Wednesday, November 20, 2019

পুনর্জন্ম


তুমি বেঁচে আছো ।/
কালকের বৃষ্টি আজ সবুজ হবে,/
একবার গান গেয়ে দেখো,/
তুমি বেঁচে আছো।/
জানালা খুলে একটু রোদের আদর,/
ফিরে তাকিয়ে দেখো,/
তুমি বেঁচে আছো।/
যত স্বপ্ন, সম্ভাবনা, আবেগের শুরু হোক-/
আজ থেকে,/
আজ কিছু হারানোর নেই,/
একবার আকাশে ডানা মিলে দিয়ে দেখো,/
তুমি বেঁচে আছো।/
কালকেও ধ্বংসের পথে যে পৃথিবী ছিল,/
আজ সেটা দিক ভুলে অব্যয় হবে/
একবার ঘুরে দাঁড়িয়ে দেখো,/
তুমি বেঁচে আছ।।



********


প্রেম দিয়ে অপমান পেলে ?/
আজ একটু মাথা নীচু হোক।/
মাঝরাতে হঠাৎ একাকী /
চুপিসারে বৃষ্টি পড়ুক।/
বারবার তবু ফিরে চেয়ে,/
আজ একটু রক্ত ঝরুক।/
কাল থেকে আমি ফের আমি,/
বুক পেতে বায়ু ভরে নেব।/
যদি ভাব এতে মরে যাব,/
বেঁচে আমি তোমায় দেখাব।।


*********



ভেবেছ, খুব বোকা বানালে ? /
বেশ তো, বোকা হলাম নাহয় !! /
ভেবেছ, খুব ছোট করলে ?? /
বেশ তো, ছোট হলাম নাহয় !! /
ভেবেছ, তুমি জিতলে ?? /
বেশ তো, হেরেছি নাহয় !! /
ভেবেছ, চোখের জলে নিজের দাম পেলে ? /
বেশ তো, কেঁদেছি নাহয়।/
এসবের শেষে তুমি কি পেলে ? /
আমি কিন্তু দিব্ব্যি ঘুমাই,/
এই যদি তুমি ভালবাসো, /
সে প্রেমের প্রয়োজন নাই।।


*********

দুপুরেতে আজ একটু একলা লাগুক/
বেশ হোক - একলা লাগুক।/
আমি এই বই-ওই বই করি।/
প্রখর তপন কিছু হ্রদয় জ্বালাক।/
জ্বলুক সে পুড়ে ছাই হোক।/
তবু সে যে নশ্বর 'আমি'।/
দুপুরেতে আজ একটু একলা লাগুক/
শাবাশ দিলাম- আজ একলা লাগুক।/
রামধনু চোখে নিয়ে বাঁচতে শিখি।/
কবিতারা পথ ভুলে পাতায় আসুক।/
সমবেদনার দলকে মাটি পিষে,/
দাঁড়াক পরিশ্রম। /
ভাঙুক - সে চুরমার হোক।/
তবু সে যে নশ্বর 'আমি'।/
দুপুরেতে আজ একটু একলা লাগুক/
দিব্যি হবে- আজ একলা লাগুক।।



**********


হেরে গেছো ?? /
কতটা ? /
তোমায় কেউ খুন করলে হত ঢের ভালো ?? /
ঘরে পিন আছে ??/
ফুঁটিয়ে দেখ শরীরে,/
ব্যথা লাগে ? /
ওটাও তো ব্যথা আমি মানি,/
তবে আমি তুলনায় নেই।/
এবার একটু বাস্তবে এস/
এখনো পিনের ব্যথা আছে ? /
নেই /
ওটা যদি থেকে যায় ক্ষতি নেই।/
এস গা ভাসিয়ে দি শীতল স্রোতে,/
যদি তুমি হেরে গিয়ে থাক,/
আর তবে হারাবার নেই।/
রক্তঝরা বুকে মাথা রেখো প্রেম,/
ললাটে সে সিন্দুর হবে।।




*********



মাঝরাত খুব অসহায়,/
সে শুধু হাহাকার জানে।/
আমি জানি আসব ফিরে, /
কালকে বাঁচার টানে।/
আজ যদি রক্ত ঝরে,/
হোকনা সে কিছু বিষক্ষয়,/
কাল আমি তাজা প্রাণ হয়ে,/
নিজেতেই হয়ে যাব লয়।/
মাদলের তানে যদি প্রাণ কেঁদে ওঠে,/
আমি তবে শুকপাখি হই।/
আমার দুনিয়া আমি চিনি,/
স্বপ্নতে আমি বেঁচে রই।।



**********

No comments:

Post a Comment

পাঁচ মিনিট

"বিষ টা খাওয়ার আগে একবার আমাকে বলতো!! " কথাটা শেষ করতে না করতেই গলা ধরে এলো কিরণ এর। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এর বাইরে ...