leaving. This amount of service will be determined by education minister. His or her service will be monitored. Result will determine his or her eligibility of visa.

6) If he or she wants to pay money instead of service to earn Visa, the amount will be determined by same ministry. But you have to contribute something before leaving either in form of intellect or labour or money.

7) Young age group (upto 3 years) will be targeted for home learning by whatever media they can avail. The media can be determined by data analysis according to pockets.

8) Government will nurture hobbies of people if they can meet certain output criteria of Government which will be determined by education minister. 

9) We believe women are the data centre. They can generate both creativity and chaos in any system. We can predict male psychology, data perfectly by analysing women data. So, a separate data analysis will be run on women.

10) We believe, bureaucrats from early ages, has turned concept of work into competition.
Suppose, there are 10 apples for 10 people. One can satisfy his hunger by taking one apple only. Oneday, a fucking bureaucrat came and inject an idea inside one's brain, that he needs to take two apples to satisfy his hunger. And the competition begins. So bureaucrats create competition in a total static system by redefining necessity. This concept must be abolished. Suppose, a doctor is buying technology from engineer's work. An engineer will buy medical advice from a doctor. Thus a circle of energy transfer is created. We are gaining nothing more . And day by day decay of energy will also be noted according to rule of thermodynamics. This decay is radiating in the form of energy and collected by bureaucrat bosses without doing anything. They are just injecting an idea that you need more to survive. This heiararchy will be broken in PAL rule. So that this decay will be gained by the system as positive energy and will be flowed through all. In our existing system, each and every person is unhappy with their job because of alienation, isolation. PAL rule will ensure their happiness.

11) Suppose, there are many kind of number system besides decimal. But we are not concerned. We will break the norm. We will nurture every kind of system in the thought process. Biasness will be treated as disease in pal education system.

Any suggestions or plans are welcome. Make up a solution plan before your criticism. Otherwise, a gas chamber will be ready for you.

©Arunabha Dey et al.

Main idea Courtesy - Arunabha Dey
Associates - Snehangshu Patra, Swaraj Mandal, Suprabhat Das


*****


Food and Agriculture :-

1) No one has the right to waste food anywhere in PAL culture . You may have money. But food is property of Government. From restaurants, malls unsold and wasted food will be processed to food bank by NGO formed by street beggars themselves. Those who have no home will be sheltered by Government and they will be employed according to their skill. Food from food bank will be delivered to them. Thus there will be no street children or beggars. Instead of this system if anyone found to beg anywhere, he or she will be rectified in special gas chamber.

2) We will merge agriculture education students with farmers. There will be no gap between them. A new green revolution in true sense will be seen in PAL rule. So that we can generate a significant revenue from export of agricultural product after meeting the demand of our state. Agriculture minister will ensure a proper green revolution. There will be a specific regulation regarding pesticide and fertilizer use. This will be determined by nodal agricultural officer and agriculture minister. Farming will be considered as start up. So, this will be monitored by start up section of industry ministry, will  be discussed in separate section.

3) We will relocate and employ the people of famine hotspot area. Minimum food of everyone will be ensured.

4) Until a new education system is applied, a strict surveillance team to ensure good quality food in ICDS centres will be formed.

5) We will start a mobile ration system. People won't go to the ration dealer. Ration dealer must supply everyone door to door. Otherwise his or her license will be cancelled.

6) Traditional foods of Bengal will be properly cultured in PAL rule.

7) In all restaurants, there must be 20% off for students.

8) Tea garden structure will be renovated properly by agriculture minister to ensure a significant revenue.

9) Every religious institutions have to expend a percentage of its donation fund to supply food to needy people. The percentage will be determined by food minister after collection of data.

10) A common food store will be built where ration of one year of whole state can be stored. So that it can be utilised in disaster management.

11) Number of guests invited in a ceremony, will be limited to a max number, which will be determined by food minister. If that max number is exceeded, organiser has to pay tax per head to the Govt. Amount of tax will be determined by finance ministry.

©Arindam Mukherjee
Associate - Suprabhat Das, Angshuman Roy, Snehangshu Patra



*****


শুভ নববর্ষ। সবাই সুস্থ থাকুন। এখন স্বাস্থ্যমন্ত্রীর কিছু পরিকল্পনা নিয়ে আলোচনা হোক।

Health and Family welfare :-
This department has separate plan for first 10 years in existing system and after that situation will be assessed. If the system is ready to assimilate the new system, then the new system will be applied.
Steps under first system -

1) Every doctor must serve in Government health care facilities for at least 36 hours per week. After that he or she can work in private set up for max 36 hours per week. In Government set up, his work will be monitored by an entrepreneur team formed by a junior doctor and will be reported to higher authority. If the concerned doctor can't provide the output as expected by health ministry, higher authority will warn first, then will issue show cause notice. Then his or her license will be temporarily cancelled. Here one principle of PAL culture is to be mentioned, Pal system will respect the healers ( includes all health care workers). Healers will be treated as noble professional. Any doctor can directly contact with health ministry with his or her work related problems. We don’t believe, any doctor can be associated with inhuman act. But if caught by surveillance committee, his or her punishment will be ensured. No doctor or any health care staff will be punished, when the intention is found to be good. A separate reward system for health care workers will be developed by education minister (Already discussed).

2) There will be three tier healthcare system.

Under first tier - Sub centre, PHC, BPHC, urban health clinic ( must have some essential drugs and facilities like ECG, nebulisation etc)

Second tier - SD and district hospital, municipality hospital (ICU, CCU, HDU, PICU, SNCU, CT, MRI centre, working HD centre must be present. must have speciality department and infrastructure)

Third tier - Super speciality and medical colleges ( Trauma care, separate OBG and ped emergency, separate emergency ward, Cath lab, CTVS dept, all working superspeciality dept must be present along with other facilities of second tier. Govt will ensure as much infrastructure as possible)

****A proper referral application software will be developed. So that a doctor from lower tier can send a patient only after booking a bed in the higher tier. This app will work somewhat like bookmyshow. The bed can be booked only after approval of higher tier doctor. This smart referral system will be utilised to decrease patient harrasment and unnecessary patient load in third tier.
Patients must show referral card to gain access to higher facility. If higher tier feels, the problem can be solved in lower tier, the patient will be referred back to lower tier ensuring bed.
Exception and emergency will be treated differently.

3) Government hospital facility will be maintained by hospital revenues. The fees earned will be expended on the welfare of respective healthcare facility. Fee structure will be as follows -
First tier - free of cost

Second tier - 10% of standard price to avail bed, outdoor ticket. ICU bed charge will be 20%.

Third tier - 40-50% of standard price

Standard price will be determined by health minister. Price of test will be individualised by health minister. Suppose, test, treatment of antenatal mother will be free of cost if they obey child norm policy of the government, discussed later. But USG for alcoholic liver disease will cost 25% of standard price in second tier. 50% in third tier.

By this fee, no one shouldn’t expect luxurious health care system. For luxury, you have to visit private set up.
Fee will be exempted in case of any Govt health scheme card holders. Health minister will ensure only deserved candidate can hold scheme or govt policy card. Finance ministry will also monitor this. Per capita income will be the only determining factor to hold that kind of card. Only low income group can avail this facility.
Those cards will only work in Govt set up, will not work in private facilities.
Private care can fix price as per their wish. But each private facilities have to pay tax as per their revenue. Tax structure will be modified for each private structure.

4) Govt will ensure bed for every patient, proper healthcare . Though, patients are paying a minimum fee, that fee will be treated as health tax. So, Govt health care will not be treated as commodity. This will be treated as service. So consumer protection act won't cover Govt health care service unlike private set ups.

5) Health service and Medical education service will be merged.
A fresh graduate has to work in first tier first for minimum three years. Only graduates will be upgraded maximum to second tier .
A fresh post graduate has to work in second tier first for minimum three years. Then they will be upgraded to third tier according to their performance.
A post doctoral degree holder will only work in third tier. They first will be posted in super speciality for at least three years.
Every doctor in the system must employ his or her time in medical education. In first tier, they will teach nursing staffs, ASHA,  ANM, HA.
In second tier, they will teach promoted first tier doctors, nursing staffs and others.
Same goes for third tier.
This will be regulated in a well disciplined way and will be directly monitored by health minister.

6) An expert team of AMI, expert team of BLS will be formed.
First team will ensure proper AMI referral and transport in time.
Second team will ensure proper street BLS in case of anyone suffers cardiac arrest in street or in vehicle. In every station, there will be a BLS booth. Ayush doctors will be employed to train everyone about BLS. This will be considered as a criteria of literacy.
AMI team will ensure the quick transport and skip of hierarchy to decrease door to needle time.
A separate emergency dial system, ambulance and emergency service will be monitored by home ministry.
A separate street plan for ambulance transport will be discussed under transport section.

Now, how the AMI team will work?  Someone, suppose in a remote village in Purulia feels chest pain. He or she will dial an emergency number. An ambulance will be sent by Govt within 10 minutes to take him or her to first tier. If first tier doctor confirms its AMI. The patient will be referred directly to cathlab of third tier skipping second tier. If first tier doctor hesitates in his or her diagnosis, the patient will be referred to second tier and fibrinolysed if necessary. Then, the patient will be referred for secondary PCI to third tier facilities.

7) Any kind of violence or indiscipline in Govt and private health care facilities will not be tolerated. Strict action will be taken by home ministry. Safety of healthcare workers will be the priority of the government. Local goons after training can be employed for the security of the health care workers.

8) Any kind of gift exchange from pharma companies will not be allowed in Govt set up. Govt will not control internal issues of private set up. We will discuss later plan about black currency under finance ministry.

9) All kind of data regarding patients from OPD to ICU will be entered in digital form. A separate employment will be arranged for this typing. A separate IT department will store, analyse the data. Pal has a dream to build a system, a doctor working in first tier can enter a patients adhar no in database and can avail all the detail of previous treatment record of that patient.
Employment department has separate plan for these kind of jobs. Those plans will be discussed under employment section.

10) Organ donation will be treated seriously but will be controlled by CM in collaboration with health and home minster. Role of CM will be discussed under separate section.

11) For first five years, strict two child norm will be implemented after first 10 months of governance . Government will announce this policy on the first day of governance. Max first 10 months will be exempted to population in case someone already has conceived.  After five years, population growth will be reassessed. If situation claims, child norm will be fixed according to per capita income. There will be a max limit. Government will bear no responsibilities for the defaulters. He or she cannot avail any kind of Government facilities.

12) Quacks, non-scientific health care providers will be re-employed as health assistant ( HA). HA will work to assist doctors in each tire. HA will assure proper transport of a patient to a health care facilities.  No unscientific practice of drugs will be allowed. No drugs cannot be sold without prescription of a doctor. Otherwise, it will be treated as criminal offense. Pharmacist can suggest brand, but not drug. An uniform protocol of rational antibiotics usage will be followed strictly.

13) Emergency Medicine branch will be developed with great seriousness. All emergency departments must be run by this subject specialists or doctors directly trained by them. Any gasping patient will be first stabilised in emergency ward, then will be transferred to ICU, trauma care as needed. or referred to higher centre with cardiac ambulance in ventilated condition. No patients will not be referred before stabilising circulation, airway and breathing.

14) Prevention of disease will be treated more seriously. Every block will have prevention centre which will be chaired by a community health doctor. He will ensure lifestyle modification, regular exercise,  healthy and hygienic diet etc. of the population under him or her. Tourism minister Suprakash Mandal is a community health specialist. He will monitor this department. Prevention block doctor will maintain a proper stat of usual number of cases under different diseases. So we can have an idea how many bed we may require at different  tier for different purposes. In case of an epidemic or case surge, we can identify early with the help of prevention center. And will take measure according to that. This will be discussed under Disaster management.

New system will include following points -
1) A new medical education system consists of first three year as foundation. Following structure duration holds if one can able to produce something or do something expected by ministry. Otherwise, duration will be extended. 3 years foundation will include anatomy, physiology, biochemistry, community health, patho, pharma, micro. After that he or she will be asked to choose from three choices. Only Clinics, only research, both clinics and research.
First group will be posted in second tier to learn directly from the doctors and asked to attend lecture classes only in third tier.

Second group will choose their stream and work with respective subjects graduate standard students ( they will be treated same), will be involved in research.

