আমি তো কবেই চুপ করে গেছি,
চুপ করে গেছি একদম চুপ -
কি যে করি, কি যে ভাবি,
এত অনুরোধ, কাকুতিমিনতি,
তবুও পরীক্ষা দিয়ে যেতে হয়।
ক্লান্ত লাগে,
নোটপ্যাড ভরে ওঠে৷
ভেতরে বোবা কান্না ;
আর বাইরে আর কথা বলিনা।
চুপ করে গেছি, একদম চুপ।।
(৪ঠা জুলাই, ২০২০)
*****
নিষিক্ত নদীর তীরে এভাবেই সন্ধ্যে নেমে আসে,
মুক্ত পাখি বিষাদ-বাসায় ফেরে -
বটের ছায়া রাস্তার আঁধারে মিশে যায়।
এক না হয়েও তারা এক।
বৃষ্টি নামে দরজার আড়ালে -
নীরবে নিশ্চুপে ।।
(২৬ আগস্ট, ২০)
*****
সব নদী সাগরে মেশেনা,
কিছু কিছু নদীপথ তার আগেই শেষ হয়।
বাকিটা পথ শুধু মায়ার বাঁধনে কেঁদে মরে,
সবাই তাকে সমতল বলে জানে,
তাছাড়াও সে সজল উপত্যকা।
সবুজ সমারোহের আড়ালে -
বয়ে যায় বোবা কান্নার ফল্গুধারা।।
(২৬ আগস্ট, '২০)
*****
এ প্রাণের শেষ নেই কোন,
শুধু এইটুকু জেনো -
যখন ব্রম্ভান্ডের শেষে কোন শরীর রবেনা,
সেইখানে আমি কোন এক গোপন মাত্রার বীজে -
নিজের অস্তিত্ব প্রমাণ দিয়ে যাবো।
সব ধ্বংসের শেষে একদিন আবার বিগ ব্যাং হবে,
আবার শুরু হবে সৃষ্টির টিভি সিরিজ ;
ফিউসন এর ফ্যাশনে -
নক্ষত্র এর ভ্রূণ নেবে জরায়ুতে স্থান।
আমি সেদিন ও রয়ে যাবো উজ্জ্বল, অম্লান।।
(২০ ফেব্রুয়ারী, '২১)
*****
মনের কথা বলার অনেক থাকে,
শুধু শোনার লোক নেই,
তাই অন্ধকারে চুপচাপ-
বসে ভাবি,
আসলে সবাই বদলেছে নাকি শুধু আমি?
এ নিথর মন কাউকে আর ভালোবাসেনা,
তাই দুঃখ পায়না,
আনন্দ পায়না,
ভয় পায়না,
সাহস পায়না।
আমি প্রাণ মৃত।
জীবিত এক দেহে রক্ত সঞ্চালিত।।
(৩১ মার্চ, '২১)
*****
সবাই বলে, কেন পালটি খেলে।
যে সমাজে মজা না করলে দুঃখ দাম পায়না,
আবেগ দেনাগ্রস্থ জর্জরিত -
সেমিকোলনের মত ঘুরপাক খায়।
সেখানে পালটানোই ধর্ম।
বেঁচে থাকতে গেলে কখনো নিজেকে মারতে হয়।।
(৩১ মার্চ, '২১)
*****
এত সংগ্রামের মাঝে এ তুচ্ছ প্রাণ-
ভুলে গেছি হাজার অসম্মান,
সব সুখ শান্তি মিথ্যে নিওনের আলো-
মৃত্যুকেই লাগে আজ সব থেকে ভালো।
হয়নি সারা অনেক কাজ,
মৃত্যুর অধ্যায় তবু শুরু হোক আজ -
নিজেকে সরিয়ে নিলাম,
এই বাস্তব পৃথিবীর সকল হিসেব থেকে।
মহাকালের কোলে শেষ নিদ্রা থেকে বিদায় সম্ভাষণ।।
(৩১ মার্চ, '২১)
*****
সেদিন দেখা হয়েছিল কলেজের বন্ধুর সাথে,
জানতে চাইলো - কোথায় থাকিস আজকাল!
