আরো কিছু বাইনারি কনসেপ্ট মিডিয়া দখল করুক। বাইনারির জিলিপি আর তেলেভাজা দিয়ে সমাজ খেতে নাকি দারুণ লাগে। নারী-পুরুষ, শাসক-বিরোধী, কেন্দ্র-রাজ্য, হিন্দু-মুসলিম আরো অসংখ্য পিঁপড়ের মতো বাইনারি সমাজের অস্থিমজ্জায় রোজ কামড় বসাচ্ছে। প্যানসাইটোপেনিয়া হচ্ছে আর সমাজ তার অনাক্রম্যতা ধীরে ধীরে হারাচ্ছে। তারপর 'সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যে আসে', তখন খাবারের প্লেটে পড়ে থাকে আমরা-ওরা, রাজা-প্রজা। শাসক বুঝিয়ে দেয় গণতন্ত্র আসলে একটা অভিশ্রুত ( ইংরেজি তে Modi-fied কথাটা লিখলে আমায় আবার এন্টিন্যাশনাল শুনতে হতে পারতো, তাই শুদ্ধ বাংলা একটি শব্দ ব্যবহার করলাম.. No Pun intended!!) রাজতন্ত্র ছাড়া কিছুই নয়। প্রজার কাছে রাজা আর আপন থাকেনা। আমরা-ওরা র যুদ্ধ বাঁধে। আর এই যুদ্ধে সুখের ষোলকলা পূর্ণ হয় Soros দের মতো কিছু মানুষ বা গোষ্ঠীর। প্রথমে কোলকাতা পুলিশ, তারপর রাষ্ট্রের সর্বোচ্চ ন্যায়ালয় ও সর্বোচ্চ অনুসন্ধানকারী সংস্থাতে দেশের এক মেয়ের নৃশংস হত্যার বিচার যদি শেষমেশ না হয়, নিশ্চিতভাবে রাজ্য ও দেশের প্রশাসন সাধারণ মানুষের ভরসা হারাবে। হয়তো ইতিমধ্যে অনেকটাই হারিয়েছে। আর যখনই এক তথাকথিত গণতান্ত্রিক স্বাধীন দেশে এই ভরসা হারায় তা জন্ম দেয় Anarchy র। Anarchy যদি রুখে দিতে হয়, তাহলে সবার প্রথমে যেকোনরকম বাইনারির গন্ডি থেকে নিজেকে মুক্ত করতে হবে। একজন স্বাধীন মানুষের মত প্রকাশে তাকে সেকু, মাকু, এন্টিন্যাশনাল, ভক্ত এসব বলা এবং ভাবা সচেতন ভাবে বন্ধ করতে হবে। আসল চক্রান্তকারীরা হয়তো আড়ালে হাসছে। আর এখানে শাসক-বিরোধী খেলা এখনো চলছে। বাইনারির এই থোড়-বড়ি-খাড়া-বড়ি-থোড় র প্যালিন্ড্রোমিক খেলা তিয়াত্তর বার নিজের মনে রুখে দিতে হবে। তিলোত্তমার রক্ত আর এত স্বতঃস্ফূর্ত প্রতিবাদ যেন ব্যর্থ না যায়। কালকের আরেকটা বাইনারি মিডিয়াতে এলে আমরা যেন সমস্বরে বলতে পারি - 'সব ইয়াদ রাখা যায়েগা'। যেরকম মনে থাকবে ১৮ তারিখ ওই বিকেলে চিরশত্রু মোহনবাগান-ঈস্টবেংগল সমর্থকরা তাদের বাইনারি ভুলে রাস্তায় নেমেছিল সমস্বরে প্রতিবাদ জানাতে। যেভাবে ১৪ তারিখ মাঝরাতে মেয়েদের ডাকা 'রিক্লেম দ্য নাইট' কে বাইনারি ভুলে সমস্বরে সমর্থন জানাতে রাস্তায় নেমেছিলো বহু পুরুষ। এসবও মনে থাকবে। সব মনে থাকবে।।
Original Name - Suprabhat Das (General Physician, Intensivist, Musician, Lyricist, Composer, Vocalist, কবি, Author, Nature Lover)
Wednesday, August 28, 2024
Subscribe to:
Posts (Atom)
পাঁচ মিনিট
"বিষ টা খাওয়ার আগে একবার আমাকে বলতো!! " কথাটা শেষ করতে না করতেই গলা ধরে এলো কিরণ এর। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এর বাইরে ...
-
আরো কিছু বাইনারি কনসেপ্ট মিডিয়া দখল করুক। বাইনারির জিলিপি আর তেলেভাজা দিয়ে সমাজ খেতে নাকি দারুণ লাগে। নারী-পুরুষ, শাসক-বিরোধী, কেন্দ্র-রাজ্য...
-
প্রশ্নটা খুব সহজ। উত্তরটাও সবাই কম বেশি জানে। এই যে আমরা পড়াশোনা করছি। স্নাতক, স্নাতকোত্তর ইত্যাদি ইত্যাদি, কেউ দিনরাত এক করে পরিশ্রম করছে।...
-
- আছে ? - কত র মাল চাই ? - ৩৫ গাঁজার পুরিয়া টা নিয়ে ট্রেনে উঠলেন যুবকটি। মাঝারি উচ্চতার, উস্কো খুস্কো চুল, চোখে কালো মোটা ফ্রেমের চশমা...