Third group will be posted in third tier. This period will be for two years. After two years, they will be asked again, whether they wish to continue their choice or change. If they want to change, they will be returned back to first step. If they wish to continue, first group will be posted in first tier, then can be promoted according to their performance.
Second group will be posted to respective R & D.
Third group will be posted in second tier and then can be promoted according to his or her performance.

2) In new system, everybody will be health and hygiene conscious. This will be included as basic criteria of literacy.

©Angshuman Roy et al.
Associates - Swaraj Mandal, Suprabhat Das

Animal and fisheries :-

 R & D, training centers and hub will be increased.
Dairy technology, pisciculture students will be employed as nodal officer to help the workers in those facilities. They can also learn practical approach of fisherman and produce new technologies.

©Angshuman Roy



**--

Industry and Transport -
[In picture you can see, an eco-friendly schematic design of highways ]

1) Industries must be eco-friendly. Otherwise license will be terminated. A separate R & D dept will be employed to ensure this. This is one of our basic motto.

2) HEMP industry to produce bio-plastic, bio-furniture etc will be developed..

3) All side effects of any addictive product like tobacco, alcohol, marijuana must be mentioned in the packet. Rehabilitation centres will be built to quit any kind of addiction.

4) Tea and other agricultural industry will be resurrected. Everyone will work with a target that he or she promised. If anyone cannot meet the target without any clear reason, his or her license will be cancelled.

5) Start-up business will be encouraged by the Government. A separate committee will sanction the proposals which will be led by industry minister. If a CEO cannot generate target revenue within promised time period, his or her start up license will be cancelled.

6) Electronic goods industry will be led by engineers. Engineers will employ other engineers and other labours. Quality must be ensured. A significant revenue can be earned by this industry.

7) Established industrialists will be invited to start industry in the state. Its duty of home ministry to ensure law and order.
They have to buy land ( of the choice of the Govt) with a minimum price. If the land falls in remote area. Its duty of transport minister to ensure connectivity and erect infrastructure via all means. But that industrialists have to bear 15% of the expenses of that. Moreover, he or she must share 30% of the revenue and employ local people. Otherwise, we don’t need any outsider industrialists.

8) Plastic use will be controlled, rather bio-plastic will be used.. Recycling of plastic will be done in building plastic road.. Design of plastic road will be discussed in science and technology section.

9) Electric Vehicle (using green energy) industry will be encouraged.

10) Separate lane for ambulance in each national highway. Streets are for all users - not only vehicles but also pedestrians, public transportation and cyclists. A rough schematic design is given below.

11) Check post at every entrance of any city or district.

12) Online transaction for transportation will be encouraged.

13) Each lane will be lined by tree ( Kind of tree will be decided by nature of lane) and also properly maintained.

14) Road, bridge will be built and maintained properly. Anyone found corrupt by surveillance team will be punished in special gas chamber.

15) A start up like ola, uber owned by Government covering all over the state.

16) Sericulture industries will be renovated.

©Anup Bairagi
Associates - Suprabhat Das, Snehangshu Patra, Arindam Mukherjee


*****

Role of CM in Finance department and regulating economic policies :-

A) CM will take final decision on economic policy of Pal system. Finance ministry will be involved in budget and revenue calculations according to the policies.

B) There will be no debt unpaid. We will always pay our debt like the Lannisters. Maximum percentage of debt surely will be paid within 10 years period. Govt will form an expert committee of economists to ensure this.

B) As school, college, village, cities, hospitals, industries will run as self sufficient system. Govt doesn’t have to expend much for facilities and infrastructure. Govt will expend mostly for salaries of the employees ( We will ensure 100% proper employment).

C) We will discuss with expert of economists to control surplus value as much as possible.

D) PAL system will be based on circular economy. This is an economic system which is waste free and resilient by design, mimicking natural ecosystems in the way we organise our society and businesses. System will run in an eco-effective (not eco-efficient) way to optimize positive impact on nature. We will start with little impact and progress more with time to  big positive impact. Cradle to cradle celebrates abundance. It is used as a means to support transformation towards an economy based on abundant, renewable, natural resources of both energy and material. System will prefer circular, out of the box and abundant principle to sustainable, status quo and reduction principle.

E) We will adopt the butterfly model. Diagram 1 shows a design of butterfly model by Ellen MacArthur foundation. Planned obsolescence for some products like bulb, mobile, laptop will not fit in this model. In Biological part, value cascading will create value retention.  “Working towards efficiency as a solution – a reduction of resources and fossil energy consumed per unit of economic output – will not alter the finite nature of material stocks but can only delay the inevitable” [1]. System will shift towards leasing the product rather than selling them.
Suppose, high-end washing machines as an example. In contrast, increasing hardware integration in high-tech devices (such as smartphones) will make it more difficult to take these devices apart; this will make recycling more difficult and more expensive. The idea is not to invest in short-lived but in long-term customer relationships. This will improve company-loyalty, and will let companies gain unique insights in user behaviour. How much profit we can gain from this type of economy?
" In the sectors of complex medium-lived products in the EU the annual net material cost savings opportunity amounts to up to USD 630 billion in an advanced circular economy scenario”[2]
A figure [Diagram 2] below shows how circular economy brings positive impact on employment.

F) Economy will be based on 3 principles -
* Preserve and enhance natural capital by controlling finite stocks and balancing renewable research flows.
* Optimise research yields by circulating products, components and materials at the highest utility at all times in both technological and biological cycle.
* Foster system effectiveness by revealing and designing out negative externalities.

F) Though economy will be based mainly on circular economy, but it also will englobe bio-based economy,  blue economy, cradle to cradle etc wherever it will be necessary to achieve main motto.

G) Consequences of Circular economy will be-
* Encourage development of new business models
* transition from resource-intensive to labour-intensive economy
* promotes retention of raw resources inside the value chain
* lead to new skills and technologies focussed on service [3]

H) Biobased products are made from biomass, and biomass itself is by nature renewable. Since some biobased products are biodegradable, the circles can easily be closed; if properly integrated, it can enhance the circularity of the system.
Biobased products are not circular by definition; for example, when they are not biodegradable.
Regarding easy integration into the circular economy, some of the products such as bioplastics require, for example, a substantial volume as threshold before being economically attractive to recycle.

I) Circular economy will be applied to fashion, textile and CO2 dyeing ( Technology will be discussed in separate section)  industry.  Start up proposals from fashion and textile technology using concepts of circular economy will be invited. Young students will be encouraged in this by Govt programs.

J) Government will not close coal powered power-station suddenly, as it may cost much. Rather, aim of Govt will be making them more sustainable and greener [4].

K) A R&D institute of circular system engineering will be built so that in eco-effective way we can build circular economy completely within 35 years. This institution will also be involved in discovering a new way of circularity metric system to measure circularity of a product and material flow analysis. They also rethink about the existing methods like life cycle assessment.

L) Top-down, objective oriented, properly and strict regulatory frameworks seem to stimulate bottom-up eco-industrial innovation. So Govt will accept this strategy.

©Suprabhat Das

Bibliography -
1. Ellen MacArthur Foundation. “Towards a Circular Economy: Business Rationale for an Accelerated Transition”. Page 3. 2015
2. Same. page 11
3. InnProBio. "Bio-based Products and Services in the Circular Economy ”. Factsheet no.4, 2017
4. Article on DutchNews.nl Jan 19,2017

**********

Special role of CM In PAL system:-

1) CM will play a role as a project co-ordinator between different ministries.

2) Any dispute between ministers is to be solved by CM.

3) CM must know all the basic plans and monitor implementation by different ministries.

4) CM can suggest any plan to any ministry. CM has the power to implement it. But he or she shouldn’t do that unless its emergency or too much necessary.

5) CM can monitor all the projects. He or she can intervene if necessary. But any minister has power to challenge CM. In this case dispute will be resolved by GS of the party.

6) CM can take over any multidisciplinary project.

7) CM will lead organ donation program which will be discussed in a separate section.

8) CM will ensure a clean state. To achieve this, a proper waste recycling system will be planned. Public toilet and dustbins will be seen more frequently. One has to use it. Otherwise, the defaulter will be arrested first without warrant, then will be bailed after fine. CM will implement this strictly. Pal system will embrace blue economy where waste will be reconsidered as resources. For example - Carrot cake industry in Sweden by using small and useless carrot as baby carrot.
CM will also englobe cradle to cradle waste recycling principle where waste will be considered as food. It will follow the fundamental law of nature that waste of one organism is food for another. C2C will be utilised to find a way how can certain hazardous materials be banned for specific production and recycling process. Every recycling industry use C2C to separate waste into good and bad material.

9) CM will lead a project named "Project X".
Project X -
* A special crop will be grown ONLY under Govt set up. This crop will be harvested exclusively  on special areas marked numerically.
* Only product from crop of area 51 will be used in gas chamber or gas in riots.
Special feature of area 51 crop product -
a) You will feel peaceful and happy
b) You will like to think in innovative way
c) You will feel brotherhood with anyone
d) Hate from your mind will be vanished
e) Music, food, life will seem to be better than before
f) This crop will have higher psychoactive compound concentration.
* A separate R & D company will be built on this corp.
* Hybrid technology will be highly confidential. Confidentiality will be maintained by Home ministry.
The company will be monitored by Arunabha Dey , Suprabhat Das.
* Crop from other special areas will have less psychoactive compound percentage. As a result, effects will be lesser than area 51 product.
* A rationing system will be developed to deliver the product of project X to stressful, hateful hotspots. A training program will be run by prevention center how to use it properly.
* A R & D company will be built to experiment with medical benefits of that special crop.
* Project X will be a multidisciplinary project. So CM will control this project directly.

Project X idea associates - Swaraj Mandal, Angshuman Roy

9) CM will form a Tree Right Commission (TRC). Duty of the comission are-
a)  Ensure how development can go on without taking life of a single tree.
b) Resist deforestation
c) Promote afforestation 
d) Ban nails, signboard on the body of a tree. This act will be treated as criminal offense.

10) CM will operate sting operation himself or herself or via live video conference in disguise to ensure how much a facility is reaching to grassroot level . A confidential disguise team will be formed. To prevent assassination of CM, several dummies of him or her will be trained to act as CM.

11) All Government set up will be renovated or built based on biomimicry. A separate construction start up will be led by CM.
For example - Eastgate centre in Zimbabwe has an internal climate control system originally inspired by structure of termite mounds.

12) CM will start a state wise cultural campaign where "negativity", "can't do", "impossible" terms will be discouraged. In Pal culture concept of social security will be practiced.

13) CM will ensure that if anyone use fossil water to harvest, it must be recycled.

©Suprabhat Das



*****


Plan on Monitoring and surveillance, Employment, Police task force :-

*Police* :
.
.
1. *More recruitment* :
 Target will be to achieve 300 strong police personnels for every 1 lakh population , young active and brillant brains will be recruited for Police forces through neat and clean recruitment process.
.
2. *Regular fitness course* - Bengal Police personnels will be regularly sent for fitness courses to remain mentally and physically fit.
.
3. *More lady officers and constable* will be recruited. Details is described below.
.
4. There will be *one single police phari for every gram panchayat* , Monitored by Police station in every block.
.
5. *Night patrolling* - in every police phari, one unit (comprises of 4 armed police personnels in two bikes, preferably electric, to reduce noise) will patrol jurisdiction areas from 11 PM to 7 am... (Lady officers will be extempted from night patrolling duty) . They will be equipped with Bullet proof vest, taser gun, hand gun, PDWs, and modern SatCom...
.
6.  *modernisation* - Massive modernisation of forces will be undertaken...
 *A* . *Wepapon* Current standard issue riffles (3not3 , SLR, Insas) and hand gun (9mm Browning high power) will be ditched. Regular constables will be provided with limitedly lethal low Calibre guns (preferably Indian origin PDWs like MSMC and assault riffles like Amogh 5.56mm, Taser gun, pump action shot gun and officers will be equipped with modern hand gun (Glock 17).
 *B. car* Modern high speed cars will be provided in sufficient numbers , bikes (more than 300cc with preferably high HP ) will be provided.
 *C.Communication* - each personnel on field duty will be provided modern SatCom and they will be directly connected to control room situated in every PS.
 *D. Public Communication*- Dedicated emergency number will be functional 24x7 with with multiple channel to avoid high traffic in each Police Phari and a quick response team ( 4 personnels, in two bikes) will be always ready to act accordingly.
 *E.Central database* - Central database will be established , every FIR, every GD will be recorded for better understanding and interactions between police stations.
.
 *7. Civic police*- Concept of Civic police will retain with minor changes, they will be refrain from any kind of lerhal or Anti-Criminal actions and will be mainly used for public Communication, information gathering and Civil duties...
.
*8. Special Law Enforcement Team*- a highly trained , well equipped, quick response team will be established. Their job will be anti-terrorist , anti-pyracy, hostage rescue and other lethal activities. Young cadres will be chosen from the force, will be trained rigorously (comparable to NSG)... Will be equipped with more modern and deadly weapons (proposed- Level-III MKU modular body armour and helmets with NVD, HK-417 assault riffle , HK-MP-7 SMG riffle with optics and NVD , AWM bolt action sniper rifle, Glock 17 handgun, pump action shotgun).
Every unit will compriese 25 commandos, including dedicated explosive expert (at least 15 personnel to be readily available at a given time) , every district will have at least 1 unit of SLET team according to it's threat level.
.
9. CID will be a fully *autonomous body.* But, Police force will be monitored by Home minister. Home minister will ensure,
no political interference in the police work. One comprehensive team will be formed to monitor police forces and to collect grievances, watch misconducts act accordingly. The team will be formed by 1 Senior IPS officer ,IAS/WBCS officer, Ex.Judge, Human Right officer and 1 public level authority (preferably MLA). Every district will have 1 monitoring committee and district police will be answerable to the committee...

