Sunday, December 8, 2019

বাইনারি গারদ

বলতে হবে আমায় আজকে, পক্ষে না বিপক্ষে,
এনকাউন্টার এ হল কি বিচার, না ধর্ষক পেল রক্ষে?
ভাবতে বসেছি এসি ঘরে আমি দুই পা তুলে সোফাতে,
এই দেশেতেই অসহায় নাকি কুড়ি কোটি লোক হাভাতে ;
আজকে হঠাৎ ন্যায়ের প্রশ্ন সবার মুখেতে ফিরছে,
ফেসবুকে বলি প্যান্টি ছেড়ে সব নীতির প্রশ্ন তুলছে।
একদিকে দেখি পিঁপড়ের মত জন্মের হার বাড়ছে,
ভায়োলেন্স আর ন্যাকা সেক্স দিয়ে মিডিয়া বাতেল ঝাড়ছে।
নেটিজেন ইস্যু পাচ্ছেনা খুঁজে, কি নিয়ে সে আজ লিখবে,
অতএব জনতা ফেবু ট্রায়ালে ওকালতি আজ শিখবে।
সব নেটিজেন যেন মিডিয়া চ্যানেল ২৪ নিরানন্দ।
এই কলরবে গাইতে বসলে হারাই সুর আর ছন্দ।
অনলাইনবাসী আসছে ধ্বংস, হয়ে থেকো তুমি সেট-
প্রাণ বাঁচানোর তাড়ায় তুমি ভুলবে আপডেট।
তখন তোমায় প্রশ্ন করবো পক্ষে না বিপক্ষে,
উত্তর দিও বাইনারি থেকে দাও হে আমায় রক্ষে।
©সুপ্রভাত

No comments:

Post a Comment

পাঁচ মিনিট

"বিষ টা খাওয়ার আগে একবার আমাকে বলতো!! " কথাটা শেষ করতে না করতেই গলা ধরে এলো কিরণ এর। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এর বাইরে ...