Wednesday, November 20, 2019

এক মুঠো ঝিনুক

যেভাবে সেই জ্যোৎস্নাময় রাতে তুমি ইভ হতে চাইলে,/
আমার কাছে কিছু বোবা ভালোবাসা ছিল,/
যেভাবে তুমি সেই নির্বাক ছবিতে প্রাণ নিয়ে এলে,/
আমার কাছে কিছু ছাইচাপা আগুন ছিল,/
যেভাবে তুমি অনাবিল হাসি নিয়ে এলে,/
আমার কাছে কিছু আগাম স্বপ্ন ছিল ;/
যে স্বপ্নে ব্যবধান মুছে ,/
ভুলে যাব দুনিয়ার প্যাঁচ পয়জার,/
খুলে অবচেতনের দ্বার- ,/
তারাদের দেশে জ্যামিতি শেখাব,/
তুমি শুধু চোখ খোলা রেখো,/
সেচোখে নতুন উপপাদ্য নামুক,/
হাসির বৃষ্টি নিয়ম ভেঙ্গে সে রংগের জৌলুষ বাড়াক, /
তোমার কথার ভাঁজে খুঁজে নেব যত কথা - /
না বলা আমার,/
চুল বাঁধন হারাক ,/
প্রতিবার,/
আসুক আগামীর সংবাদ ।।
*****************
সে চোখের সিঁড়ি বেয়ে ভাঙা অলিন্দে জোয়ার নামে,/
দৃষ্টি তোমার অভিকর্ষে অবাধে পতনশীল। /
এভাবেই হেঁটে যাক নির্বাক কথার মিছিল,/
শীতঘুমে তোমায় দেখতে থাকি।/
নরম আঙুলে হঠাৎ সম্বিত ফিরে আসে,/
ভেজা শিশির ঠোঁটে নিয়ে স্থির চোখের তারায় অস্থির-/
একমুখী চেতনা আমার।/
একের পর এক স্খলিত ব্যারিকেড, /
যেন আয়নায় তাড়া করে প্রতিবিম্বকে ।/
অনেক যুগ আগে কোন ভাস্কর্য শিল্পও, /
সেই সংবাদ বোঝে। /
আর সৃষ্টি যেভাবে হয় ধ্বংসের খোঁজে, /
সভ্যতা সেখানে করে শিলালিপির সন্ধান । /
তুমি আমি সেই কালের কাছে খুব ছোট,/
ইতিহাস হয়ে যাব হয়তো বা একদিন,/
তাই এই ভূগোলে আজ ভ্রূণ রেখে যাই।।

************

যারা সব কিছু হারিয়ে ফেলে,/
তারা আর আশা নয়, ভালোবাসা চায়।/
যেসব রাতে তারা চুপচাপ বালিশ ভেজায়,/
সেইসব আঁধার কালোয় তারা চায় শুধু আলো, /
যদি আলো না হতে পারো,/
তাহলে কেন দাও আশা।/
তার সব কিছু জানলে, /
দিতে পারো কি একটু ভালোবাসা ? /
তার স্বপ্নে যখন লাল-নীল-সবুজ মিশে যায়,/
সেই স্বপ্নের রংগে একবার ভিজে দেখো,/
যারা হারিয়েছে, তারা সহজে হারাতে দেয়না।।

***********
এভাবে যেওনা চলে,/
অনেক গল্পগুলো মিঠেকড়া বোলে,/
অনেক স্বপ্নগুলো ধরতে যাওয়া বাকি,/
অনেক অচেনা পথ পায়ে পায়ে,/
অনেক অম্ল-মধুর সুরের লয়ে,/
অনেক সুখের দুখের সময়গুলোয়
গান শোনানো বাকি,/
হঠাৎ আমায় একলা ফেলে,/
এভাবে যেওনা চলে।।

*********

আমায় কেউ মনে রাখুক,/
আমি চাইনা।/
আগে চাইতাম,/
এই প্রবল প্রাণ,/
পৃথিবীর সব দিকে স্মৃতি রেখে যাক/
এখন চাইনা।/
সিগ্রেট চলে,/
বিষ দিয়ে চলছে নিজেকে মারার ধীর প্রক্রিয়া। /
তবু যখন কেউ নেই,/
সে অসময়ে সাথী।/
এভাবেই যেকটা দিন বাঁচিয়ে রাখে,/
শেষ দিন আসুক ঘনিয়ে,/
আসলে কেউ কাউকে মনে রাখেনা,/
তাই কেউ মনে রাখুক,/
আমি চাইনা।।