10. Minimum 3 internet experts (1 senior and 2 juniors) in each police station. E&C graduate eligibility...

11. Lady police wing to be a separate wing in each PS. That will consist of 3/4 lady police. They will report the child and female offenses regularly to higher authority.

12. 24*7 special police emergency team to respond in any 911 like emergency call..

13. Lastly, and most importantly, non-violence is key to PAL. If special gas treatment cannot stop any indiscipline, then only Police will use arms for self-protection. We are big admirer of Gandhi, but we will not think twice to follow Subhas Bose, if situation claims. Home minister will also ensure to delete poison of any kind of nepotism or personal favour in this system. This plans will be changed according to scenerio. These plans mentioned above is for present scenerio.

©Kalyan Ray Singha ,Swaraj Mandal


*****


Philosophy of PAL system in different issues :-

A) Religion - After long debate, we have concluded that, in PAL system, there will be no concept of God. Moral values will be guided by education and maintained by strict law and order, customs will be replaced by eco-friendly festivals, people involved in religion will be re-employed according to their capabilities.

B) Secularism - After long debate, we have concluded that, in PAL system, this term will be non-existent.

C) Opposition, Protest and strike - Anyone can show protest or oppose the system, criticise the ministers publicly. Government will encourage protest, debate, opposition . These are sign of a healthy and confident democracy.
But Strike will not be allowed in PAL system. We will have 24*7 very active proper complaint redressal system. Despite that, if anyone needs to show protest he or she has to do that completing his or her minimum working hours. Work, development or transport must not be disturbed. And everyone showing protest must come up with a better plan, must show a better way when they will be asked by concerned ministry. Otherwise vague protest will not be tolerated.
Otherwise, healthy opposition holds a special place in the heart of PAL system. PAL system will look healthy opposition to rectify their mistakes, which was overlooked during implementation. 
CM should meet and greet the opposition leader personally in weekly basis.
No rally, miking, gathering will be allowed in roads. PAL system will identify some null zones all over the state. Gathering must take place only there. Noise pollution must be avoided. PAL system will develop an application software to show protest via video conference.

D) Poverty - We agree with Amartya Sen that poverty is not just lack of money, it is not having the capability to realize one's full potential as a human being. So, poverty will be treated as wastage of human resources. So poverty must be eliminated.

E) Private vs public transport - PAL system will encourage public transport or manual bicycle . As it is more logical to use it to reduce traffic and pollution. Home ministry will take steps to nullify women harassment in public transport, pickpocketing etc crimes. Wherever possible, transport will be developed only by water without use of fossil fuel.

F) Equality vs Standardised Equivalence - We won't nurture equality. As Einstein said,  “Everyone is a genius. But if you judge a fish by its ability to climb a tree, it will live its whole life believing that it is stupid.” So, Pal system will apply standardized equivalence. For example, our expert team will develop a standard metric measurement system to compare swimming capability of a fish in water vs flying capabilities of a bird in sky. That means we believe in equal opportunities according to their special talent and economic status, but outcome will depend upon caliber of the people.

G) Quota reservation - As we offer 100% employment and education with economic opportunities, we don't think any kind of reservation will be useful in PAL system. PAL system will celebrate the deserved. After long debate, we have concluded that, in PAL system, there will be no qouta reservation system and no qouta discrimination in social level. Home minster will strictly take action for this.

©Suprabhat Das, Swaraj Mandal, Angshuman Roy, Arunabha Dey












Covid art

|| ** চাঁদ উঠেছিল গগনে ||
আমি একটু অজ্ঞাতবাসে ধ্যানমগ্ন ছিলাম। কিন্তু সম্প্রতি চারটি খোলা পিঠে চারটি শব্দ নিয়ে ফেবু ও হোয়াটসঅ্যাপ এর অনলাইন চায়ের দোকানগুলো তে বিতর্কের ঝড় উঠেছে, সেটি নিয়েই ধ্যান ভেঙে ফিরে এসে এই লেখা। প্রথমেই বলে রাখা ভালো, আমার শিল্পীসত্তার ছাঁচের অধিকাংশই রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা প্রভাবিত। আমি ওনার "সমাপ্তি" পড়ে কেঁদেছি। "অচলায়তন" পড়ে হেসেছি। "রক্তকরবী" পড়ে আমার কপালে ভাঁজ এসেছে। তাই আজ এই লেখা পড়ে কেউ আমাকে মারার সিদ্ধান্ত দয়া করে নেবেন না, আমি কব্জির জোরে সত্যি পারবো না। যাই হোক, মুষ্টিমেয় বাঙালি খোলা পিঠের চারটি শব্দ দেখে দাবী করেছেন, বাঙালির সংস্কৃতি উচ্ছন্নে গেছে। আপনারা যে আজ বুঝতে পেরেছেন সেটাই রোদ্দুর রয়ের কৃতিত্ব। আপনারা এতদিন ঘুমাচ্ছিলেন যখন বাংলা গানে ঊর্দু শব্দ ব্যবহার করা হচ্ছিল? বাংলা সিনেমার নামেও অন্য ভাষা ব্যবহার করা হচ্ছিল। সেইসব সিনেমার গান বক্সে জোরে ঢিক্ চিক্ বিটে বাজছিল। ওনারা ঘুমাচ্ছিলেন যখন আমরা স্বাধীন শিল্পীরা যারা বাংলা ভাষায় গান লিখি, লেখালেখি করি, তারা একজন একজন করে হিন্দী গানের দিকে ঝুঁকছিলাম। আচ্ছা সিনেমা বাদ দিয়ে, শেষ দশ বছরে কজন স্বাধীন শিল্পী বাংলা গান লিখে উঠেছেন? বাংলা ব্যান্ড কই শেষ দশ ব্ছরে? রূপম ইসলামের পর নাম কোথায়? ট্যালেন্ট নেই বলছেন? আপনি অন্ধ ও হিংসুটে। একটা জাতি হঠাৎ করে ফাঁকা হয়ে যেতে পারেনা। আপনারা বিড়ালের মাছ খাওয়ার ভিডিও শেয়ার করতে পারেন, কারো হিন্দী গানের কভার ও শেয়ার করতে পারেন। কিন্তু স্বাধীন শিল্পীর বাংলা মৌলিক গান শেয়ার করতে আপনার আঙুল ব্যথা করে। আপনাদের জন্য রবীন্দ্রনাথ ও সংবর্ধনা পাওয়ার সময় লিখে গেছেন, "এই মণিহার আমায় নাহি সাজে।" আচ্ছা "সহজপাঠের গপ্পো" তো বেশ ভালো সিনেমা, সেটা কেন আপনাদের সংস্কৃতিপ্রবণ মনে আঘাত করলোনা? এমনকি আই.এম.ডি.বি. রেটিং এও নেই। আচ্ছা আপনার প্লে লিস্টে কটা সাম্প্রতিক বাংলা গান (সিনেমার গান ছাড়া) আছে? আচ্ছা আপনি শেষ বাংলা বই কবে পড়েছেন? গ্লোবালাইজেশন এর যুগে শুধু বাংলা নিয়ে আটকে থাকার আমি পক্ষপাতী নই, কিন্তু কত বাঙালি শিল্পীকে বাংলা গান লিখে সেরকম শ্রোতা নেই বলে, হিন্দী বা বাজারী কাজের দিকে ঝুঁকতে হচ্ছে সেটার খবর রাখেন? আমারা যারা এই প্রজন্মের শিল্পী, প্রত্যেকেই মাঝে মাঝেই হতাশ হয়ে কথা বলি, আজ মৌলিক শিল্পীর থেকে কভার আর্টিস্ট রা বেশি দাম পায়। তখন আপনার সংস্কৃতি মরে যাচ্ছে মনে হয়নি? শেষ কবে থিয়েটারে গিয়ে নাটক দেখেছেন ফোন বন্ধ রেখে? আপনারা আজ বলছেন সংস্কৃতি মারা গেছে ?? বাঙালি আসলে তারা, যাদের যাই টিভিতে বা মাল্টিপ্লেক্সে দেখানো হয় তাই দেখে। সবাই দেখছে মানে ভালো। নিজের বিচারক্ষমতা আছে আপনাদের? আজ পাড়ায় কোন টলিউড হিরো এলে যেরকম ভিড় হবে, বং গাই এলেও সেরকম ভিড় হবে, জেসিবি র মেশিন এলেও সেরকম ভিড় হবে। একটা অলস জাতি যারা নিজে ভাবতে পারেনা, তারা আজ জেগে উঠেছেন কালচার রক্ষা করতে? আপনারা কি জানেন বাংলা গানের রেডিও চ্যানেল আমার এফ.এম. এই বছর নেতাজীর জন্মদিনে বন্ধ হয়ে গেছে ? আপনারা কোথায় ঘুমাচ্ছিলেন? সংস্কৃতি বহুদিন আগে মারা গেছে। সেটা চোখে আঙুল দিয়ে বোঝানোর জন্য রোদ্দুর রয় কে ধন্যবাদ। যদিও আমি মনে করি, রোদ্দুর রয় এর মত কাউকে দরকার ছিল এই অচলায়তন ভাঙার জন্য। রবীন্দ্রনাথ এর দর্শন এতটাও ঠুনকো নয় যে কেউ পিঠে লিখে কি ঘুরে বেড়ালো তাতে ভেঙে যাবে এবং তার জন্য রোদ্দুর রয়কেও দায়ী করা যায়না। তবে যখন দেখি আধুনিক প্রজন্ম রোদ্দুর রয় কে দিয়ে এখন বাঙালি সংস্কৃতিকে সংজ্ঞায়িত করছে তখন বোঝা যায়, সংস্কৃতির দৈন্য দশা। আমার রবীন্দ্রনাথের লেখা গান গাইতে ভালো লাগে। কিন্তু কেউ শোনেনা, তাই সবার সামনে গাইনা। কেন শোনেনা? কারণ তারা হানি সিং,মিকা, একন, শাকিরা শোনে। তারা "বাতে ইয়ে কভি না তু ভুলনা" শোনে, গুনগুন করে, "আমি তোমারো বিরহে রহিবো বিলীন " শোনেনা। অথচ দুটো মানে এক। "মে রহু ইয়া না রহু " গায় প্রেমের গান হিসেবে, অথচ " তুমি রবে নীরবে" গাইতে গিয়ে হাতদুটো জড়ো হয়ে আসে। ভক্তি তে চোখ বুজে আসে। রবীন্দ্রনাথের পূর্ণিমার চাঁদকে ব্যঙ্গ করে সুকান্ত যখন লিখেছেন, "পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি", আপত্তি সেটা নিয়ে ছিলনা। আপত্তি বাঁড়া শব্দটা নিয়ে। যে বাঙালি আজ একটা বাঁড়া শুনে গেল গেল রব তুলেছে, তারাই সৃজিতের সিনেমায় হলে গিয়ে "বাইশে শ্রাবণ" এর সংলাপ শুনে হাততালি দিয়েছে। যারা রবীন্দ্রনাথের সংস্কৃতি নিয়ে মরাল পুলিশগিরি করছেন, তারাই রবীন্দ্রনাথ কে নিয়ে পানু জোক্স গিলেছেন।  ঠাকুরবাড়ির অন্দরমহল এর কথা আপনারাই গেলেন। আজ টিভিতে সবচেয়ে জনপ্রিয় হল বাংলা সিরিয়াল, গোটা পরিবার নিয়ে বসে ওই ছাইপাঁশ গেলেন। বাঙালি বাড়ির পাশ দিয়ে গেলে টিভিতে সিরিয়ালের শব্দ শোনা যায়। অনুষ্ঠানে বাংলা গান ছাড়া সব বাজে।
 বিদেশী নতুন শিল্পীর গান শেয়ার করলে তাদের টাইমলাইনের গ্ল্যামার বাড়ে, কোন বাঙালির নিজের গান শেয়ার করলে ব্যাকডেটেড হয়ে যায়? যখন শুরুতে রবীন্দ্রনাথের গান গিটারে গাইতাম, সবাই আঁতকে উঠতো। ওভাবে গায় নাকি? গুরুদেবের গান দুহাত জড়ো করে চোখের অর্ধনিমীলিত অর্গাজমিক্ কম্পনের সাথে কীর্তন করতে করতে গাইতে হয়।
 কেন এই দ্বিচারিতা?
এদের জন্য রোদ্দুর রায় হল রূপমের ভাষায় "ভক্তিপূর্ণ লাল গাল থাপ্পড়"। রোদ্দুর রয়ের এই ঠুনকো হিপোক্রিট বাঙালির এপ্রুভাল লাগবেনা। রবীন্দ্রনাথ ও স্বমহিমায় আমাদের মাঝে বেঁচে থাকবেন। মাঝখান থেকে চায়ের কাপে ঝড় উঠবে। আর কোন একজন সুপ্রভাত গেয়ে যাবে - " গানটা শুনছো নাকি দেখছো তুমি বুঝতে পারো কি ভাই !! "