কোন খবর নেই যে তোর।
আমি হেসে কথা এড়িয়ে গেলাম।
আমার আজকাল আর কিছু বলতে ভালো লাগেনা।
হিমালয়ের মত নীরব শীতলতা আমার চেতনাময়,
মারিয়ানা ট্রেঞ্চ এর অতল গভীরে হারিয়ে গেছে -
হাজার শব্দ, কষ্ট অব্যয়।
যখন আমি বলতাম, কেউ শুনতোনা।
একে একে সবাই ট্রাফিকের আলোর মত পালটে গেছে।
আমি পাল্টালেই শুধু দোষ।
আমিও মানুষ,
পালটানো আমার ধর্ম।।
(১৭ এপ্রিল, '২১)
*****-
বন্ধু, নারী, স্ত্রী, সহোদর ভ্রাতা -
শিক্ষক, পরিজন পিতা ও মাতা,
মিথ্যাচারে জর্জরিত প্রেমের ভ্রূকুটি,
একলা জীবন একমাত্র সত্যি,
সংসার সম এই যে অন্ধকূপ-
বাকি সব মিথ্যের নানা রূপ।
আসলে যে কেউ নাই, সবাই যে যার,
কাউকে আর কহিবনা কিছু,
আপন জগতে আমি একা,
নিজ অবয়বে শুধু স্রোতে বয়ে যাই৷
মিথ্য কথার এই শহরে -
আমি এক সুতোকাটা ঘুড়ি।।
(২৬ এপ্রিল, '২১)
****
এই আকাশে এত যে তারা,
কোন তারা নিভে যায় একদিন,
নিরুদ্দেশের মহাকাশে ব্রাত্য।
কেউ জানেনা, সে তারা
অনেক আগে ধ্বংসপ্রাপ্ত।।
(১৭ জুলাই, ২০২১ )
*****
Be a man as still as a mountain,
No storm can annoy u.
Open your heart like space,
Though its empty,
But its vast enough to -
accept trillion stars.
Control your mind like water,
So it can nourish every soul,
Can take whatever shape ,
Calm and liquid,
When its necessary ,
It can become a tsunami.
And above all,
Be innocent like a child,
So that you love yourself,
That's the only thing that matters.
(5th Sept, 2021)
*****
পাখি যখন ডানা মিলতে ভুলে যায়, তখনই ঘিরে ধরে স্যাঁতস্যাঁতে অন্ধকার। কান্নাতে আর চোখ ভেজে না, বলতে চাইলে কথা আসেনা,
লিখতে চাইলে বেরোয় কিছু -খসখসে চামড়ার মত শীতল শব্দ । আমি কি কখনো ছিলাম?
আদৌ কি আছি? দিব্যি তো হাসি।
না হেসেই বা কে কি পেলো? তবে যে বলেছিলে পৃথিবী খুব সুন্দর, শীতঘুম ভেঙে শুধু পোকামাকড়ের কান্না শুনি, মনে গেঁথে যায় সাপের ছোবল। লোক দেখানো পালকি তে,
সহানুভূতি স্বার্থপর ভাবে ফুলশয্যায় মগ্ন। সবাই এক এক করে জানান দেয়, এ পৃথিবীতে কবির কোন স্থান নেই। একসারে দল বাঁধে শেয়াল, শকুন ;
চলে শিল্পীর শবচ্ছেদ।।
(১৯ ডিসেম্বর, ২০২১)
****
How can I lose you?
In this world of rubbed glass,
I can still see you
in the mirror image.
In the morning dew,
U are me and I am you.
You are here for myself,
And for the rest of the world ;
You are Waltz or
Symphony of Mozart.
You are fiesta of melodies,
Touching my heart.
You are Shelly ' s verse-
You complete this broken Universe.
So, how is it possible to lose u ??
(২৯ ডিসেম্বর, '২১)
*****
তোমাদের শুধু আমি আমি আমি,
দিনের শুরু থেকে রাতের শেষ অব্দি -
আমি এই, আমি সেই।
আমি ভালো, সবাই খারাপ।
যে যার চোখে তোমরা এক একজন
তিলোত্তমা।
সবাই যদি এত ভালো,
তাহলে সমাজটা এরকম কালো কেন?
কেন চারিদিকে তাকালে-
নর্দমার ড্রেনের গন্ধ বেরোয়?
মনুষ্যত্ব এর হলোটা কি?
বিবেক, সহমর্মিতা, ভালোবাসা -
স্বার্থের সাথে খাপ না খেলেই কি
কর্পূরের মতো উবে যায়!?
মতের মিল না হলে বন্ধুত্বের ইজ্জত থাকেনা।
মানুষ আমার দেখা সব থেকে হিংস্র জানোয়ার।
এই সমাজে কবি হওয়া পাপ ;
ভালোবাসা গর্হিত অপরাধ।
(2nd Feb, 22)
No comments:
Post a Comment