একদিন আকাশের গায়ে মিলিয়ে যাবো,
তারারাও একদিন নিভে যায়,
সব তারা দের মত একদিন নিভে যাবো,
আকাশের গায়ে,
আকাশের গায়ে একদিন নিভে যাবো,
সবাই যেমন নিভিয়ে যায়।
কত তারা নিভে যায়,
আগে পরে, তবু নিভাতে হবেই।
আমিও সেই তারা দের মত নিভে যাবো একদিন।
সেই আকাশে সূর্যের মত নিভে যাব,
সূর্যও তারা, তারা বলেছিলো,
সূর্য ডোবার বেলায়,
পাখিগুলো যারা ঘরে ফিরে যায় ;
সব ঘর ভেঙে যায় এক লহমায়।
সেই সূর্যের কাছে ঘর ফেরা না ফেরা পাখি হয়ে,
হেরে যাবো।
সবাই জীবনে হারে,
আমিও হেরে যাবো।
জিতেই বা কত কিছু পাবো?
একদিন সবার মত হেরে যাবো।
হেরে যাব আকাশের তারা হয়ে,
মিলিয়ে যাবো,
তখন আমায় চিনবে না কেউ,
আমি দেখে যাবো ওই সীমানায়,
যেখানে পাখি ঘরে ফেরে,
আকাশের গায়ে উড়ে যাবো।
No comments:
Post a Comment