বিঃদ্রঃ - যারা আমার এই লেখায় আঘাত পেয়েছেন, তারা যেন অবশ্যই কিছু মনে করেন ও আমাকে ব্লক করে দেন। আমার কাজ এমনিতেও আপনারা মূল্য দেননি, দেবেন ও না জানি। যে কজন দেন তাতেই হবে। তাতে সত্যিটা পাল্টাবেনা। নিজের বক্তব্য বলতে কোন ট্যাক্স লাগেনা। আর যারা এগোচ্ছেনা, তারা অবশ্যই পিছিয়ে যাচ্ছে।


*****


ভাবছি একটা আখড়া খুলবো। ছোটখাটো। জংগলের মাঝখানে। জংগল কি কেনা যায়? জানিনা।  সেখানে লোকজন পরীক্ষায় ফেল করলে বা জীবনে টাকা ইনকাম করতে করতে বোর ফিল করলে আসবে। আমরা একসাথে খাবো কঠিন, বায়বীয় জিনিসপত্তর। তরল নট এলাউড। রবীন্দ্রনাথ, আইনস্টাইন, টেসলা, জীবনানন্দ এসব নিয়ে আলোচনা হবে। যে অ আ ক খ জানেনা তাকে কোয়ান্টাম ফিজিক্স বোঝাবো। দেশ বিদেশের গান বাজনা আনপ্লাগড্ একটা ক্যাওড়া জ্যাম হবে দিনরাত। আমি শুধু মুড হলে গাইবো। নাহলে চুপ করে মাঝখানে একটা ছোট টিলার উপর একটা গামছা পরে গাছে হেলান দিয়ে বসে থাকবো। কেমন হবে??
ভাবুন, একটা রাত। চারিদিকে নিকষ কালোর অন্ধকার সবার অবয়ব কেড়ে ছায়া করে দিয়েছে। সবাই চুপ করে ঝিঁঝিঁ পোকার ডাক শুনছে। আর জোনাকির আলো জ্বলছে, নিভছে, জ্বলছে, নিভছে। শেয়াল ডাকছে৷ হাতি ডাকছে৷ আর চাঁদ উঠেছে.........


****


অলরেডি বেশ কিছু মানুষ ব্লক করে দিয়েছেন, কিন্তু তাতে কি লেখা বন্ধ করে দেবো? দেবোনা। আরো ভয়ংকর লেখা লিখবো। আজকাল একটা কথা শুনি শিক্ষক শিক্ষিকার হাতে বেত ফিরিয়ে দিন, তাহলে সমাজে আর রেপ-ভায়োলেন্স হবেনা, সমাজ পুরো শুধরে যাবে। এর থেকে হাস্যকর আর কিছু নয়৷ আমি তো মার খেয়েছি ছোটবেলায়, আমি কি তৈরি হয়েছি? একটা তারকাটা হিপোক্রিট অভদ্রলোক। আজ যাদের বয়স পঁচিশের উপরে তোমরা সবাই তো প্যাঁদানি খেয়েছো শিক্ষক, বাড়ির লোকের কাছে৷ কি তৈরি হয়েছো? একটা ফুটফুটে শিশু যার মনে ভায়োলেন্স নেই, আছে শুধু আর্ট। ফুলের মত সুন্দর। তার পেছনে দশ কেজির বই এর ব্যাগ ধরিয়ে দিয়ে বলেছো যা টিউশনে গিয়ে গাঁতা৷ স্কুল, কলেজে শিখতে হবেনা। ওটা জাস্ট এমনি সার্টিফিকেট এর জন্য। যার মনে ভায়োলেন্স নেই তাকে ছোট থেকে তুমি বেত মেরে ভায়োলেন্স এর পাঠ পড়াচ্ছো। প্রত্যেকটা শিশু ক্রিয়েটিভ, তার ক্রিয়েটিভিটি কেড়ে নিয়ে তোমরা চাকর বানাচ্ছো চাবুক মেরে৷ শিশুশ্রম নাকি বন্ধ?? কই আমার তো মনে হয়না। যে রবীন্দ্রনাথ নিয়ে এত কথা বলছো তিনি কি লিখেছেন জীবনস্মৃতি তে? "শাসনের দ্বারা, পীড়নের দ্বারা, কানমলা এবং কানে মন্ত্র-দেওয়ার দ্বারা আমাকে যাহা কিছু দেওয়া হইয়াছে তাহা আমি কিছুই গ্রহণ করি নাই। যতক্ষণ আমি আপনার মধ্যে আপনি ছাড়া না পাইয়াছি ততক্ষণ নিষ্ফল বেদনা ছাড়া আর কিছুই আমি লাভ করিতে পারি নাই। "
একটা শিশু কে তোমরা কি ভাবো? বোকা? তোমরা বোকা। "উলঙ্গ রাজা" পড়েছো? বুঝেছো কিছু? একজন শিশু যাই দেখে তাই শেখে। তোমার ট্যালেন্ট নেই শিশু কে হ্যান্ডেল করার মত। তাই বেত মেরে চুপ করাতে চাইছো। তোমার ট্যালেন্ট নেই তার প্রশ্নের উত্তর দেওয়ার মত। তোমার গাঁত মারা সিলেবাসের বাইরের প্রশ্ন। তাই চড় মেরে চুপ করাতে চাইছো। তুমি রোবোট না মানুষ সেটা ভেবে ঠিক করো আগে। তোমাদের দেখে মেকলে সাহেব হাসছে শুনতে পাচ্ছো কি??


*****


|| ফ্লার্ট ||

মুড অফ। তাই ফেসবুক খুলে বসেছিল পায়েল। এই ভরসন্ধ্যে বসন্তবেলায় ফেবু অন করলে যা হয়। এক এক করে " হাই বিউটিফুল", "হাই সোনা " এইসব মেসেজ ঢুকতে থাকে। আজো ঢুকছে। পায়েল এগুলো সিন ও করেনা। হঠাত্ একটা মেসেজে দেখলো লেখা - আজি এ বসন্ত দিনে বাড়ি ফেরো মাংস কিনে।
খিলখিলিয়ে হেসে উঠলো পায়েল। ছেলেটার নাম লেখা - ফাজিল ফাইনম্যান।
ডিপি তে পরমাণু বোমা বিস্ফোরণের ছবি। পায়েল রিপ্লাই দিলো একটা গম্ভীর ভাব এনে। "মানে? "
রিপ্লাই এল - ইভ টিজিং করার চেষ্টা করছি অনলাইনে।
- এইভাবে ফ্লার্ট শুরু করা হয়?
- ফ্লার্ট আমার হয়না। ফ্লার্ট করতে গেলেই ফার্ট বেরিয়ে যায়। সেদিক থেকে ভাবলে আমি ফ্লার্টিস্ট। ফ্লপ আর্টিস্ট।

পায়েল কিছুক্ষণ ভাবলো, তারপর ব্লক করে দিল।।



****

To my respected teachers, well-wishers, colleagues, friends, non-well wishers, haters,
I have decided long ago that i will not continue any kind of conventional educational course further.. I have withdrawn myself from any kind of rat race.. Today i am writing this publicly, because i am tired of some questions.. Please don't ask me about my career.. Or say such sentences like " i have destroyed my own career " in front of me.. Build your own career, best wishes.. Please don't think about me.. I have rejected this education system long ago.. I was just in little bit of confusion.. I had to reach somewhere.. I think i have destroyed my creativity enough.. This killing process has to be stopped somewhere.. If i have to regret later, that will be my own responsibility.. Everyone regrets at some point of life over some issues.. I have decided to live my life to the fullest without any kind of tension.. I love to know more .. And as i am free from the conventional education system, so i am free to learn anything.. I will learn whatever i want.. I will do whatever i want.. I will decide my own curriculum.. Thank you all for your kind hearted support..



****


স্কুল-কলেজ বন্ধ করা হয়েছে, আরো অনেক প্রতিষ্ঠানই বন্ধ হয়েছে। এর একটাই উদ্দেশ্য করোনা ভাইরাস এর সংক্রমণ যাতে কমিউনিটি স্প্রেড পর্যায়ে না পৌঁছায়। এটাকে আপাত দৃষ্টিতে অতিসতর্কতা মনে হতে পারে, কিন্তু এটাও মনে রাখতে হবে ইতালি এই স্টেপগুলো আগে নেয়নি বলেই সেখানে এই পর্যায়ে সংক্রমণ ছড়িয়েছে৷ এই ভাইরাসে মানুষ কম মারা যায় এটা ঠিক, কিন্তু এর সংক্রমণ করার ক্ষমতা এত বেশি যে শতকরা হিসেব করলে মৃতের সংখ্যা অনেক দাঁড়াবে। তাই এত আগাম সতর্কতা। সবাই এটা বুঝুন, এত প্রস্তুতি ব্যর্থ হবে যদি জনগণ সহযোগিতা না করেন। নাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। মাস্টারমশাইদের অনুরোধ, একমাস স্কুল কলেজ বন্ধ আছে বলে গ্রুপে প্রাইভেট টিউশন না পড়ানোই ভালো । কোথাও এই একমাস ঘুরতে যাবেন না। খুব প্রয়োজন ছাড়া দূরে কোথাও বেরোবেন না। ব্যাপারটা সেই একই দাঁড়ায় নাহলে। আপনার অসতর্কতার কারণে একটা কমিউনিটি সংক্রমিত হতে পারে৷ আতঙ্কিত হবেন না যেমন, তেমন প্রয়োজনীয় সতর্কতাও অবলম্বন করুন ।।



****


সাদা মনে একটি কালো প্রশ্ন -
বাংলা বলতে বলতে English Word Use করাটা Smart আর
Why are we called as বোকা বা মূর্খ, when we use বাংলা শব্দ in speaking ইংরেজি ??


