উপহারে পাওয়া অপমান যত,
সময়ের সাথে গভীর যে ক্ষত।
যে যেটা নয়, পেয়েছে প্রকাশ,
হলাম নিখোঁজ, নেই আর আশ।
যে কখনো বাসেইনি ভালো,
তাকে পেলামই বা কবে,
কবে বা হারালো !?
যে যেখানে, ভালো থাকা যাবে,
পেয়েছো কাউকে -
বেশ তো, তোমরা ভালো থেকো তবে;
পলাশের বনে কলরব শত -
আমিও ভালো আমার মতো।
No comments:
Post a Comment