Wednesday, November 20, 2019

Purpose

আমার ৯ বছরেরও বেশি পুরানো একজন বন্ধুর নাম Swaraj । ছেলেটার সিনেমা বা টিভি সিরিজ এর পছন্দ অদ্ভুত। এত বছরের বন্ধু যখন, কারো কিছু ভালো লাগলে অন্যজনকে সেটা দেখতে বলি, না দেখতে চাইলে জোর করে দেখাই। তো স্বরাজের ব্যাপারটা হল, ও আমাকে একটা ভালো জিনিস দেখালে পরেরটা অতীব জঘন্য জিনিস দেখায় আর সেই সিনেমা টা এতটাই জঘন্য হয় যে ওর পরের সিনেমাটা আমাকে রিকমেন্ড করে দেখাতে হলে ওকে আমাকে জোর করতেই হয়। এরকমই ওর ইচ্ছে তে দুটো জোর করে দেখা কিন্তু আমার খুব ভালো লেগেছে জিনিস হল -
"গেম অফ থ্রনস্ " আর "The Island"
প্রথমটা টিভি সিরিজ। দ্বিতীয়টা সিনেমা। "গেম অফ থ্রনস্ " কে নিয়ে লেখার সময় অনুমপ রায়ের লাইনটা মনে পড়ে - " আমারো তো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি সুযোগটা পাচ্ছি কই। "
ওই জিনিস টা ছুঁতে গেলে অনেক পড়াশোনা করতে হবে। সেটার সময় ও সুযোগ পাচ্ছিনা। কিন্তু ইচ্ছে আছে। লিখবো একদিন নিশ্চিত। এবার আসি "The Island" র কথায়। সিনেমাটা অসাধারণ বললেও কম বলা হবে। পুরো গল্পটা বলছিনা। জাস্ট একটা কথার প্রসংগ টেনে মূল লেখায় ঢুকবো। ওই সিনেমাতে দেখানো হচ্ছে মানুষের অনেক ক্লোন কে আন্ডারগ্রাউন্ড একটা ল্যাবে বাঁচিয়ে রাখা হচ্ছে একটা কথা বলে যে একটা নির্দিষ্ট সময় অন্তর লটারি হবে, সেই লটারিতে জিতলে যে কেউ এই ল্যাব ছেড়ে একটা আইল্যান্ড এ যাওয়ার সুযোগ পাবে। এই কথাটা সবার মনে Purpose র জন্ম দেয়। এই Purpose তাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে। যদিও লটারি ব্যাপারটা পুরো গট আপ। সিনেমাটা দেখলে বুঝতে পারবেন তাই আর বলছিনা। এবার আসি Purpose র কথায়।
এই সিনেমার মত আমরাও বেসিক্যালি এই পৃথিবীর ল্যাবে বন্দী। প্রত্যেকের লাইফে আলাদা Purpose রয়েছে। সেই Purpose তাদের বাঁচিয়ে রাখে, আরো খাটতে সাহায্য করে, তথাকথিত মানসিক ভাবে সুস্থ রাখে। যাদের আমরা এই সমাজের গুন্ডা, বদমাইশ ভাবি তাদের Purpose কিছু মানুষকে মেরে ভয় দেখিয়ে নেতাদের কাছে ভালো হওয়া। এতে তারা ভালো টাকা পাবে, তার বউ বাচ্চা এতে ভালো থাকবে। নাহলে সে বেশি মদ গাঁজা খেতে পারবে। এভাবে ভেবে দেখলে ভালো মানুষ থেকে সমাজের ধর্ষক - বেশ্যা সবার জীবনে যে যার মতন Purpose তাকে বাঁচিয়ে রেখেছে। যে রান্না করার লোক আজ কাজ করতে এলোনা বলে গালি দিচ্ছেন সেই লোক কোন Purpose এ ডুব দিয়েছে। পশ্চিমবঙ্গ এ সার্ভিসে ডাক্তাররা ঢুকছেন বেশিরভাগ টি.আর এর Purpose এ।আধ্যাত্মিক মানুষের Purpose রয়েছে ভগবানের সাক্ষাৎ। আমার লেখার Purpose নিছকই লিখে আনন্দ পাওয়া। Purpose ছাড়া এ পৃথবী অচল।
নোবেল জয়ী বুদ্ধিস্ট দলাই লামা র কথায় - বুদ্ধর কথা কে আমরা বুঝতে ভুল করি। Desire অবশ্যই থাকতে হবে। Desire ছাড়া মানুষ শ্বাস নেবে কি করে, খাবে কি করে। কিন্তু Desire টু হার্ম আদারস্ ইজ হার্মফুল।
এবারে ভাবুন, আপনি অন্যের ক্ষতি চাননা। কিন্তু নিজের Purpose পূর্ণ করতে হলে সেই অন্যের ক্ষতি হয়ে যাবে আপনি কিভাবে নিজেকে রেজিস্ট করবেন !?? পুরোটাই একটা সাইকেলের চাকার মতো। এভাবেই একে অপরের ক্ষতি করে নিজের Purpose পূরণ করে চলে পৃথিবী । আর আমরা আমাদের Purpose সিদ্ধ করার উপর বেস করে কাউকে জাজ করে নিই কেউ ভালো, কেউ খারাপ। একজন রুগী খারাপ আছে বলা খুব সহজ, ভালো আছে বলা কঠিন। তেমনি একজন মানুষকে ভালো বলা খুব কঠিন। মুশকিল টা হল ডুয়্যাল মানুষগুলোর তারা বুঝেই উঠতে পারেনা তাদের আসল Purpose কি !!?? আর পৃথিবীটা এ ধরনের মানুষে ভরে গেছে। নিজের আল্টিমেট Purpose ঠিক থাকলে জীবনটা অনেক সহজ হয়ে যায় ।।

No comments:

Post a Comment

পাঁচ মিনিট

"বিষ টা খাওয়ার আগে একবার আমাকে বলতো!! " কথাটা শেষ করতে না করতেই গলা ধরে এলো কিরণ এর। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এর বাইরে ...