****

ঘটনা ১-
Second World War এর সময় জাপানে সৈন্যর অভাব পড়ায় হঠাৎ যুদ্ধে মৃত্যুকে বিভিন্ন নাটক, সাহিত্যে গ্লোরিফাই করা শুরু হয়। যারা যুদ্ধে যেত তাদের প্রাচীন বীর যোদ্ধার উপাধি দেওয়া হত।

ঘটনা ২ -
দুদিন আগে অসুর বানানো ডাক্তারদের আজকাল  নেতা, অভিনেতা, খেলোয়াড় সবাই হঠাৎ ভগবান বানিয়ে বার খাইয়ে পোস্ট দিচ্ছে।

কনক্লুশন - দুটো ঘটনার কোন মিল নেই।

Credit- Suprabhat Das


****


কোনদিন চিন্তা হয়নি পাশের বাড়ির মানুষটা ঠিক আছে তো?
কিন্তু আজ হচ্ছে।
কোনদিন ভাবিনি মানুষ ধর্মের আগে,
আজ ভাবছি।
কোনদিন ভাবিনি যে বাচ্চাটি রোজ ইঁটভাটায় ইঁট বয়, তার শিক্ষার দরকার।
কিন্তু আজ ভাবছি।
যারা এসি তে বসে কফি খেতে খেতে বলশেভিক বুলি আওড়াতো,
তারা আজ মাটির খবর জানতে চাইছে।
আজ আমরা ভাবছি তারা কত অশিক্ষিত যারা রোগ বুঝেও ছড়ায়।
তাদের অশিক্ষার অন্ধকার আমাদের আলোয় তৈরি।
আজ ভাবছি তাদের ও স্বাস্থ্যের অধিকার চাই।
চাই সচেতনতা।
নাহলে আমরা কেউ বাঁচবোনা।
"যারে তুমি নীচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নীচে,
পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে।"



****


সমান্তরাল মহাবিশ্বতে মানুষকে ভাইরাস ও করোনাকে ভ্যাকসিন বলে ঘোষণা করা হল। ভুল পড়ছেন না। উহানে এখন দূষণ কমে গেছে। ভেনিসের জল স্বচ্ছ পরিষ্কার। কলকারখানা, রাস্তায় গাড়ি ঘোড়া বন্ধ থাকায় বায়ুদূষণ কিছুটা কমে গেছে।


****

রোগী বাঁচার সম্ভাবনা কম শুনে লামা (Leave against medical advice) করাতে চেয়েছে পেশেন্ট পার্টি, কারণ পার্টির সময় নেই হস্পিটালে থাকার। একদিন কাজ না করলে খেতে পাবেনা। যারা পেরিফেরি তে কাজ করেন, তাদের এরকম অদ্ভুত অভিজ্ঞতা প্রত্যেকের নিশ্চয়ই আছে৷ এরকম দেশে স্বাস্থ্য সচেতনতা কতটা বোঝাই যায়।
করোনা ভাইরাস নিয়ে মিডিয়া ও মানুষরা তাদের নিজের নিজের ফেসবুকের দেওয়ালে যেরকম সালমান খান বাদ দিয়ে উদ্বেগ প্রকাশ করছেন জনসাধারণের সচেতনতা নিয়ে,আমি তো এরকমই সচেতন দেশ দেখতেই চাই। তার সাথে এটাও চাই অপুষ্টিতে মৃত্যু নিয়েও কথা হোক। সবার জন্য স্বাস্থ্য নিয়েও এই সচেতনতা তৈরি হোক। স্বাস্থ্যখাতে অর্থ বরাদ্দ বাড়ুক। অপুষ্টি তে অনেক শিশু মারা যায় প্রতি দিন। মিডিয়া তে এত কথা হয়না। কারণ কোন এলিট জনগণ তাতে সরাসরি এফেক্টেড হন না। সেদিক থেকে করোনা ভাইরাস সাম্যবাদী। তবে জানবেন এটা প্র‍্যাকটিস্ ম্যাচ। এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর জন্য আরো বড় অসম লড়াই এই পৃথিবীর ভবিষ্যৎ প্রজন্মকে লড়তে হবে। আবহাওয়া পরিবর্তনের সাথে লড়তে হবে। সেদিন বেশি দূরে নেই।


*****


আমি আজ কোন ঋণাত্মক কথা লিখবোনা। সবার মুখস্ত। সবাই জানেন খুব শিগ্রী আমাদের গৃহবন্দী হতে হবে। কালকে আছে প্র‍্যাকটিস ম্যাচ। কিন্তু একটা উদ্দেশ্য বা স্বপ্ন ছাড়া এই গৃহবন্দী থাকা অভ্যেস করবেন কিভাবে। আমি তো স্বপ্ন দেখবো এমন একটা মহামারী, যুদ্ধ পরবর্তী পৃথিবীর যেখানে প্রত্যেক ঘরে একজন মিউজিশিয়ান থাকবেন। যারা রোজ সকালে ও বিকেলে ঘরের ছাদে উঠে মিউজিক চর্চা করবেন। প্রতিটা ঘরে মানুষ বই পড়বেন। কারণ টিভি আর মোবাইলে একই শো বারবার দেখে আর ভালো লাগবেনা। অনেকে তার হারানো শখ গুলো ফিরে পাবেন যেগুলো পেশাগত চাপে ভুলে গেছিলেন। কেউ আবার আঁকবেন, কেউ নাচবেন, কেউ গান গাইবেন, কেউ লিখবেন, কেউ পড়বেন, কেউ গাছ লাগাবেন ইত্যাদি ইত্যাদি।
সভ্যতার প্রসার ঘটাতে গিয়ে যে অরণ্য আমরা ধ্বংস করেছি সেই অরণ্য ফিরে আসার সুযোগ পাবে। গঙ্গার মত নদী ও সমুদ্রতট গুলো দূষণ মুক্ত হওয়ায় জীব বৈচিত্র‍্য বাড়বে। মানুষ হঠাৎ আবিষ্কার করবে তার নিজের জন্য পাশের বাড়ির মানুষের সুস্থতা প্রয়োজন। রোজ বিকেলে ছাদে গল্প করবে বাড়ির মানুষেরা সিরিয়াল ফেলে রেখে। সমাজে চিকিৎসক, শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, স্থানীয় কবি, লোকগীতিকাররা তাদের সম্মান ফিরে পাবেন। মানুষের এটেনশন স্প্যান বাড়বে। কর্ম ব্যস্ত জীবনে সিনেমা ফরোয়ার্ড করে দেখা বা গান প্রথম এক মিনিট শুনে রেখে দেওয়ার অভ্যেস কমবে। এখন সময়ই সময়। অনেক ভেঙে যাওয়া প্রেম ঠিক হয়ে যাবে। এই একাকীত্ব তাদের চাওয়া পাওয়ার সব হিসেব মিলিয়ে দেবে। আর প্রচুর নবজাতক একটা দূষণ মুক্ত পৃথিবীতে প্রথম শ্বাস নিতে পারবে। পরীক্ষাই শেষ কথা নই, জীবন অনেক বড়। সাফল্যের দৌড় মানুষের আত্মাকে করোনার থেকে ভয়ংকর সংক্রমণ করেছে সেটা মানুষ বুঝবেন।
আপনারা কি স্বপ্ন দেখছেন??


*****



জনগণ শুনতে পাচ্ছেন? ওই যে ওরা মিছিল করে আসছে শাঁখ, করতাল, থালা বাজিয়ে। ওই যে ওরা বিশ্বাস করে এখনো বিপদ অনেক দূরে ওরা স্লোগান দিতে বাকি রেখেছে - আসছে বছর আবার হবে। ওরা ইন্ডিয়া নয়৷ ওরা ভারত৷ ইন্ডিয়া আর ভারত যে আলাদা হয়ে যাচ্ছে আমরা এতদিন ভাবিনি। কি যায় আসে তাতে। ওদের খাওয়ার লোভ দেখিয়ে মিছিলে লাইন বাড়িয়েছি৷ ওদের টাকা দিয়ে জনসভায় এনে ব্যবহার করেছি। ওদের মদ খাইয়ে রাস্তায় ঢাউস বক্স বাজিয়ে উদ্দাম নৃত্য করতে শিখিয়েছি আমরা এতদিন আমাদের বিজয়োল্লাসে। ওরা এসব এপিডেমিও-লজিক্যাল কচকচানি বোঝেনা। সেই মিড ডে মিল খেয়ে আসা দিন থেকে ওরা থালা বাজানো বোঝে। থালা বাজানো মানে এবার খাবার আসছে। এবার হবে জয়োল্লাস।
আপনারা ঘুমাতে পারছেন? আমার তো ঘুম আসছে না। আগামী ভয়ংকর দিনগুলো দেখতে পেয়ে। আক্রান্তের সংখ্যা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে।  এই প্রশ্নগুলো নিয়ে ভাবুন। এই বিপদ কাটলে যদি ইন্ডিয়ার টনক নড়ে। তাহলে আগামী দিনে যখন আরো মারণ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া র আক্রমণ হবে আমরা সহজে রুখতে পারবো ।।


*****


মানুষ জরুরী পরিষেবার সাথে যুক্ত লোকেদের উত্সাহ দিতে থালা বাজাচ্ছেন। আবার বিভিন্ন দিক থেকে খবর পাচ্ছি, তারাই মেস বা বাড়িতে ভাড়া থাকা স্বাস্থ্যকর্মী, ডাক্তার বা নার্সদের চলে যেতে বলছেন। দোহাই সম্মান। যেসব সতীর্থদের বুক ফুলেছিল, কান্না আসছিল এই পোড়া দেশে তারা কি ভাবছেন?? করোনা সংকট তো একদিন চলে যাবে। এই অসভ্য সমাজের চিকিৎসা কে করবে?
 #Irony

