Wednesday, November 20, 2019

সব চরিত্র কাল্পনিক

পরিবেশ তৈরি। গোটা ঘরটায় ঝুলিয়ে দেওয়া হয়েছে টুনিবাল্ব। আর কোনো বাইরের আলো ঘরটায় ঢুকছেনা। হাল্কা শব্দে হোম থিয়েটারে গান চলছে। দুই বন্ধু বহুবছর পর একসাথে। সংগে আছে দু প্যাকেট চানাচুর, তিন প্যাকেট সিগারেট আর এক লিটার ভদকা। বন্ধু দুজন এত বড় নেশাখোর ও নয় যে ওদের এক লিটার লাগবে। আসলে ওদের আজ দুজন মিলে গোটা পৃথিবী ঘোরার প্ল্যান রয়েছে। দুপেগ শেষ হল।
১- নেশা হচ্ছেনা শালা।
২- না, আমার মাথাটা একটু, সামান্য ঝিম ধরে আছে।একটা সিগ্রেট ধরা।
আরো দুপেগ শেষ হল।
২-তোকে আমি খুব বিশ্বাস করি।
১-বন্ধুরাই আসল রে। এসব মেয়েদের কে নিয়ে কিছু হবেনা।
২-আসলে সব্বাই স্বার্থপর। প্রত্যেকে। পচে গেছে। গন্ধ বেরোচ্ছে।
১-মেয়েদেরকে আমি খুব সম্মান করি।
২-আমারটাকে ফোন করতো??
১-গালি দিবি?
২-না।
১-তাহলে?
২-এমনি।
১-করছি কিন্তু।
২-না করিসনা।
১- হি হা হা হা হা
২-হো হো হো, ঢাল শালা ঢাল।
আরো দুপেগ শেষ হল।
১- আমি আসলে খুব ভালো-অবাসি সবাইকে।
২- আমিও রে খুব ভালোমানুষ। সবার ভালো করতে চাই। উল্টে শালা তাদের কাছে আমি-ই খারাপ হয়ে যাই।
১-তোর টার সাথে মেসেজ হল।
২-কি বলছে শালি?
১-তোকে ঘৃণা করে এখন ও।নতুন কাউকে ধর রে।
২-ছেঁড়া যায়। এ আমআমারর নেশা কএএটে গেছে।
১-আমার পেয়েছে।
২- যা করে আয়।
আবার দুপেগ শেষ হল।ঘড়িতে রাত বারোটা।
১-কিরে? চুপ কেন? ওর কথা ভাবছিস তো?
২- না আমি এখন সুইৎজারল্যান্ডে।
১-আমিও আসছি। ওয়েট।
২-অ মা। ইউনিকর্ন।
১-হাউ সুইট।
২-চিনের প্রাচীর!!!
১- হ্যাঁ তাইতো,।
২- এ সুইৎজারল্যান্ডে চিনের প্রাচীর কোথা থেকে এল??
১- নেশা হয়ে গেছে ভাই।
২-হি হা হআ হআ
১- বাকিটুকু র খাবো।
২- একদম। চল মেরেদি।
বাকিটাও শেষ হল!!!!
২- ভাই মদ জিনিসিটা veg নাকি non-veg??
১-হি হা হআ হআআ হআ হা হআ

No comments:

Post a Comment

পাঁচ মিনিট

"বিষ টা খাওয়ার আগে একবার আমাকে বলতো!! " কথাটা শেষ করতে না করতেই গলা ধরে এলো কিরণ এর। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এর বাইরে ...