যখন স্বপ্ন দেখি,
তখন সেই স্বপ্নে কোন খাদ থাকেনা।
স্বপ্ন তখন স্বর্গের বুর্জ খলিফার ইমারতে আলোকিত।
ধূসর মরুভূমিতে সে আবার জীবিত।
তারপর চাওয়া- পাওয়া হিসেবের মাঝে-
ছোট ছোট স্বপ্নগুলো বাস্তবের ড্রয়িংরুমে
মুখ থুবড়ে পড়ে।
যে বলেছিল- স্বপ্নগুলো সাজিয়ে রাখার কথা,
তার এলোপাথারি গুলিতে ঝাঁঝরা হয় অপরাধী।
অপরাধ - সে স্বপ্ন দেখেছিল।
যে স্বপ্নে কোন স্বার্থ নেই, লোভ নেই,
মোহ নেই, হিংসা নেই, পরশ্রীকাতরতা নেই।
সেই স্বপ্ন পাগলের মত,
সবাইকে ভালো লাগে।
যত মিথ্যে অভিযোগ, দুর্নীতি
সবই তার চোখে -
ভালোবাসা মনে হয়।
একদিন সে নির্বাক-ধূসর হয়ে যায়।
তবু সে স্বপ্ন দেখতে থাকে।
রঙীন নেশায় কাছে টেনে নেয় তাকে।
স্বপ্নের দিন শেষ হয় একদিন,
অহং এর প্রসাধনে মুড়ে ভালোবাসা থুতু দেয়,
স্বপ্নের মুখে।
সব কিছু ভেঙে যায়।
জ্বলে ছারখার হয়ে যায় স্বপ্নের ইমারত।
পড়ে থাকে স্বপ্ন, স্মৃতি এবং ছাই।
ভয়, দুর্বলতা কেটে যায়,
সাজা তাকে পেতে হবে,
অপরাধীর সাজা এ দুনিয়াতে মাফ হয়,
স্বপ্ন দেখার কোন মাফ নাই।।
- ১ লা জানুয়ারি, ২০২২
No comments:
Post a Comment