****


||সরি স্যার, সকাল সকাল একটু হাই হয়ে গেছিলাম||
কলেজে পড়াকালীন রুমে যখন বলতাম এই প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন বিষয়টা খুব ক্রিয়েটিভ, লজিক্যাল এবং ইন্টারেস্টিং সাবজেক্ট, সবাই হাসতো ৷ আজকেও যা হয় সেদিনও তাই হয়েছিল,আমাকে তারকাটা বলতো এমনিতেই, আরো বলতো বেশি করে। পাত্তা দিত না। আমার রাগ হয়নি। আমিও হেসেছি। আমরা হেসেছিলাম কারণ টা আমার মতই তারাও নানা বোকা বোকা ঘটনার সাক্ষী, বিষয়টাকে কেন্দ্র করে। আমাদের বুঝতেই দেওয়া হয়নি পাশ করা ছাড়া এই সাবজেক্ট আমাদের নিত্যজীবনে কতটা জড়িয়ে। দুটো ঘটনা বলবো যাতে পরিষ্কার হবে। বুঝবেন ব্যাপারটা ভালো করে, আমরা তখন পার্ট ওয়ান এ পড়ি। অর্থাৎ প্রত্যেকের বয়স ন্যূনতম ২১ বছরের উপর। আমি আমার প্র‍্যাকটিকাল খাতা কিছু একটা সই করাতে গিয়েছিলাম এই বিষয়ের একজন ফ্যাকাল্টির কাছে। উনি একটা গ্রাফের ছবি দেখে বললেন বার থেকে পেনসিলের আঁচড় টা খানিকটা বেরিয়ে গেছে। আর বার এ নাম্বারিং করতে হবে। আমি তখন টেবিলে পড়ে থাকা একটা পেনসিল নিয়ে বার এ নাম্বারিং করতে উদ্যত হই। আমাকে তুমুল খিস্তি করা হয়৷ আমার মাথায় বুদ্ধি নেই, বেসিক সেন্স অফ এটিকেট নেই, ইত্যাদি ইত্যাদি। মানে আমাকে আবার হস্টেলের রুমে গিয়ে, ওই কাজটা করে আবার পরেরদিন এসে ওনাকে দিয়ে সই করাতে হত। যেহেতু উনি শিক্ষক, ছাত্র ছাত্রীকে শিক্ষার নামে হ্যারাস করা ওনার অধিকার।
বায়োস্ট্যাট এ ওই সিম্পল যোগ বিয়োগের কিছু তথাকথিত অংক থাকতো৷ যেটা নেট থেকে সূত্র দেখে নিলে একজন ক্লাস ফাইভের ছেলে ও পারবে। ভালো করে বুঝবেন ব্যাপারটা। আমরা প্রত্যেকে ফিজিক্স ও কেমিস্ট্রি সম্মিলিত জয়েন্ট এন্ট্রান্স এ ভালো র‍্যাংক করে আসা ছেলে মেয়ে। ক্লাসের পর ক্লাস ধরে আমাদের যোগ বিয়োগ করানো হচ্ছে। তারমানে হয় জয়েন্ট মিথ্যে। নাহলে এই সিস্টেম মিথ্যে।
এই এডুকেশন সিস্টেমে বিষয়টাকে নিয়ে খিল্লি হবেনা তো কি হবে? আমার বন্ধু হাসনু যখন এই বিষয় নিয়ে উচ্চশিক্ষার জন্য পড়তে গেল আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম। এরকম লোকজনদের দরকার। আমি আমার বন্ধুকে সেই রোলে দেখতে চাই। যারা হেলথ প্রোগ্রাম গাঁতাতে না বলে, ছাত্রদের মধ্যে ডিবেট ক্লাস করাবেন। কোথায় ঘাটতি আছে, কি নীতি প্রনয়ণ  প্রয়োজন। যারা এই প্রোগ্রাম গুলো সংসদে পাশ করান, তারা যদি বলতে পারেন, আমার মতে, সেরকম চিন্তা ভাবনার পরিবেশ সৃষ্টি করলে ছাত্র ছাত্রীরাও পারবে। ক্লাসে এসে কোন একটা রোগের কেস স্ট্যাট দিয়ে দেওয়া হল। এক মাস পরে এর কত সংক্রমণ হতে পারে, আলোচনা হোক্। পায়খানার মাপ নেবোনা কেন? অবশ্যই নেবো। ফিতে দিয়ে কিভাবে মাপতে হয়, সবাই জানে কম বেশি। কিন্তু কেন মাপবো সেটা কখনো ছাত্রের চোখের সামনে ভেসেছে কি?
দোষ কার? প্রফেসররা অনেক বেশি জানেন মানছি। কিন্তু কিভাবে পড়ানো উচিত সেটা কি বোঝেন? তাঁরাও ওইভাবে পড়ে এসেছেন, এখনো ওইভাবে চলছে। একটা কেরানীমারা বিদ্যে। একটা প্রোগ্রামের দশটা পয়েন্ট গড়গড় করে বলো ৬০% নাম্বার। হেলথ্ প্রোগ্রাম নিয়ে নিজের দর্শন জানাতে বলো, ছেলে মেয়ে চুপ। এই শিক্ষায় লাভ কি?
আজ সংবাদমাধ্যম কে আমরা ধমনী, শিরা গুলিয়ে দিয়েছে বলে খিল্লি করি। তারা কিন্তু এই কদিনে সাধারণ জনগণকে এপিডেমিওলজি গুলে খাইয়ে দিয়েছে। এটা তাদের ক্রেডিট। কোথাও তো একটা ঘাটতি আছে, স্যার। একটা ইন্টারেস্টিং জিনিস কে ইন্টারেস্টিং ভাবে পড়াতেই শেখানো হয়না। ছোট থেকে দুলে দুলে মৌমাছির জীবনকাহিনী পড়ানো হয়। তারপর অণু পরমাণু, উপপাদ্য, ইতিহাস, ভূগোল। কেন পড়বে তারা? শুধু নাম্বার পেয়ে ফার্স্ট আসার জন্য। কেন পড়বে? এই কেন টা প্রথমে বোঝাতে হয়। তারপর আমার মনে হয় ছাত্র রা অনেক বেশি বুদ্ধিমান হয়। কেন পড়তে হবে বুঝলে,নিজেও চাইলে পড়ে নিতে পারবে। আজ একটা স্কুলের ছেলের কাছে ইতিহাস ও একজন মেডিক্যাল ছাত্রের কাছে কমিউনিটি মেডিসিন দুটোই হাস্যকর। অথচ দুটো বিষয় কত প্রয়োজনীয়। দুটোই মানুষের দূরদৃষ্টি বাড়ায়। ইতিহাস মানে নোট পড়া নয়। ইতিহাস মানে তারিখের ক্যালেন্ডার গাঁতানো নয়। ইতিহাস মানে কাল ইতালি যে ভুল করেছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে, সর্বান্তকরণে লকডাউন কে সমর্থন করা। ইতিহাস মানে আজ আমাদের সভ্যতা ধ্বংস হয়ে গেলে আজ থেকে এক লক্ষ বছর পর কোন এক প্রজাতির দ্বারা আমাদের জীবাশ্ম থেকে আমাদের সভ্যতার গল্পগুলো আবিষ্কার করা। খুব বুদ্ধি লাগে এতে। মিউজিক, সাহিত্য, চলচিত্র এসব সৃষ্টি করতে অনেক বুদ্ধি লাগে যেটার এফেক্টে আপনারা হাসেন, কাঁদেন, অন্ধকার সময়ে চলার প্রেরণা পান। এসব কি বেসলেস ধারণা করে রেখেছেন। সায়েন্স নিয়ে কোথাও পায়নি, তাই আর্টস নিয়ে পড়ছে। আমার মতে একজন শিক্ষক তখনই সফল, যখন তিনি একজন ছাত্রের মধ্যে কি জানেনা র থেকে কি জানে সেটা বের করে আনতে পারেন, পাঠ্যবই পড়ানোর থেকে, আরো পড়ার জন্য অনুসন্ধিৎসা ও উৎসাহ তৈরি করতে পারেন। আমার জীবনে যারা কমবেশি এরকম এসেছেন, কখনো শিক্ষক, কখনো সহকর্মী, কখনও বাউল হিসেবে, তাদের প্রত্যেককে আমি সম্মান জানাই।।


****

সাম্প্রতিক ঘটনাবলী -
১) চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের শিক্ষিত বাড়িওয়ালারা তাদের ভাড়াবাড়ি থেকে চলে যেতে বলছেন। Ola, Uber, taxi স্বাস্থ্যকর্মীদের হস্পিটালে নিয়ে আসতে চাইছেনা।
২) লকডাউনের আগের মুহূর্তে ওষুধের দোকানের থেকেও মদের দোকানে লম্বা লাইন। যেখানে নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখার নির্দেশ আছে, সেখানে বাজারে চরম ভিড়।
৩) লকডাউন শুরু হওয়ার পরেও রাস্তায় ভিড়, চা র দোকানে আড্ডা, পাড়ার মাঠে ক্রিকেট ম্যাচ৷ যেখানে মেসি, রোনাল্ডো রা আইসোলেটেড। সেখানে ম্যাচ চলছে পাড়ায়। একজনের বক্তব্য - এমনিও বেকার হয়ে মরছিলাম, এখন খেলে মরবো।
৪) কিছু বাইরে থেকে আসা বাঙালিরা সব রকম সহযোগিতা করা সত্ত্বেও তাদের অকারণ মানসিক হেনস্তা। খাপ বসানো।
৫) এই মন্দার বাজারে নানা রকম জিনিস পত্রের কালোবাজারি, কুসংস্কার প্রোমোশান, অনাবশ্যক ও অতিরিক্ত খাবার, ওষুধ, মাস্ক, স্যানিটাইজার মজুত করে রাখা।
৬) থালা বাটি বাজিয়ে অভিবাদন জানাতে গিয়ে মিছিল করে বিজয়োল্লাস।
৭) এখনো চুরি, ডাকাতি, করোনা সন্দেহে মব লিঞ্চিং শুরু হয়নি, খুব শিগ্রি হবে।

We don't need Batman for this *ucked up society.. We need Joker.. I am sharing a movie dialogue delivered by joker to Batman in "The Dark Knight " -
" To them, you're just a freak, like me! They need you right now, but when they don't, they'll cast you out, like a leper! You see, their morals, their code, it's a bad joke. Dropped at the first sign of trouble. They're only as good as the world allows them to be. I'll show you. When the chips are down, these... these civilized people, they'll eat each other. See, I'm not a monster. I'm just ahead of the curve "...


*****


মাঝরাতের কবিতা। Night 2 of lockdown |
কেউ কি জেগে আছো? জেগে থাকা কাকে বলে আর ঘুমানোই বা কাকে বলে? না কাক বলেনা। সে শুধু কা কা করে৷ কাকা খুব ভালো পাস দিতো। আজকাল তো টুকেও পাশ করা যায়। সাল 2কে2কে। শালের বনে বুনো শুয়োরের বার্বি-কিউ।

©অবচেতন

*****

যখন এ যুদ্ধ শেষ হবে,
তখনো যারা থাকবে বেঁচে -
একটা নতুন পৃথিবীতে শ্বাস নেবে শিশু -
গলার তাবিজ খসে যাবে,
ব্রাত্য হবে যীশু।
তবে এই কদিনে চিনে নিতে হবে।

স্বার্থপর পাড়া চিনে নিতে হবে,
স্বার্থপর শিক্ষিত চিনে নিতে হবে।
স্বার্থপর ব্যবসায়ী চিনে নিতে হবে।
স্বার্থপর কর্মী চিনে নিতে হবে।
স্বার্থপর বন্ধু চিনে নিতে হবে।

যখন এ যুদ্ধ শেষ হবে -
তখন থালার কোণে পড়ে থাকা
কয়েকটা ভাত ও দামী হবে।
ওই ভাত ডাস্টবিন থেকে খেতে ছুটবে -
কুকুর ও কিছু মানুষ।
একদিনে বুঝে নিতে হবে -
দেশ কেন পিছিয়ে, দায়ী কে?
শুধুই নেতা, নাকি অতি সঞ্চয়ী ভুঁড়িওয়ালা ক্রেতা?
একদিনে বুঝে নিতে হবে -
আমার দুকামরার ফ্ল্যাটের বাইরেও -
একটা আকাশ আছে।
যেখানে বড় গোল পূর্ণিমার চাঁদ ছাড়াও -
ছোট কিন্তু উজ্জ্বল তারাগুলো
যেগুলো দূষণের ধোঁয়ায় এতদিন ঢাকা পড়ে যেতো-
তারা মিটমিট করে জ্বলে।
একটা পাখি আছে -
যে রোজ ব্যালকনিতে এসে বিশ্রাম নেয়।
একটা ফুল আছে যে রোজ পথের ধারে ফুটতে চায়-
কিন্তু কেউ এসে রোজ তুলে নিয়ে যায়।
একটা সমাজ আছে দুকামরার ফ্ল্যাটের বাইরে।
এটা বুঝে নিতে হবে,
সমাজ মানে বিয়ের সিঁদুর,
পরনিন্দা পরচর্চা বা নিয়ম নিষেধের র‍্যাপসোডি নয়।
সমাজকে বুঝে নিতে হবে,
শিক্ষা ও স্বাস্থ্য কেন
ফুটপাতবাসী থেকে মার্সিডিজ চড়া বড়লোক
সকলের জন্য জরুরী।
শুধু মদের দোকানের লাইন দেখে গাল দিলে কি হবে?
সমাজকে বুঝে নিতে হবে,
নাম্বারের থেকেও বড় মন কেন দামী?
যাদের রোজ একশোজন সেলাম না ঠুকলে
পেটের ভাত হজম হতনা -
তারা সবার থেকে আলাদা হয়ে ঘরের এক কোণে বসে।
যারা কোনদিন কোন সামাজিক অন্যায়ে ভয় পায়নি,
কারণ নিজের ফ্ল্যাটের দুকামরার ঘরে -
বউ বাচ্চার সাথে নিরাপদ তারা ভেবেছিল -
তারা আজ ভয় পাচ্ছে।
তারা আজ সমাজ নিয়ে ভাবছে।
তারা আজ সমাজের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলছে।

সবার শেষে প্রশ্ন করতে হবে -
করোনা তুমি আসলে কে?
ভাইরাস বলবে - আমি সমাজের আয়না।
সবাইকে স্বরূপ চেনাতে এসেছি।

প্রশ্ন করবে দামাল হাতি,
বনের মাঝখান থেকে যে রাস্তা চলে গেছে -
সেই রাস্তায় নির্দ্বিধায় প্রবল বিক্রমে শুয়ে থেকে।
প্রশ্ন করবে বন্য পশু পাখিরা-
যখন অতীতের সদাব্যস্ত স্টেশন টার্মিনাস,
শুনশান পেয়ে তারা জ্যামিং করবে।
এ পৃথিবী কারো বাবার একার নয়।
ওদের লকডাউন হয়নি।
মানুষের অহংকার ছিল -
যে তারা পৃথিবীর অধিপতি।
এতটাই অহংকার তারা বাঁচাবে প্রকৃতি।
নিজেকে বাঁচাও আগে হে ক্ষুদ্র প্রজাতি।
তুমি অসহায় এখন - দুর্বল, ভীতু, কাপুরুষ।
তুমি অনেক আগে মৃত, হে সমাজ।
অতি দর্পে রাবণ ও শেষ হয়েছিল,
একের পর এক আসবে এরকম যুদ্ধ।
হিপোক্রিট সমাজ, প্রস্তুত হও।।


*****


জিডিপি র সিংহভাগ যখন যুদ্ধক্ষেত্রে বা আমাদের দেশে পাকিস্তান কে জব্দ করতে ব্যয় হয়। বিদেশ থেকে ট্যাংক, ফাইটার প্লেন কিনতে কোটি কোটি টাকা খরচ হয় আর স্বাস্থ্যখাতে নাম মাত্র বাজেট পড়ে থাকে, তখন তালি দিয়েছো নাগরিক।
এবার তো শত্রু পাকিস্তান নয়, একটা ভাইরাস। এবার কাকে জব্দ করবে? এখন হাসপাতাল নেই, ব্যবস্থা নেই বলে চেঁচালে হবে? মেডিক্লেম করে রেখে নিজেদের নিরাপদ লাগছে এখন? ও নাগরিক, শুনতে পাচ্ছো?


