Sunday, February 6, 2022

সমাপ্তির সপ্তমে

 ভালোবাসা মিথ্যে, 

চারিদিকে যা কিছু নিয়ে 

গান-কবিতার বনলতারা জাল বোনে,

বন্ধুত্ব, সুখী পরিবার, 

পৃথিবীর সব মায়াজাল মিথ্যে।

বাস্তবের ভারচুয়াল রিয়েলিটি সরালে,

একটাই সত্যি পড়ে থাকে-

মৃত্যু।

ধরা যাক্, আমি এক্স বছর বাঁচবো।

বাকি ঠিক ওই কটা দিন আমার হাতে।

আমি মারা গেলে-

আমার কাছে পৃথিবী শেষ,

আর পৃথিবীর কাছে আমি। 

তখন কেন আমি, আর কত;

এই প্রশ্নগুলোর কোন দাম থাকেনা। 

মানব সভ্যতার শুরু থেকে,

এই মিথ্যে গুলো সাজানো হয় -

যাতে মানুষ কষ্ট পায়। 

মাঝরাতে ফুঁপিয়ে কাঁদে। 

ভোররাতে মাথা একলা ঘরে চুপচাপ 

 দুটো হাঁটুর মাঝে গুঁজে বসে -

অপেক্ষা করে সকাল হওয়ার

আর স্মৃতিরা দমকা হাওয়াতে, 

রুমাল উড়িয়ে নিয়ে যায়।

এ পৃথিবী থেকে একদিন একা চলে যাবো,

সবার মতো।

কিছুই নিয়ে যাবোনা,

কিছুই রেখে যাবোনা,

কিছুই পাবোনা,

কিছুই হারাবোনা। 

তাই মাঝের মিথ্যে যতদিন,

প্রাণপণে কাজ করে যেতে হবে।

একটার পর একটা কঠিন লক্ষ্যভেদ,

অর্জুনের মত পাখির চোখ করে -

হাসিল করার ব্যস্ততায় মেতে থাকতে হবে।

কে কি ভাবলো,

কে কি করলো,

আমি কি চাইলাম আর কি পেলাম,

এসব মিথ্যে হিসেবের পান্ডুলিপি ছেড়ে, 

বস্তাপচা কফিনে শান্তির ঘুম এনে দাও।। 

No comments:

Post a Comment

পাঁচ মিনিট

"বিষ টা খাওয়ার আগে একবার আমাকে বলতো!! " কথাটা শেষ করতে না করতেই গলা ধরে এলো কিরণ এর। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এর বাইরে ...