কত স্বপ্ন দেখেছিলাম,
তোমার নিস্তব্ধ চোখে।
সবই কি তবে মিথ্যে ছিলো?
ফসফরাসের মতো জ্বলে সব আজ ছাই।
আমিও তবে মিথ্যে ছিলাম।
তুমিও তাই।
হার-জিতের প্রশ্ন যখন -
উত্তর না দিলে তো সব শেষ।
তাই না?
তাই চেয়েছিলে যদি -
তবে এই অন্ধকার নদী,
কি প্রয়োজন ছিল - মাঝি হওয়ার?
এই দিনটাই কি দেখার ছিলো?
সবই মিথ্যে ছিলো তবে।
মরে গেছি অনেক দিনের আগে,
আজ নাহয় আমার মৃতদেহের সৎ কার্য হবে।।
No comments:
Post a Comment