****-


মাঝরাতের কবিতা। Night 4 of lockdown |
কখনো কোন রাত্রি আসে
প্যারাবোলার মত -
যার কোন শেষ নেই,
অথচ ঘুম আসেনা।
কখনো মনে প্রচুর কথার সুনামি আসে,
কিন্তু আছড়ে পড়ার বালুতট থাকেনা।
কখনো আমি বিজোড় সংখ্যার মত
আয়নার প্রতিবিম্বর দিকে চেয়ে থাকি -
ঈগলের মত।
প্রতিবিম্বের থেকেও আমি যেন নকল।
আমি কি চাই? কেন চাই?
বুঝে উঠতে পারিনা।
যেখানে আমির শেষ হয়
সেখানে বৃষ্টি নামে।
বর্ষাভেজা রাতে
একশো জনের ট্রাফিকে সবুজ আলো জ্বলে।
তবুও মনে হয় কি লাভ।
শিল্পী কে বা বোঝে?
একাধিক হলেও কখনো মেটেনা একা লাগার অভাব।

©অবচেতন


*****


Deep inside, i have nurtured a hope,
Despite all the disasters,
I'll see the open world again.
I'll again visit my home which is heaven.
I can hug my loved ones.
I can get high with my friends.
I don’t want anything else.
There is not enough money or degree -
To fill this emptiness.
There is not enough online events,
That can cure my senses .
Deep inside, i have nurtured a hope,
Despite all the fear and ignorance,
We will rise again.
I shall travel wherever i want,
To see the wild lives back,
I can sing infront of real audience.
We can sing together.
Together we can nurture,
A better world, a better future.
Meanwhile, many lives will be lost.
Many people will fight with hunger.
A smoke will arise from the ashes.
Some people with good heart remain,
We will build the world once again.

©Suprabhat

****


মাঝরাতের কবিতা | Night 6 of lockdown |

বাংলার মুখ আমি দেখিয়াছি,
তবুও পৃথিবীর মুখ দেখিতে চাইছি আজ,
অন্ধকারে জেগে উঠে চেয়ে দেখি,
একশোটি সবুজ আলো জ্বলিতেছে চ্যাটবক্সে।
আমার হাই ওঠেনা, একেবারে ঘুম পায়।
ঘুমের মাঝে আমি হাঁটতে থাকি।
অনেক হেঁটেছি আমি,
নিশীথের অন্ধকারে,
কুহকী নিয়নে মোড়া পথ ধরে৷
না জানি কেন রে এতদিন পরে,
নয়নবারি আসিতেছে আমার পাড়ার মোড়ে,
অশ্রুসজল আঁখিপল্লব কুসুমের কাছে বেলা বোসের নাম্বার চায়,
না টুনিকে মিসকল দিবেনা,
করোনা কলারটিউন শুনিবেনা বলিয়া বার্তা পাঠাবে মাত্র।
আরব সাগরের জল ফুলিয়া ফাঁপিয়া উঠিতেছে।
লিঙ্গ ছোট বলে সমাজ হইতে ঠেলিয়া দিতেছো দূরে,
অথচ,
ভূকম্পের প্রক্সি দিতেছে একটি পিঁপড়ের থেকেও ছোট্ট ভাইরাস।
আর আমি কি করিতেছি?
ক্লান্ত বদনে অংগুলি চালনা করিয়া বাল বকিতেছি।
আর তোমরা হাসিতেছ।
বিকৃত বদনে ক্যালানের মত।

একশোটি সবুজ আলো জোনাকির মত আমার পিছনে লাগিয়া থাকে,
সবাইকে চিত্কার করিয়া কহিতে চাই,
ফুল ফুটে গেছে, তবুও বসন্ত আসে নাই।
ওরে জাতিভেদ ভুলে যা।
গুরুচন্ডালী দোষ নয়।
একটি বঞ্চিত নাগরিকের ভাষা মাত্র।
একশোটি জোনাকি তখনো তাড়া করছে।
তবু আমার মুখ ফোটেনা।
আয়নায় দাঁড়িয়ে প্রশ্ন করি?
তুই কি নারী?
তোর কি মুখ ফাটে কিন্তু বুক ফাটেনা ভারী?
সরি, ভুল করিয়া মিসটেক হইয়া গেল।
তোর কি বুক ফাটে কিন্তু মুখ ফোটেনা?
আয়না বলে, এতদিন কোথায় ছিলেন?
পাখির নীড়ের মত চোখ তুলে আমি কহিলেন,
কে বা হিরো আর কে বা ভিলেন?

©অবচেতন


******


মাঝরাতের কবিতা। Night 007 of lockdown।
পেঁচা ডাকছে কানের মধ্যে। হাম্বা হাম্বা করে। আর অম্বাকে ধরে রথে তুলে নিয়ে চলেছেন পিতামহ ভীষ্ম। সে এক মায়াবী দৃশ্য। বালিবোড়া নয়, জলঢোঁড়াও নয়, এনাকন্ডার দেশে এন্যাইহিলিন পিস্তল নিয়ে আমি রেনকোট পরে হেঁটে চলেছি৷ জলের উপর ছলাৎ ছলাৎ শব্দ হয়। কিন্তু ময়না কোথায়? তাকে কেউ কি মিসকল দিয়ে ডেকে দেবে? যারা শূয়োরের মত গান্ডে পিন্ডে গিলে আমার এই লেখা পড়েও গালি না দিয়ে যায় তারা কে? কে তুমি রমণী শকুন্তলা? গলায় বকুল মালা। বল বীর, বলো উন্নত মম শির। কেন তুঙ্গভদ্রার তীরে কি পাবলো আসেনি? সে হাঁটতে হাঁটতে এখনো বনলতা সেনকে খুঁজে পায়নি। মাধবীলতাকে ও পায়নি৷ ও এখন অনাহারে, কিন্তু ওর চোখ দুটো ইস্পাতের মত ধূসর। আমার ফুচকা দোকান বন্ধ। জানিনা অপু আর দুর্গা কি খাবে? রেলগাড়িও বন্ধ যে রেলের শব্দে ওদের ঘুম আসবে। এইসময়ে স্পক কে দরকার ছিল। জন স্নো কে দরকার ছিল রাস্তা পাহারা দেওয়ার জন্য। ওরে তোরা কেউ বলে দে সখা সখীগণকে ডেকে, আমি রাইলি ব্লু র প্রেমে পড়েছি। জুড়ে থাকি টেলিপ্যাথি দিয়ে আর এঁচড়ের মত পেকে যাই। যাই হোক্, আমার তার কাটা হতে পারে, কিন্তু পাগল নই।।

©অবচেতন


*****


কয়েকদিন আগে আমার এক স্কুলের ব্যাচমেটের বাড়ি গিয়েছিলাম। সে মিউজিশিয়ান। নাম করলাম না। তার বাবা আমাকে ডেকে কয়েকটা প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটা ছিল - "তুমি দেশের জন্য কি কাজ করার কথা ভাবো? "
প্রশ্নটা এই প্রথম শুনলাম না৷ উত্তর টা ওনাকে দিয়েছিলাম। আগে যারা করেছে তাদেরকেও একই উত্তর দিয়েছি। প্রশ্নটা কমন পড়ে গেছিল। তবে উদাহরণ দিইনি। আজ দিচ্ছি। তবে ঘটনাটা একটা নয়। প্রতিদিন ঘটছে আমাদের দেশে কোথাও না কোথাও।
ইন্দোরে কয়েকজন স্বাস্থ্যকর্মী কোভিড-19 এর স্ক্রিনিং এ একটি পাড়াতে ঢুকতে তাদের উপর ইঁটবৃষ্টি শুরু হয়। লাঠি, রড যা হাতের কাছে পায় ছুঁড়ে মারতে শুরু করে জনতা। কয়েকটি ভিডিও দেখলাম, তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে, যে ভিডিওটি করেছে সে বলছে - "বারবার খুজানে আ রহে হ্যায়, *তিয়ে। " ভিডিওটির সত্যতা আমি যাচাই করিনি। তবে এটা যে খুব স্বাভাবিক আমরা জানি।
 হায়দ্রাবাদে যেমন হাসপাতালেই আক্রমণ হল করোনা রোগী মারা যাওয়াতে।
এই ছোটলোক জনতার জন্য স্বাস্থ্যকর্মীরা সংক্রমণের ঝুঁকি নিয়ে যে কাজ করছে এখনো সেটাই ভালো, নাহলে দেশ লাশে ছেয়ে যাবে। এই দেশের জন্য অতিরিক্ত কিছু করতে আর মন নেই।।


*****


মাঝরাতের কবিতা |  Night 10 of lockdown |
একজন দিনমজুরের পেটের ভাত বলছি,
একজন খেতের চাষীর রেশনের ডাল বলছি,
একজন শ্রমিকের মাইলের পর মাইল হেঁটে -
ছিঁড়ে যাওয়া হাওয়াই চটি বলছি,
দশজন ফুটপাথবাসিকে লাইন করে পথে বসিয়ে,
গায়ে ছড়ানো সলিউশনের অণু বলছি।
ওরা আজ সম্মান পেল৷
এতদিন কোন কৃষক আত্মহত্যা করেনি।
কোন শ্রমিক গণপিটুনির শিকার হয়নি।
আজ মরতে পারে নতুন করে, তাই এত ব্যবস্থা।
তবে যে তুমি বলেছিলে কবিতার দেশে ছন্দ লাগে,
নিয়ম লাগে,
সব কি মিথ্যে ছিল?
কেউ যদি কোন কথা লিখে পুলকিত হয়,
কেউ যদি কোন ভাষা আবিষ্কার করে আনন্দ পায়।
সেটা কবিতা নয়?
মানে আমাকে একটা সমাজে থেকে,
সমাজেরই তৈরি করা ,
 ম্যানুয়াল মেনে নিজেকে একটা রোবোট বানাতে হবে।
বানাতেই হবে।
তবে লোকে আমাকে সামাজিক বলবে।
নাহলে, আমি পাগল।
আমি বাঁদরের মত গাছের ডালে উল্টো হয়ে ঝুললে, আমি পাগল।
আমি মাটিতে বসে উলঙ্গ হয়ে গিটার বাজালে, আমি পাগল।
আমি মুক্ত শিক্ষা নিয়ে গান লিখলে, আমি পাগল।
আমি স্বপ্ন নিয়ে ভাবতে চাইলে, আমি পাগল।
আমাকে নিয়ে অন্যের মতামতের থেকে নিজের ইচ্ছে নিয়ে ভাবলে বেশি, আমি পাগল।
আমি শিক্ষাকে জীবনে প্রয়োগ করলে, আমি পাগল।
আমি সবাইকে ভালোবাসলে, আমি পাগল।
আমি ঘৃণা করতে না জানলে, আমি পাগল।
সক্রেটিস, প্লেটো, লালন, ভ্যান গঘ্, মোজার্ট, টেসলা, জীবনানন্দ সবাই পাগল ছিল।
আর তুমি, তোমরা শুধু স্বাভাবিক ছিলে?
তা স্বাভাবিক থেকেও সমাজের কোন কেশটি বাঁকা করেছো হে গুনী?
কতজনের দর্শনকে প্রভাবিত করেছো ?
তুমি গুগল থেকে জ্ঞান ঝাড়ছো?
অনুভূতি আছে তোমার ?
আটলান্টিকের থেকেও অনেক গভীর এক অনুভূতি।
ঢাকুরিয়ার লেকের পাড়ে বসে,
তুমি এন্ড্রোমিডার কোন এক গ্রহের এক প্রাণকে অনুভব করতে পারবে?
তুমি শিল্পী? প্রেমের গান লেখো?
আমি তুমির বাইরে বেরিয়ে দেখো পৃথিবীটাকে বান*দ।
বাবী দা, একটা এমন মিউজিক বানাতে হবে বুঝলে,
যার কোন নিয়ম নেই৷
যেটা শুনে মনে হবে, টাইটানে বসে সালফার বেসড্ লাইফ ফর্মের সাথে যুদ্ধ করতে গিয়ে নাকে সালফারের গন্ধ পাচ্ছি।
যেটা শুনে মনে হবে, খোলা ছাদে বসে সাইবেরিয়ার বাঘের শীতের শিহরণ বুঝতে পারছি।
যেটা শুনে নিজেকে উদ্ভিদ মনে হবে।
এই অন্ধকার দম বন্ধ ঘরে কি এরকম ছবি আঁকা সম্ভব ??