********

সব শেষ বলে যেখানে তুমি আঁধার দেখ,/
সেখানেই আসলে আসল শুরু। /
তোমার জীবনটা নিছক একটা জীবন,/
কারো মত নয়।/
না উপন্যাস, না সিনেমা। /
একে শুধুমাত্র জীবন হিসেবে নাও।/
এভাবেই বাঁচতে শেখো।/
এ পৃথিবীতে সবাই কষ্ট পায়,/
কবিতা লেখে।/
দিনের শেষে তুমিও কিন্তু সবার মতই-/
জল খেয়ে ঘুমাতে যাও।/
তুমি ভিনজগতের নও, /
এ জগতেই বাস তোমার,/
সবার মত তোমার দুনিয়ায় রোজ একবার করে সূর্য আসে আর চলে যায়।/
সাধারণ হয়ে বেঁচে থাকাও একটা অসাধারণ কাজ।।/
আমার একটা আলো চাই/
স্নিগ্ধ আলো,/
আকাশের যত নীল চোখে এনে,/
দম ভরে দেবে ফুসফুসে।/
আমার একটা আলো চাই।/
যার হাত সব চোখের জল মুছে দেবে,/
জীবনের যত গ্লানি,/
যত ব্যর্থ ফলাফল,/
এক লহমায় পাঠাবে কোন ভুলে যাওয়া স্নায়ুকোষে।/
আমার একটা আলো চাই।/
যেটা শুধু ভালো পথ দেখাবে, /
শব্দ যখন পথভোলা পথিক হবে,/
সে তখন হবে দিশা।/
আমার একটা আলো চাই,/
যার সাথে পেরিয়ে চৌকাঠ/
হেরে গেলে ক্ষতি নেই,/
সে স্বপ্ন দেখাবে আবার ফিরে আসার,/
আমার একটা আলো চাই,/
প্রতারিত এই প্রাণ যখন মাতাল হতে চাইবে,/
তার চোখে চোখ রেখে মদের বোতল ভাঙব আমি,/
আমার একটা আলো চাই,/
যার হাতে হাত রেখে-/
অন্ধকার কে আর কালো মনে হবেনা।।

***********

চারমাত্রার একঘর 'পরে,/
কানপেতে শুনি আমি/
তোমার অভিমান।/
আর কাঁচাহাতে প্রজাপতি ধরা,/
সবই কোন দূর বলাকার সাথে মিশে যায়।/
ইলিশে গুঁড়ি সুর বয়,/
তোমার দুহাতে সেই প্রাচীন ভয়।/
ধীরে নামে কুয়াশার জাল,/
আর নীল আলোর বিচ্ছুরণ-/
সান্দ্র প্রেমে যেন আলোড়ন এল।/
আবার এসেছ ফিরে, /
ছলনার বেশে তুমি,/
নির্মেদ ঘুমের ঘোরে রক্তাক্ত প্রেমভূমি।/
আঁখিপট রিখটার স্কেল খোঁজে বারবার।/
কি দারুণ সে ব্যথা তোমার-আমার।।
চারমাত্রার একঘর 'পরে,/
চোখ মেলে দেখি আমি/
কোকিলের ডাক।/
আর খিলখিল হাসি। /
সবই কোন দূর ট্রেনে ধোঁওয়া ছেড়ে বাতাসে মিলায়।/
শরীর শব্দ করে ওঠে,/
ক্ণায় ক্ণায় যেন কামনারা ছোটে।/
প্রতিটি ভাঁজে মেশে দৈবিক সওগাত।/
যেখানে মিশেছে তোমার হাত-/
বাঁধ ভাংগে, জলছবি জেগে ওঠে। /
আবার আসবে ফিরে, /
এইভাবে এলোমেলো বেশে, /
ব্রাত্য করেছ যারে সুখের কোলাহলে,/
এক শিশির সন্ধ্যায় তাকে পড়বেই দেখো মনে।।

*************

একদিন সব মায়া ছেড়ে আমি ঘুমাব,/
আর তুমি দেখবে আমার শরীরকে ছাই হতে,/
তখন কি আমায় ভুলে যাবে? /
নাকি মনে রাখবে- /
শুধু কিছু অবশিষ্ট কার্বন ক্ণা ভেবে? /
নাকি মনে রাখবে কিছু কান্না-হাসির স্মৃতি হিসেবে? /
নাকি কোন এক কল্পনার স্বর্গ এঁকে /
আবার কথা বলতে চাইবে?