©অবচেতন


*****


আমার ঘরের আলো কবে নিভে গেছে,
আমার লাশ অনেকদিন ধরে -
কড়িকাঠে গোরু বাঁধার দড়িতে ঝুলছে।
আমার পেছনে অনেকদিন আগেই মোমবাতি গোঁজা আছে।
খুব ব্যথা হচ্ছিল৷
এখন বুঝলাম আমি একা নই৷
অনেকের ব্যথা হচ্ছে।

©অবচেতন


******


মাঝরাতের কবিতা | Night 12 of lockdown |
ইলেকট্রনের মেঘে ঢাকা আমার মন,
কালো কুঠুরিতে অনিশ্চিত গতিবিধি,
ঋণাত্মক জীবনে এটাই বিনোদন,
মস্তিষ্ক কার, কতটা স্তিতধী।
যে যার এজেন্ডা নিয়ে অনুভূতি ভুলে,
সবাই জীবন্মৃত ভীড় ও মিছিলে।
যুদ্ধক্ষেত্রে বন্দী সৈন্যের মত -
গায়ে ধুলো লেগে দিন গুনি।
আমার কোন বাড়ি নেই,
আবার গোটা পৃথিবীটাই আমার বাড়ি।
এই কুরুক্ষেত্রটাও আমার বাড়ি।
আমার কাছে বেয়নেট নেই,
রাইফেল নেই।
আছে দশটা আঙুল,  বারোটা স্নায়ু।
তাই দিয়েই যুদ্ধ চলে।
 দিনরাত অবসরে,
ছটা তার কথা বলে।
চারিদিকে নেগেটিভ শুধু।
ক্যামেরার ডিজিট্যাল যুগে,
আর নেগেটিভ লাগেনা।
ওতে কোন কাজ নেই।
তাই সভ্যতার ধ্বংসস্তুপে বসে -
প্রেমের গান গাই।
সোনার হরিণের মায়াবী ঘ্রাণ,
মাথাকে অবশ করে দেয়।
ঘুম আসে তারপর।
যেভাবে রাত্রি নামে পৃথিবীর বুকে।
জানিনা আবার জাগবো কিনা।
সূর্যও জানেনা আবার উঠবে কিনা৷
তবু কোন এক্ কুহকী আশায়,
চোখ বুজি।

©অবচেতন

****

মাঝরাতের কবিতা | Night 13 of lockdown |

আত্মীয়রা বলেছিল,
জয়েন্ট টা Pass কর তারপর লাইফ সেট।
জয়েন্ট পাশ করলাম।
লাইফ সেট হল কিনা জানিনা,
পদে পদে ডেথ সেট হয়ে গেল।
আমি ভাবলাম -
তবে কি ওরা মিথ্যে ছিল?
আসলে আমি বুঝিনি কথাটার মানে।
আজ বুঝেছি।
যখন রাত নটায় ধোঁয়া উড়ল আগুন থেকে।
আকাশে বাজি ফাটছে।
কি আনন্দ।
আমরা একসাথে আছি।
কি আনন্দ।
কত লোকের কাজ চলে গেছে,
আমি লকডাউনের শেষে আবার ফিরবো পদে,
আমার চিন্তা কি?
আজ নাহয় ভালো পদ খাই।
তবু আমরা একসাথে আছি।
আমরা কেউ একা নই।
কত পরিযায়ী শ্রমিকদের লাইন দিয়ে বসিয়ে,
গায়ে সলিউশন ছড়ানো হচ্ছে।
আর বিদেশী পরিযায়ী পাখির পাড়াতে গিয়ে গান গাইছি।
পতাকা উড়ছে।
পতাকার তলার বেদীতে মোমবাতি জ্বলছে।
আর আলোর নীচে গভীর অন্ধকার থালা বাজাচ্ছে।

©অবচেতন


*****


বসিয়া রহিনু তটিনী তিমিরে, গবিনী আমার পূর্ণ।
অশ্লীলতায় লাভ কি, ভকতি সারকাজমেই চূর্ণ।
বেণুবনে হেরি জ্বলিতেছে দীপ, উড়িতেছে কত ফানুস।
মানুষের মৃতদেহের উপর নাচিতেছে আজ মানুষ।
ভকতসকল উল্লাসে মাতে, ইহা গোদীজীর জয়।
মাকু ও করোনা জ্বলিতেছে সাথে, তাই বুঝি মনে হয়।
রঙ্গ চলিছে জীবন লইয়া, অস্ত্র স্টুপিডিটি।
একুশ হইতে মধ্যযুগে সমাজ ও গিরিগিটি।

© অবচেতন


****

Remember the movie scene of "Baby".. When personal assistant  of a minister said, " Voh to marenge hi, unka to kam hai marna ", Akshay Kumar closed the door and slapped him..
I am not fond of these type of movies.. I am also not denying the fact life is not movie.. But someone has to slap.. We all have to slap.. Now


*****


মাঝরাতের কবিতা | রাত্রি চৌদ্দ |
আমি মৃদুমন্দ সমীরণে মোহিত হইয়া,
বলাকা হইতে দলছুট পাখি৷
বলাকার পঞ্চান্ন জন বালক নির্বাসনে।
স্বাস্থ্যকেন্দ্র ও পাঠশালা বন্ধ।
যাহারা আঁখি থাকিতেও অন্ধ,
তাহাদের দর্পণ লইয়া দর্প করিতে নাই।
খচরমচর শব্দ লতায় পাতায়,
মধুর মাধুরী কথায় কথায় ,
কর্মে বিপরীত।
পশ্চাতে তব প্রতীক্ষায় বেণুদন্ড,
এলিট তুমি, বা**দ ডিগ্রীধারী।
আপনি ছিদ্রে আঙুল দিয়া ভাবিতেছো তুমি নিরাপদ।
যামিনীর ন্যায় তব নিঃস্তব্ধতা ,
সূচের ন্যায় বিঁধিতেছে।
আমাকে যুদ্ধে ঠেলিয়া, রিপোর্ট অন্যের কাছে বাঁধা।
তুমি অমেরুদন্ডী শুধু নয়, তুমি বোকা*দা।
তুমি উল্লাসে মাতিয়া প্রমাণ করিয়াছো,
তোমার বিবেক নাই,
তুমি আসলে একটি মুখোশধারী কীট।
শেষে সবার জন্যই কাটা থাকিবে টিকিট।

©অবচেতন


****-


প্রেমিক- প্রেমিকার প্রতীক্ষার থেকেও,
একজন সৈনিকের যুদ্ধশেষের প্রতীক্ষা আর একজন স্বাস্থ্যকর্মীর প্যান্ডেমিক শেষ হওয়ার প্রতীক্ষা অনেক বেশি রোমান্টিক।


***-

People don't prefer art,
People like celebrities.. Even they love, criticise their lifestyle.. But not art..

*****


যে বাড়িতে আকাশ ঢেকে দেওয়া হয়,
সেই বাড়িতে কোন কবি থাকেনা।
যে বাড়িতে উন্নয়নের জোয়ারে -
দেওয়াল থেকে ছবি ছিঁড়ে ফেলা হয়,
সেই বাড়িতে কোন শিল্পী থাকেনা।
যে বাড়িতে না খেটে টাকা ঢোকে,
সেখানে আনন্দ থাকেনা।
যে বাড়িতে বুদ্ধি-যুক্তি চর্চার বদলে,
বস্তাপচা সিরিয়ালের -
মাংস রান্না হয় সেই রান্নায় স্বাদ থাকেনা।
যে বাড়িতে সুবিধে বুঝে নিতে আত্মীয়তা বাড়ে,
সে বাড়িতে কেউ আপন থাকে না।
একটা একলা ছোট্ট একচালা বাড়ি আর বাগানেও,
স্বর্গ লোকাতে পারে।
একটা স্বল্পায়ু জীবন হতে পারে নান্দনিক সওগাত।
আকাশচুম্বী লাখ টাকার অট্টালিকায় নামতে পারে,
শ্মশানের নিস্তব্ধতা।।

©অবচেতন



*****


মাঝরাতের কবিতা | Night 19 of lockdown |

কিছু ভালো লাগছেনা | তোমার, আমার কিছু ভালো লাগছেনা৷ আজ বুঝতে পারছো কিভাবে আর্ট বেরোয়?যখন এক দমবন্ধ পরিবেশে, চারিদিকের দেওয়াল চেপে ধরে, সমাজে তোমার যাওয়া আসা বন্ধ হয়- স্পষ্ট বোকা*দার স্থান হয় ঘরের এক অন্ধকার কোণে,
তখন একটা চাপা কান্না কে যে ফুটিয়ে তুলতে পারে,
সেই আর্টিস্ট৷ বাকি আমরা বারবার বলতে থাকি,
কিছু ভালো লাগছেনা৷ কখন ঘুমাচ্ছি, কখন জাগছি,
কিছু হিসেব নেই। ক্লান্ত শরীরে জানালা দিয়ে তাকিয়ে ভাবি- ওই যে ঝিলের পাশের গাছটাতে পেরেক মেরেছো,
তোমার গায়ে যদি ওরকম পেরেক মারা হত, কেমন লাগতো ?? ওর প্রতিবেশীদের উদবাস্তুর মত তুলে পুড়িয়ে দিয়েছো। যে দেশ ভাইরাস আসার অনেক আগেই, নানা অযুহাতে ভঙ্গুর, সেই দেশে বড়লোক হয়ে লাভ কি?
যে নীতি বিপর্যয়ের মুখে পিকাচুর মত কার্টুন লাগে,
সেই নীতিমালা তে শ্যাওলা পড়েছে বুঝতে হবে।
বনে গিয়ে বিড়ি ধরাতে গিয়ে - বা**দের মতো আগুন ধরাচ্ছো। সুন্দরবনকে ধর্ষণ করে হাব করবে ভাবছো।
নেচার ছেড়ে দেবে তোমায়? পালিয়ে যাবে কোথায় ওহে শিক্ষিত ডিগ্রীধারী। তোমার ডিগ্রীগুলো স্যুটকেশে ভরে গঙ্গার জলে ছোঁড়ো আগে, তবে যদি কিছু বোধবুদ্ধি হয়। তোমার ডিগ্রী চাই, কারণ তুমি নিজের জ্ঞান নিয়ে সন্দিহান। তোমার কোন একটা চকচকে ইউনিভার্সিটির ভ্যালিডেশন লাগবে। তবে তুমি জ্ঞানী বলে বার খাবে। সমাজ কে বলবে আমি *ড়া লন্ডনে গিয়ে বারে রকেট বানাই। আমি স্টকহোমে বসে আইনস্টাইনের সাথে লুডো খেলি। আমি আমেরিকায় বসে *ল গুনি। আর এদিকে দেশে অশিক্ষার অন্ধকার বাড়তে থাকে। ভাইরাসের সংক্রমণ একদিন তো কেটে যাবে। রাজনীতি, ধর্মের নামে বজ্জাতির সংক্রমণ কাটবে কবে? আমিত্ব, স্বার্থপরতার বিষ কাটবে কবে?
নেচার কাউকে ছাড়বে না।
প্রত্যেকটা পেরেকের বদলা নেবে। আর তুমি নির্বোধের মত স্কোরকার্ড মেলাবে। দিনের শেষে বলবে ওটা আউট ছিলনা।

©অবচেতন


*****

পাঁচ মিনিট

"বিষ টা খাওয়ার আগে একবার আমাকে বলতো!! " কথাটা শেষ করতে না করতেই গলা ধরে এলো কিরণ এর। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এর বাইরে ...