**********

এরপর আমি মিলিয়ে যেতে পারি,/
সব চেতনা বলাকার মত যেখানে মিলায়/
একটা শামুকের মত শক্ত খোলসে নিজেকে ঢেকে নিতে পারি,/
তোমরা জেগে থেকো,/
দুনিয়ার কাজে আর মন নেই।।

*********

কলেজের শেষ দিন, /
সেদিন তুই তাকিয়েছিলি /
জ্যোৎস্নাভরা চোখে।/
তারপর- গমগমে ক্যান্টিন/
আমার চোখ খুঁজেছে শুধু/
অবাক হয়ে তোকে।/
একদিন ঠিক ভুলে যাব/
নদীর তীরে উদাস হব/
ডিজিট্যাল চিঠি আমি খুলবনা আর/
স্বপ্ন আমি কফিনে পুরে দেব।/
সেদিন ছিল-/
গল্পের সিঁড়ি ধরে পেরনো উজান/
রিভার্স সুইপে হত তোর হাসির-ই কারণ।/
প্রিয়া তুই এখন, অনেক দূরে এখন।/
স্বপ্ন দেখার কাজ শেষ, /
শুধু পাচ্ছিনা বেতন।/
একদিন ঠিক ভুলে যাব।/
নদীর তীরে উদাস হব।/
ডিজিট্যাল চিঠি আমি খুলবনা আর/
স্বপ্ন আমি কফিনে পুরে দেব।।

********

যে স্বপ্নগুলো আমার সোচ্চার ছিল/
আমি জানি সেগুলো কোথাও তোমার চোখে -/
ফুটিয়েছে ফুল।/
পৃথিবী আঁধার দেখালো,/
আর তার সাথে তুমি এলে আলো,/
শেষে তুমিও বুঝেছ ভুল।/
বুঝেছি নিশ্চুপে,/
ব্যস্ত বিধাতা কিছু পেয়ে অবসর,/
তোমায় পাঠালেন দেবীরূপে,/
অস্ফুটে ব্যকরণ বুঝেছি সেদিন,/
কিছু বলার ছিল, /
আমার কিছু বলার ছিল,/
একলা তোমায়।/
আমি আর কেউ নই,/
যেভাবে চিনেছ আমি তাই।/
জানি কেঁদেছ অনেক।/
একবার যদি ভিজে থাকো,/
বারবার ভিজবে তুমি, /
আজ নয় কাল।/
চাইনি কখনো এটা, /
চাইনি এভাবে শেষ,/
চাইনি এভাবে দূরে চলে যেতে,/
আর একটু সবুর করে নাহয় নিতে,/
যেন এটা ঠিক শেষ নয়,/
চোখের তলা ভিজে আসে,/
হয়তো সেটা শিশির-ই বা হবে।/
তবে জানি,/
সেই আশার বাণী,/
যদি সত্যি চেয়ে থাকো আমায় আড়ালে,/
ফিরে আসবে জানি,/
প্রিয়তমা হয়ে, রাজকন্যের বেশে,/
আমি আবার আমাতে এসে-/
তোমায় হাসাবো।।
***********

প্লিজ ফিরে এসো প্রিয়া,/
অনেক থেকেছো দূরে,/
পৃথিবীটা গোল,/
অনেক ঘুরে সেই আবার পড়ছে মনে,/
প্লিজ ফিরে এসো।/
তোমায় হাসতে দেখে নিজেকে হারাবো,/
পৃথিবীর সব ছায়া ভুলে, /
তোমার সাথে কিছু তারা গুনি,/
প্লিজ ফিরে এসো।/
আমার প্রেমিক মনে, /
তোমার হেঁয়ালি কিছু আগুন জ্বালাক,/
ঘুমের ঘোরে তোমার হোক অভিসার,/
প্লিজ ফিরে এস।/
ফিরে এসো প্রিয়া।।


******


সেদিন ছিল খোলা হাওয়া,
আর আজ -
বৃষ্টি হচ্ছে।
তোমার শ্রুতি-কথনে ব্যথিত সময়,
আর কিছু অভিমানে সিক্ত মাটি -
আজ বৃষ্টি হচ্ছে।।
ঘুমহীন,
রাতের সেদিন,
আজ উপহাস;
তোমার শিলালিপিতে আমি আজ বিস্মৃত ইতিহাস।
আজ আমি-তুমি একেবারে চুপ।
আঁখিকোণ, রয়েছে গোপন, তবু -
আজ বৃষ্টি হচ্ছে।।
তোমার খোলা বেণীর আদর,
আমার নিকানো উঠানে ফের ট্রাফিকের মত জমছে।
চুপ থেকে থেকে মনে পড়ছে অধ:ক্ষেপ,
সে খোলা আকাশের কাছে,
অস্থির চাতকের মত আবেগ চাইছে -
আজ বৃষ্টি হচ্ছে।।
বুকে রক্ত জমছে,
মন আজ স্থির চোখের তারায় অস্থির।
তোমার জন্য জীবন দিতে পারতাম।
আজ কিছু চোখের জলও দেখি দামী।।
আমার শুকনো উপত্যকায় তবু,
আজ বৃষ্টি হচ্ছে।।

No comments:

Post a Comment

পাঁচ মিনিট

"বিষ টা খাওয়ার আগে একবার আমাকে বলতো!! " কথাটা শেষ করতে না করতেই গলা ধরে এলো কিরণ এর। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এর বাইরে ...